১-৭ মে ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ শুরু

নিউজ২৪লাইন:

ঢাকা ৩০ এপ্রিল ২০২২খ্রী: ৬ষ্ঠ বারের মত ১-৭ মে ২০২২ দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় গণমাধ্যম সপ্তাহ। এবছর সাংবাদিকদের এই সপ্তাহটিকে ঘিরে তেমন থাকছেনা অনুষ্ঠানমালার আয়োজন। সাংবাদিকদের অধিকার ও পেশার মর্যাদা রক্ষায় বিএমএসএফ গত ৫ বছর ধরে দেশব্যাপী এই সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে উদযাপন করে আসছে।

এ বছর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৩ শতাধিক শাখা কমিটির সদস্যরা শুধু প্রচার প্রচারণা আর পারস্পারিক যোগাযোগ সমন্বয়ের মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে ২৪ এপ্রিল থেকে এমপিদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠানো অব্যাহত আছে, যা ৭ মে পর্যন্ত চলবে।

১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের মাঝে পহেলা মে শ্রমিক দিবস ও পবিত্র ঈদ উল ফিতরের কারণে এ বছর থাকছে না বর্ণাঢ্য র‌্যালী-সমাবেশ কিংবা বড় আয়োজন।

শাখাগুলোতে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ, ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকছে বিনামূল্যে সদস্য সংগ্রহ কর্মসূচী।

সপ্তাহটি উপলক্ষে ৭মে’র আলোচনায় দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভুমিকা, অতীত ঐতিহ্য, সমস্যা, সম্ভাবনা, অধিকার ও ১৪ দাবি আদায় নিয়ে কথা হবে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে দেশে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের যেমন: শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, প্রাণী সপ্তাহ, আনসার সপ্তাহ, ফায়ার সপ্তাহ, সহ বিভিন্ন সপ্তাহ ও অগনিত দিবস রয়েছে। কিন্তু একমাত্র গণমাধ্যম অঙ্গনে কোন সপ্তাহব্যাপী কর্মসূচী নেই এবং ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস বিশ্বের সকল দেশে রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হলেও তা বাংলাদেশে ব্যতিক্রম।

গণমাধ্যম সপ্তাহের প্রবক্তা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর গণমাধ্যম সপ্তাহ ২০২২ উপলক্ষে গণমাধ্যম,সাংবাদিক ও দেশবাসির প্রতি শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে সপ্তাহটি রাষ্ট্রীয় স্বীকৃতির পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সাংবাদিকদের প্রাণের দাবি জাতীয় গণমাধ্যম সপ্তাহটি উদযাপনে সকল গণমাধ্যম, সাংবাদিক, প্রশাসন ও দেশবাসির সহযোগিতা কামনা করেছেন।

নসিংহপুর ফেরীঘাটে পাড়া পারের অপেক্ষায় রয়েছে ৫ সতাধিক গাড়ি

নিউজ২৪লাইন:

আমান আহম্মেদ সজিব //

ভেদরগঞ্জ
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। এমনটা জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীন সংস্থার (বিআইডাব্লিউটিসির) কর্মকর্তারা। এ কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নরসিংহপুর ফেরিঘাটে পণ্যবাহী ট্রাকের তীব্র জট সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে ঘাটটিতে পার হওয়ার জন্য ফেরির অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি সড়কে অপেক্ষা করছে।

বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নরসিংহপুর ফেরিঘাট। অন্যদিকে চাঁদপুর প্রান্তে সদর উপজেলার হরিণায় আরেকটি ঘাট। এ নৌপথের দুটি ঘাট ব্যবহার করে চট্টগ্রাম বিভাগের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্য ও যাত্রীবাহী গাড়ি চলাচল করে। বাংলাবাজার-শিমুলিয়া, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। তাই নরসিংহপুর ফেরিঘাটে চাপ বেড়ে যায়। এই নৌপথটিতে পণ্য ও যাত্রীবাহী গাড়ি পারাপারের জন্য সাতটি ফেরি চলাচল করে। গত সোমবার দুটি ফেরি বিকল হয়ে পড়ে। পরে তা মেরামতের জন্য পাঠানো হয়। মেরামত শেষ করে ওই দুটি ফেরি শুক্রবার সকাল থেকে নৌপথে চলাচল করছে।
খুলনা থেকে আসা পণ্যবাহী ট্রাকচালক জালাল হোসেন বলেন, ‘আমাদের ভোগান্তির শেষ নেই। গতকাল ঘাটে এসেছি এখনো বসা রয়েছি। কবে যে জাইতে পারবো বলতে পারিনা। অতিরিক্ত খাওয়ার খরচ, গোসলের কষ্ট, টয়লেটের কষ্ট হচ্ছে, কী আর করব।

জানতে চাইলে ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খোরশেদ আলম বলেন, ফেরীর সংকট তার বিতরে আবার কামিনি ফেরিটি নষ্ট হয়ে গেছে, তাই একটু জানযোট সৃষ্টি হয়েছে, দুটি ফেরি বারিয়ে দিলে আর এই সমস্যা থাকবেনা। আমরা বিআইডাব্লিউটিসি কে অবগত করেছি।

এবিষয়ে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে তিনটি নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে। তাই এ ঘাটে ট্রাকের চাপ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ফেরি বিকল ছিল। তাই অপেক্ষারত ট্রাকগুলো পারাপার করাতে কিছুটা সময় লাগবে।

শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন এর ঈদ উপহার বিতরণ

আমান আহমেদ সজীব :

নিউজ২৪লাইন:

শরীয়তপুরে -শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন এর  শরীয়তপুর জেলা শাখার এর পক্ষ থাকে  গরীবও অসহায়াদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৭ এপ্রিল শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন – শরীয়তপুর , জেল শাখার   সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ মোল্লার সভাপতিত্বে  গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়      শাখার সাধারণ সম্পাদক -সোহাগ খান সুজন এর সঞ্চালনায়।

প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি বিশিষ্ট দানবীর এইচ এম রাসেল হাওলাদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

এ্যড.জাহাঙ্গীর বেপারী, সভাপতি শরীয়তপুর সদর উপজেলা আওয়ামিলীগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

এস এম আবুল কালাম আজাদ সভাপতি শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

খালিল শেখ, সহ সভাপতি শরীয়তপুর প্রেসক্লাব।
মোঃ আবুল খায়ের খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বি এম এস এফ) কেন্দ্রীয় কমিটি।

মোঃ সাহাদাত হোসেন হিরু  সহ সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
সাংবাদিক এস এম শফিকুল ইসলাম স্বপন সময়ের আলোর জেলা প্রতিনিধি,
মোহনা টেলিভিশন শরীয়তপুরের প্রতিনিধি মাহবুবুর রহমান ,মাই টিভি শরীয়তপুর প্রতিনিধি এবিএম মামুন  প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহিন আলম,

সাংবাদিক জি-কে সানজিদ

শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক আমান আহমেদ সজীব সখিপুর নাগরিক অধিকার আন্দোলন এর মোঃ সাদ্দাম হোসেন শখিপুর নাগরিক অধিকার আন্দোলন মোঃ রুহুল আমিন।

শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন    জেলা শাখার, কোষাধ্যক্ষ আমির সিকদার,দপ্তর সম্পাদক মোঃটিটুল মোল্লা
শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন এল নেএী বিন্দু উপস্থিত ছিলেন

প্রধান  অতিথির বক্তব্যে,
এইচ এম রাসেল হাওলাদার বলেন,শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন এর মতো সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রাখতে পেরে  নিজেকে ধন্য মনে হচ্ছে শরীয়তপুর নাগরী অধিকার আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের  মাধ্যমে আমরা দেখেছি অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন   বিশেষ করে শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম আবুল কালাম আজাদ গঠনের জন্য যেভাবে শ্রম দিয়ে যাচ্ছেন তাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।   তাই আমি শরীয়তপুর জেলার সকল সচেতন নাগরিকদের কে বলব আসুন আমরা শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলনের সাথে থেকে অসহায় মানুষের পাশে থেকে  কাজ করে যাব।

রুপান্তর সোসাইটির এতিম-অসহায়, হতদরিদ্র ও পথশিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ

উখিয়া উপজেলার অন্তর্গত মরিচ্যা বাজারের উত্তর স্টেশনে রুপান্তর সোসাইটি কতৃক এতিম-অসহায় ও পথশিশুদের ঈদ উপহার প্রদান করা হয়।   এতে হলদিয়া পালং ও খুনিয়া পালং এলাকার প্রায় ১৫০ জন এতিম- হতদরিদ্র অসহায় পথশিশুদেরকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপহারের মধ্যে রয়েছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা, ত্রি পিচ ও নতুন টাকা।

রুপান্তর সোসাইটি একটি স্বেচ্ছা সেবামূলক বেসরকারি প্রতিষ্ঠান। সম্পূর্ণ অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক ভিত্তিতে অত্র এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের সৃষ্টি। বিগত তিন-চার বছর যাবৎ এই প্রতিষ্ঠান অত্র এলাকার ব্যাপক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্রী ব্লাড ডোনেশন, ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়, সুবিধা বঞ্চিত মহিলাদের উন্নয়ন প্রশিক্ষণ, প্রতিবন্ধীদের পুর্নবাসনমূলক কর্মকাণ্ড, ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, গরীব – মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি অনুদান ও কাউন্সিলিংসহ বহুমুখী উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপান্তর সোসাইটির প্রধান উপদেষ্টা ব্যাংকার আমিনুল হক চৌধুরী, উখিয়া কলেজের অধ্যাপক মোঃ নুরুল হক, উপদেষ্টা মুমিনুল হক চৌধুরী, মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জহিরুল হক, আলফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার সুপার মাওলানা সুলতান আহমদ, সার্চ মানবাধিকার সোসাইটি কক্সবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আনোয়ার সিকদার, সমাজকর্মী মির্জা জহির, সাংবাদিক বাবুল মিয়া মাহমুদ, পাগলির বিল শাহ আমানত সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা ডাঃ শফিউল আলম সহ অনেকে।

শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শাহিন আলম শরীয়তপুর :

২৮ এপ্রিল, ২০২২ “বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা দিচ্ছে এ নিশ্চয়তা” এ প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ কার্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আদালত প্রাঙ্গনের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন তমন ট্রাইবন্যালের বিচারক স্বপন কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: পারবেজ হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সালেহুজ্জামান, সিভিল সার্জন এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামিম হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জহিরুল ইসলাম প্রমুখ।
জেলা লিগ্যাল এইড কমিটি সূত্র জানিয়েছে, শরীয়তপুর লিগ্যাল এইড অফিসে বিগত বছরে নিয়মিত কোন লিগ্যাল এইড অফিসার ছিলেন না। দায়িত্বপ্রাপ্ত বিচারককে তার বিচারিক দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে লিগ্যাল এইড অফিসারের দায়িত্ব পালন করতে হয়েছে। তারপরেও ২০২১ সালের মে হতে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত ২৯৯ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। মামলা দায়ের হয়েছিল ১ হাজার ৬৬টি। একই সময়ে আপোষ-মিমাংশা করা হয় ১৪৭ টি মামলা।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, গরীব দুঃখীর মামলার ব্যয় সরকার বহন করছে। এ ছাড়াও অসহায়দের বিভিন্ন আইনী সহায়তা প্রদানের জন্য সরকারি বেসরকারি সংগঠনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার। যাতে দেশের কোন নাগরিকই আইনী সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন।

ইকবাল হোসেন অপু এমপির রত্নগর্ভা মায়ের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল

নিউজ২৪লাইন:

মঞ্জুরুল ইসলাম রনি শরীয়তপুর

শরীয়তপুর-১ আসন এর সংসদ সদস্য, ইকবাল হোসেন অপু, এমপির রত্নগর্ভা মা, সৈয়দা আঞ্জুমান নাহার এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে, মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া চেয়ে সদর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারীর উদ্যোগে, ইকবাল হোসেন অপু এমপির রত্নগর্ভা মা, সৈয়দা আঞ্জুমান নাহারের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ দোয়া ও মাহফিলসহ অসহায় এতিমদের মাঝে ইফতার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেন।

বুধবার (২৭এপ্রিল) বাদ আছর নামাজ শেষে শরীয়তপুর সদর পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। আজকের এই দিনটিকে স্মরণ রেখে, প্যানেল মেয়র বাচ্চু বেপারী, শরীয়তপুরের সর্বস্তরের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে প্রিয় নেতার মায়ের কবর জিয়ারত করেন।

এছাড়া সকাল থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় শতাধিক আলেম ওলামা ও এতিম ছাত্রদের নিয়ে কুরআন খতমসহ মহান আল্লাহ তায়ালার দরবারে প্রিয় নেতার মাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুক এ প্রার্থনা কামনা করেন। এবং একই সাথে বঙ্গবন্ধুর পরিবারসহ সকল বীর শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরে উন্নতমানের খাবার ও ইফতার অসহায় এতিম শিশুদের মাঝে বিতরণ করেন।

এসময় প্যানেল মেয়র বাচ্চু বেপারী বলেন, মুলত আমাদের প্রাণপ্রিয় নেতা পালং ও জাজিরার অহংকার জননেতা ইকবাল হোসেন অপু ভাইয়ের মায়ের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। আমরা সকল নেতা কর্মীরা আমাদের প্রাণপ্রিয় নেতা মা, বাবার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে তাদের আত্মার মাগফেরাত প্রার্থনা করে, বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করেছি।

উক্ত দোয়া মাহফিলে শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ হলদিয়া পালং ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

 

বা থেকে সাধারণ সম্পাদক রাশেদুল করিম সিকদার, সভাপতি হাজী আলী হোছাইন।

 

বাংলাদেশ আওয়ামী লীগ হলদিয়া পালং ইউনিয়নস্থ ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে হাজী আলী হোছাইনের সভাপতিত্বে মৌলভী আয়ুব আনসারীর সঞ্চালনায় বিশেষ আকর্ষণ ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ভাষাসৈনিক জনাব বাদশা মিয়া চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাংগঠনিক টিমের প্রধান জনাব মাহবুবুল আলম চৌধুরী। উদ্বোধন করেন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) জনাব ইসলাম, আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক টিমের উপ-প্রধান মাহমুদুল হক সিকদার, মোর্শেদুল আলম চৌধুরী। সাংগঠনিক টিমের সদস্য যথাক্রমে আবুল কালাম সিকদার, মুফিজুর রহমান, খালিদ হোসেন সোহেল।

 

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব হাজী আলী হোছাইন, ওনার প্রাপ্ত ভোট ৮৩, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাষ্টার জাফর আলম সিকদার পেয়েছেন ৫৫ ভোট। বাতিল হয়েছে ৩ ভোট।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব রাশেদুল করিম সিকদার, প্রপ্ত ভোট ৭৬। প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিদারুল আলম সিকদার পেয়েছেন ৬৩ ভোট। বাতিল হয়েছে ২ ভোট।

 

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।

1 2 3 9