সৌদি আরব কোভিড বিধি নিষেধ শিথিল করায় ১ মিলিয়ন হজ্ব যাত্রীকে অনুমতি দেবে

 

নিউজ ২৪লাইনঃ 

সৌদি আরব গতকাল ঘোষণা করেছে যে তারা এই বছর ১মিলিয়ন লোককে বার্ষিক হজ্ব করার অনুমতি দেবে ।
দুই বছরের কোভিড বিধি নিষেধ তুলে নেওয়ার মধ্যে ,যেখানে মাত্র কয়েক হাজার স্থানীয় বাসিন্দাকে হজ্ব করার অনুমতি দেওয়া হয়েছিলো। একটি বিবৃত্তি অনুসারে ,হজ্ব ও ওমরাহ মন্ত্রক বলেছে যে এটি এই বছর হজ্ব পালনের জন্য বিদেশী এবং দেশী উভয় প্রকারের এক মিলিয়ন হজ্বযাত্রী কে অনুমোদন দিয়েছেন । বিবৃতিতে বলা হয়েছে হজ্ব তাদের জন্য উন্মুক্ত থাকবে যারা ৬৫ বছরের কম বয়সী এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত প্রধান কোভিড-১৯ টিকা পেয়েছেন ।২০২০ সালে করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার সময় ,মাত্র ১০০০ হজ্ব যাত্রী হজ্বে অংশ নিতে পেরেছিলেন ।বিদেশ থেকে আগত হজ্ব যাত্রীদের অবশ্যই একটি নেতিবাচক পিসি আর টেষ্ট জমা দিতে হবে যা তাদের দেশটির যাত্রার ৭২ ঘন্টা আগে নেওয়া হয় না। সম্পূর্ন টিকা প্রাপ্ত ,গাহর্স্থ্য অংশ গ্রহন কারীদের জন্য গত বছর এই সীমা ৬০,০০০-এ উন্নীত করা হয়েছিলো ।মহামারীর আগে বিশ্ব জুড়ে প্রায় ২,৫ মিলিয়ন মানুষ হজ্ব যাত্রী অংশ নিয়েছিলেন । হজ্ব মন্ত্র আরও বলেন সৌদি কর্তৃপক্ষ হজ্ব যাত্রীদের সুরক্ষার প্রচার করতে চান বিশ্বব্যাপী সর্বাধিক সংখ্যক মুসলমান হজ্ব পালন করা তা নিশ্চিত করা।