বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে, মানুষের সেবা করতে চান আব্দুল হামিদ

নিউজ২৪লাইন:

মঞ্জুরুল ইসলাম রনি:

শরীয়তপুর সদর উপজেলার, বিনোদপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের মতো নির্বাচিত চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামীলীগের, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আব্দুল হামিদ সাকিদার। তৃতীয় বারের মতো নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে, বিনোদপুর ইউনিয়ন এর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। তার সেবায় সন্তুষ্ঠ ইউনিয়নবাসী। অসহায়, দিনমজুরের মানুষের কল্যানে কাজ করায় হামিদ সাকিদার এখন ইউনিয়নের সকলের আস্থর প্রতীক হয়ে উঠেছেন।

ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রায়ন প্রকল্পের আওতায়, বিনোদপুর বাছার কান্দি গ্রামের অসহায় ভিটা মাটি হারা গরিব-দুঃখী এমন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প। নির্মাণাধীন চলমান কাজের মান ১০০% সঠিকভাবে বাস্তবায়ন করতে, সরকারি বরাদ্দকৃত অর্থের সঙ্গে নিজ তহবিল থেকে অর্থ যুক্ত করে বাস্তবায়ন করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, ট্রেডিং কপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর উদ্যোগে। ইউনিয়ন পরিষদে তাঁর নিজ উপস্থিতিতে, ১০৫০জন সেবাপ্রত্যাশি কার্ডধারীর মাঝে এ পণ্য বিতরণ করেছেন। এছাড়া ভিজিডি কর্মসূচির অধিনে, ৩০কেজি করে ১৬৩ জনের মাঝে চাউল বিতরণ করেছেন।

এতে গ্রামবাসী সঠিকভাবে জনসেবা পাওয়ায়। আব্দুল হামিদ সাকিদার, চেয়ারম্যানকে নিয়ে ইউনিয়নের আপামর জনতা গর্ববোধ করে। আব্দুল হামিদ সাকিদার ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার পর থেকে, ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিয়ে, শিক্ষারহার বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হয়েছে। লোভ লালশার উদ্ধে থেকে তিনি, ইউনিয়নের প্রতিটি মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। ইউনিয়ন পরিষমুখী আগত সেবা প্রত্যাশি মানুষ, কোন প্রকার হয়রানি ছাড়াই যেন সেবা নিতে পারে, সে দিকে খেয়াল রেখেই তিনি কাজ করছেন।

হামিদ সাকিদার, ছাত্র জীবন থেকেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন।স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়েই বিনোদপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন। ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখার জন্য সব সময় কাজ করে চলছেন। এছাড়া নৌকাকে বিজয়ী করার জন্য, অর্থ ব্যায়সহ সর্বক্ষণ নিরলস ভাবে ব্যাপক পরিশ্রম করেছেন।

বিনোদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদারের, কঠোর তত্ত্বাবধায়নে বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করন, নতুন রাস্তা নির্মান, আর্সিনিক মুক্ত টিউবওয়েল, স্যানেটারীসহ ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান করে সুনামের সাথে দিন দিন বিনোদপুর ইউনিয়নকে এগিয়ে নিচ্ছে।

স্থানীয় একাধিক এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদার। একজন সৎ ও সমাজ সেবক নীতিবান ব্যক্তি, তিনি মহামারী করোনা ও বন্যা, দূর্যোগের সময় অসংখ্য গরীব অসহায় মানুষের দারে গিয়ে সাহায্য সহযোগিতা করেছে। বিভিন্ন সময়ে ইউনিয়নের অসহায়, গরীব মানুষের পাশে থেকে সাহায্য সহায়তা প্রদান সহ মসজিদ, মাদ্রাসায় ও এলাকায় বিভিন্ন উন্নয়নের কর্মকান্ডে অবদান রেখেছে। তিনি বিনোদপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্তমান সফল আওয়ামী লীগ, সরকারের জাতীয় প্রতিটি দিবস যথাযত ভাবে পালন করে আসছেন। সরকারের উন্নয়নের চিত্র সব সময় জনসম্মুখে তুলে ধরেছেন। এসব কারণেই সমাজ সেবক গরিবের বন্ধু, হামিদ সাকিদার বিনোদপুর ইউনিয়সহ সদর উপজেলার সর্বস্তরের মানুষের কাছে জনপ্রীয় ব্যাক্তি হিসেবে পরিচিতি পেয়েছে। একজন সৎ, নেয় নিষ্ঠাবান ব্যাক্তি হিসেবে সাধারণ জনগন তাকে মনেপ্রাণে ভালোবাসেন।

তাই আমরা সাধারণ জনগণ চাই। আগামী শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের স্বার্থে। আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে, শুধু বিনোদপুর ইউনিয়নই নয়, এই অবহেলিত সদর উপজেলা পরিষদকে একটি উন্নত আধুনিক ডিজিটাল উপজেলা পরিষদ গড়তে হলে চেয়ারম্যান প্রার্থী হিসেবে একমাত্র আব্দুল হামিদ সাকিদার ভাইকেই প্রয়োজন।

আমরা আশা রাখি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী করে আমাদের মাঝে তাকে পাঠাবেন।

আব্দুল হামিদ সাকিদার বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছে, তাই সব সময় জনগনের সেবা দিতেই আমি প্রতিশ্রতবদ্ধ। সেলক্ষ্য নিয়েই আমি কাজ করছি, সরকারের যাতে বদনাম না হয়। এবিষয়টি সব সময় আমি গুরুত্ব দিয়ে, সরকারের বয়স্ক ভাতা, বিধবা ভাত, পুঙ্গ ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফের সঠিক ভাবে বিতরন করে আসছি। জনগণের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো। আমি বেঁচে থাকতে আমার ইউনিয়নের একটি লোক অনাহারে একবেলা না খেয়ে থাকবে না ইনশাল্লাহ। যতদিন ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকবো সততা ও নিষ্ঠার সাথে সব সময় কাজ করবো।