পঞ্চাশ টাকা ঘুষ না দেওয়ায় ৩.৩৭একর ভূমি খাস খতিয়ানভুক্ত সার্ভেয়ার

নিউজ২৪লাইন:

নুরুজ্জামান শেখ ,শরীয়তপুর থেকে।

১৯৮০ সালে শরীয়তপুর জাজিরা উপজেলায় ৯৯ নং পূর্ব নাওডোবা মৌজায় ভূমি জরিপহয়। ভূমি জরিপের সময় সার্ভেয়ার কে ৫০ টাকা ঘুষ দিতে অস্বীকৃতি জানালে খোবের বশবর্তী হয়ে ব্যক্তিমালিকানাধীন এস এ ৮২ও আর এস ৮৪ নং খতিয়ানে মোট ৩ একর ৩৭ শতাংশ ভূমি ১নং খাস খতিয়ান ভুক্ত করেন। গত ২২জুলাই২০২১ ভূমিহীনদের ভূমি অধিগ্রহণের জন্য জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং পূর্ব নাওডোবার ভূমি কর্মকর্তা সরেজমিনে উপস্থিত হয়ে নালিশি ভূমিতে লাল নিশান উড়িয়ে দেন।
বসবাসরত উক্ত ভিটে মাটিতে লাল নিশান উড়িয়ে দেওয়ার পর তাৎক্ষণিকভাবে ভূমি মালিক আজিজ হাওলাদার গং উপস্থিত এস এ এবং আর এস দাগ খতিয়ানে তাদের মালিকানা কাগজ প্রদর্শন করেন। তাদের জমি খাস খতিয়ান যুক্ত হয়েছে বিষয়টি জানতে পেরে জমির মালিক আজিজ হাওলাদার গং গত ২৫ আগস্ট ২০২১ তারিখে জাজিরা সহকারী জজ আদালত চিকন্দী, শরীয়তপুর রেকর্ড সংশোধন দেওয়ানী মামলা দায়ের করেন। আজিজ হাওলাদার গং গণমাধ্যমকে জানান মামলাটি চলমান অবস্থায় আছে এবংবিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও গত ২১ফেব্রুয়ারি ভূমি কর্মকর্তাগণ তা আমলে না নিয়ে ভূমি মালিকদের উচ্ছেদের হুমকি প্রদর্শন করেন। এর প্রতিবাদ করে ভূমি মালিক আজিজ হাওলাদার গং তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে ভূমিতে আত্মহত্যা ঘোষণা দেন।
বিল্লাল জঙ্গি বলেন সার্ভেয়ার কে ৫০ টাকা ঘুষ না দেওয়ায় আমাদেরই ভিটেমাটি সরকারি ভাবে খাস করেন। আমার এই জমির পশ্চিম এবং পূর্বপাশের জমি বি আর এস রেকর্ড হয়েছে, আমাদেরটা হয় নাই। এই জমিতে বাপ দাদারা প্রায় ষাট বছর যাবত ঘরবাড়ি তুলে থাকতেছে। আমরা এই জমিতে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করি।প্রয়োজনবোধে বুকের রক্ত দিব, গুলি খাব তোবুও আমাদের বাপ-দাদার ভিটেমাটি ছাড়বো না। সরকারের বিরুদ্ধে মামলা করেছি মামলা যা হবে আমরা মেনে নিব। পূর্ব নাওডোবা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল সালাম বলেন ২১ ফেব্রুয়ারি জাজিরা উপজেলার এসিল্যান্ড ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমরা ভূমিহীনদের জমি অধিকরণে জন্য পরিদর্শনে গিয়ে ছিলাম।

বিষয়টি সম্পর্কে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়া এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান মুজিব বর্ষ উপলক্ষে আমাদের জননেত্রী শেখ হাসিনা গৃহহীনদের ঘর তুলে দিচ্ছেন। জাজিরা উপজেলায় অনেক গৃহহীনদের ঘর দেওয়া হয়েছে, আর যারা গৃহহীন আছেন তাদেরকে ঘর তুলে দেওয়ার জন্য গত ২১ ফেব্রুয়ারি ৯৯ নং পূর্ব নাওডুবায় সরকারি খাস খতিয়ান ভুক্ত জমি পরিদর্শনে গিয়ে ছিলাম। জানতে পেরেছি ওই জমি নিয়ে মামলা চলমান আছে।মামলার ফলাফল অনুযায়ী পরবর্তীতে আমার উর্দ্ধতন কর্মকর্তা যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেই অনুযায়ী কাজ করা হবে।

মফস্বল সাংবাদিক ফোরাম -কক্সবাজার জেলা কমিটি ঘোষণা সভাপতি আবদুল্লাহ আল মামুন আনসারী সাধারণ সম্পাদক শহীদুল্লাহ

নিউজ২৪লাইন:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখা -১২২ এর আবদুল্লাহ আল মামুন আনসারীকে সভাপতি করে মোঃ শহীদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৫এপ্রিল) বিকাল ৪ টায় আলীর জাঁহাল প্রিন্স অব কক্স কমিউনিটি সেন্টারে কক্সবাজার জেলা বিএমএসএফ এর ইফতার মাহফিল ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশন ইফতার মাহফিল জেলা বিএমএসএফ এর ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল আজিজীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কক্সবাজার জেলা বিএমএসএফ এর সিঃ সহসভাপতি কক্সবাজার বেতারের সদর প্রতিনিধি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কক্সবাজার অঞ্চলের জয় বাংলা ৭১ বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএমএসএফ এর উপদেষ্টা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (১) মাহবুবুল হক মুকুল।

প্রধান অতিথি বক্তব্যে বলেন সাংবাদিকরা হল জাতির দর্পণ। বর্তমান প্রধান মন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ফান্ড করে দেশের অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছেন। তিনি আরো বলেন, সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মাননীয় প্রধান মন্ত্রীর একজন সহযোদ্ধা হিসাবে কাজ করে যাবেন। কেননা এদেশ স্বাধীন করতে ৩০ লাখ বাঙালিকে প্রাণ দিতে হয়েছে দুই লাখ মা বোনের ইজ্জত হারাতে হয়েছে। এদেশের সাধারণ মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাবেন সেই প্রত্যাশাই করি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ রেজাউল করিম, আবুল কালাম আজাদ, রিয়াজ মোর্শেদ, স্থপতি ইঞ্জিনিয়ার মামুন অর রশিদ চৌধুরী মনি, ঈদগাঁও উপজেলা বিএমএসএফ এর আহ্বায়ক শেফাইল উদ্দিন, উখিয়া উপজেলার আহ্বায়ক কাজী হুমায়ুন কবির বাচ্চু, পেকুয়া উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, টেকনাফ উপজেলার সাংগঠনিক সম্পাদক আরাফাত সানি প্রমূখ।

উপস্থিত ছিলেন যথাক্রমে, জেলা বিএমএসএফ এর সাংগঠনিক সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী, সাংবাদিক আয়াজ রবি, জেলা সহ সম্পাদক ইসমাইল শাহ ও আবদুস সাত্তার, আমিনুল ইসলাম, জেলা বিএমএসএফ এর প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা বিএমএসএফ এর মুসলিম উদ্দিন, টেকনাফ উপজেলা বিএমএসএফ এর সাধারণ সম্পাদক শেখ রাশেল, দরিয়ার মিজান, অর্থ সম্পাদক এম এ হাসান, সাইফুল ইসলাম, ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব আবু হেনা সাগর, সদর উপজেলা বিএমএসএফ এর শফিউল হক রানা, রাশেদুল আলম রাশেদ, ইয়াসিন আরাফাত, সাকিব, ঈদগাঁও উপজেলা শাখার গিয়াস উদ্দিন, নাসির উদ্দীন পিন্টুসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল পরবর্তী সময়ে জেলা বিএমএসএফ এর কাউন্সিলর গণের উপস্থিতিতে দ্বিতীয় অধিবেশন শুরু করা হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বিএমএসএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য টেকনাফ উপজেলা বিএমএসএফ এর সভাপতি আবুল কালাম আজাদ। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে জাতীয় দৈনিক একুশে সংবাদের ব্যুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক লেখক কলামিস্ট সাংবাদিক আবদুল্লাহ আল মামুন আনসারীকে সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং দৈনিক আলোকিত উখিয়ার ক্রাইম নিউজ এডিটর মোঃ শহীদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ।

আগামী ১০ মে তারিখের মধ্যে কক্সবাজার জেলা বিএমএসএফ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়।

১১ সদস্য বিশিষ্ট গঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি সাংবাদিক মোঃ রেজাউল করিম, সহসভাপতি রিয়াজ মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি ইঞ্জিনিয়ার মামুন অর রশিদ চৌধুরী মনি, সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ) শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ( উত্তর) মুমিনুল হক চৌধুরী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম,সিনিয়র কার্যনির্বাহী সদস্য মিজান উর রশিদ মিজান, আবুল কালাম আজাদ ও মোঃ ছুরত আলম।