রুপান্তর সোসাইটির এতিম-অসহায়, হতদরিদ্র ও পথশিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ

উখিয়া উপজেলার অন্তর্গত মরিচ্যা বাজারের উত্তর স্টেশনে রুপান্তর সোসাইটি কতৃক এতিম-অসহায় ও পথশিশুদের ঈদ উপহার প্রদান করা হয়।   এতে হলদিয়া পালং ও খুনিয়া পালং এলাকার প্রায় ১৫০ জন এতিম- হতদরিদ্র অসহায় পথশিশুদেরকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপহারের মধ্যে রয়েছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা, ত্রি পিচ ও নতুন টাকা।

রুপান্তর সোসাইটি একটি স্বেচ্ছা সেবামূলক বেসরকারি প্রতিষ্ঠান। সম্পূর্ণ অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক ভিত্তিতে অত্র এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের সৃষ্টি। বিগত তিন-চার বছর যাবৎ এই প্রতিষ্ঠান অত্র এলাকার ব্যাপক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্রী ব্লাড ডোনেশন, ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়, সুবিধা বঞ্চিত মহিলাদের উন্নয়ন প্রশিক্ষণ, প্রতিবন্ধীদের পুর্নবাসনমূলক কর্মকাণ্ড, ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, গরীব – মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি অনুদান ও কাউন্সিলিংসহ বহুমুখী উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপান্তর সোসাইটির প্রধান উপদেষ্টা ব্যাংকার আমিনুল হক চৌধুরী, উখিয়া কলেজের অধ্যাপক মোঃ নুরুল হক, উপদেষ্টা মুমিনুল হক চৌধুরী, মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জহিরুল হক, আলফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার সুপার মাওলানা সুলতান আহমদ, সার্চ মানবাধিকার সোসাইটি কক্সবাজার জেলার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আনোয়ার সিকদার, সমাজকর্মী মির্জা জহির, সাংবাদিক বাবুল মিয়া মাহমুদ, পাগলির বিল শাহ আমানত সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা ডাঃ শফিউল আলম সহ অনেকে।

শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শাহিন আলম শরীয়তপুর :

২৮ এপ্রিল, ২০২২ “বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা দিচ্ছে এ নিশ্চয়তা” এ প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ কার্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আদালত প্রাঙ্গনের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন তমন ট্রাইবন্যালের বিচারক স্বপন কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: পারবেজ হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সালেহুজ্জামান, সিভিল সার্জন এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামিম হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জহিরুল ইসলাম প্রমুখ।
জেলা লিগ্যাল এইড কমিটি সূত্র জানিয়েছে, শরীয়তপুর লিগ্যাল এইড অফিসে বিগত বছরে নিয়মিত কোন লিগ্যাল এইড অফিসার ছিলেন না। দায়িত্বপ্রাপ্ত বিচারককে তার বিচারিক দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে লিগ্যাল এইড অফিসারের দায়িত্ব পালন করতে হয়েছে। তারপরেও ২০২১ সালের মে হতে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত ২৯৯ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। মামলা দায়ের হয়েছিল ১ হাজার ৬৬টি। একই সময়ে আপোষ-মিমাংশা করা হয় ১৪৭ টি মামলা।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, গরীব দুঃখীর মামলার ব্যয় সরকার বহন করছে। এ ছাড়াও অসহায়দের বিভিন্ন আইনী সহায়তা প্রদানের জন্য সরকারি বেসরকারি সংগঠনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার। যাতে দেশের কোন নাগরিকই আইনী সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন।