১৪ দফার বিকল্প নেই: চট্টগ্রামে বিএমএসএফের কাউন্সিলে বিশিষ্টজন

 

নিউজ২৪লাইন:

চট্টগ্রাম, শনিবার, ২ এপ্রিল ২০২২: সাংবাদিকদের ১৪ দফার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএমএসএফের কাউন্সিলে অংশগ্রহনকারী বিশিষ্টজনরা। তারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি মেনে নেবার জন্য সরকার ও গণমাধ্যমসমুহের নিকট দাবি তোলেন।

শুক্রবার চট্টগ্রাম জেলা বিএমএসএফের বার্ষিক কাউন্সিলে একথা বলেন। বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগরীর হিল টাউন রেসিডেন্সের হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর নেতৃবৃন্দের প্রস্তাব-সমর্থনের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা বিএমএসএফ আহবায়ক কেএম রুবেলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। দিলরুবার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ ও ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। উদ্বোধনী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ট্যুরিস্ট অতিরিক্ত ডিআইজি মোঃ মুসলিম খান, বিএমএসএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, বিএমএসএফের স্থায়ী কমিটির সদস্য মঞ্জুর হোসেন ঈসা, মাজহারুল ইসলাম তোহা চৌধুরী সাবেক চাকসু ভিপি সাবেক এমপি মাজহারুল ইসলাম তোহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র’ কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ সাইদ খান, সাংগঠনিক সম্পাদক হাসনাত তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, নির্বাহী সদস্য কাজী সালাউদ্দিন নোমান প্রমুখসহ চট্টগ্রাম বিভিন্ন জেলার বিএমএসএফ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড ২০২২ এ ভূষিত স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়ন  এবং সমাজ সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ওমেন ইন লিডারশিপ (WIL) কর্তৃক ‘ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড ২০২২’-এ ভূষিত হয়েছেন বেসরকারি উন্নয়ন সংগঠন সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা (স্কাস) -এর চেয়ারম্যান জেসমিন প্রেমা।বৃহস্পতিবার ৩১ মার্চ ঢাকার ল্যা মেরিডিয়্যান হোটেলে এই সম্মাননা প্রদান করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: জুলফিকুর হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার এন্ড লিড কনসালটেন্ট গ্রো এন এক্সেল, মনজুলা মোরশেদ, চিফ হিউম্যান রিসোর্স এন্ড  অ্যাডমিনিস্ট্রেশন অফিসার বাংলালিংক,মোহাম্মদ রিয়াদ হোসেন, চিফ হিউম্যান রিসোর্স অফিসার দারাজ বাংলাদেশ, নাজিয়া এন্ড্রেলেভ প্রেমা, প্রেসিডেন্ট ওমেন ইন লিডার্শিপ, নুসরাত জাহান, মার্কেটিং ডিরেক্টর রেকিট বাংলাদেশ, সায়লা রহমান, ডেপুটি ডিরেক্টর হেড অফ শেয়ার্ড সার্ভিস পিপুল এন্ড অর্গানাইজেশন গ্রামীণফোন লিমিটেড।

 

জেসমিন প্রেমার পাশাপাশি একইদিনে প্রতিথযশা সমাজকর্মী ও নারী উদ্যোক্তাদেরও সম্মাননা দেয়া হয়।

নরসিংদীতে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধার স্মরণ সভা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী

নিউজ২৪লাইন:

নরসিংদীর রায়পুরা আসনের সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি ও তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধার স্মরণে আব্দুল আলী মৃধা সৃতি সংসদ কর্তৃক আযােজিত কুলখানি দোযা ও মিলাদ মাহ্ফিলের আযােজন কর হয়।

শুক্রবার ( ১ এপ্রিল) সকালে বালুযাকান্দি মাদ্রাসা কমপ্লেক্স মাঠে আব্দুল আলী মৃধা স্মৃতি সংসদের আযােজনে এক স্মরণসভা ও স্মৃতিচারণ ও মিলাদ মাহফিলের আযােজন করা হয। উক্ত অনুষ্ঠানে আব্দুল আলী মৃধার সহকর্মীবৃন্দ বীর মুক্তিযুদ্ধা সহ উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আমিরগঞ্জ ইউনিযনের সাবেক চেযারম্যান মোজাম্মেল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল আলী মৃধা সংসদের সাধারণ সম্পাদক মো. মাসুম মৃধা।
বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান উদিন মোল্লা, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষযক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, বিএনপির কেন্দ্রীয় নেতা জামাল আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম বাদল উচ্চ বিদ্যালযরে প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট্য শিল্পপতি বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাদল, জেলা যুবদলের সম্পাদক ও চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, জেলা যুবদলের সভাপতি মহাসীন হোসেন বিদ্যুৎ, রায়পুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইযা, রফিকুল হক রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রনেতা আলফাজ উদদীন মিঠু প্রমূখ।

বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত নেতার রহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

শরীয়তপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ ও বর্ণাঢ্য নৌ রেলি অনুষ্ঠিত 

 

নিউজ২৪লাইন:
আমান আহমেদ সজীব   প্রতিনিধি শরীয়তপুর:

‘ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’। এ স্লোগানকে সামনে রেখে আজ ৩১ মার্চ সকালে শরীয়তপুরের নড়িয়া, গোসাইরহাট, সখীপুর ও জাজিরা উপজেলার প্রায় ৮ শতাধিক জেলে ও মৎস্য সংগঠক জাটকা সংরক্ষণ ২২ পালন ও রেলির আয়োজন করেছে।

এরমধ্যে জাজিরা নৌ পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা আবুল বশার এর নেতৃত্বে জাজিরা উপজেলা থেকে ২৫ টি সুসজ্জিত ট্রলারে প্রায় ৪৫০ জন জেলে ও সংগঠক নিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন ও বর্ণাঢ্য নৌ রেলি নিয়ে পদ্মা নদীতে প্রদক্ষিণ করেন।

এরপর রেলিটি মুন্সীগঞ্জের সরকারি লৌহজং কলেজ মাঠ প্রাঙ্গনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধনি অনুষ্ঠানে যোগদান করেন।

উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

এ সময় বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ, তাই এর রক্ষণাবেক্ষণ আমাদের কেই করতে হবে। নিষিদ্ধ সময়ে জাটকা নিধন ও মা ইলিশ নিধন বন্ধ করতে হবে। ইলিশ নিধন নিষিদ্ধ সময় কালে সরকার জেলেদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এরপর ও যারা আইন অমান্য করে নিষিদ্ধ সময়ে ইলিশ নিধন করবে, তাদেরকে কঠোর আইনের আওতায় আনা হবে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

1 7 8 9