চেক প্রতারণা মামলায় মুহাম্মদ নাঈম সাজ্জাদ গ্রেফতার

 

হলদিয়া পালং ইউনিয়নস্থ মরিচ্যা বাজারের ব্যবসায়ী মুহাম্মদ  নাঈম সাজ্জাদ, পিতা-আলি আকবর বাঙালি সাং- বান্দইজ্যা ঘোনা, পাগলীর বিল ব্যাবসায়িক ঋণের টাকা পরিশোধের জন্য চেক প্রদান করে। কিন্তু ব্যাংক ব্যালন্স না থাকায় বার বার চেকটি ডিসঅনার হয়। এমতাবস্থায় ঋণদাতা মুহাম্মদ  নাঈম সাজ্জাদের সাথে বার বার যোগাযোগ  করলেও তিনি  ঋণের টাকা পরিশোধ না করে শঠতার আশ্রয় নেয়।

 

ঋণদাতা চেক প্রতারণার মামলা করলে অদ্য রাত ৯টার সময় উখিয়া থানা পুলিশ  মরিচ্যা বাজারে অভিযান চালিয়ে তাকে ইউনিয়ন পরিষদ  মার্কেটস্থ মেসার্স  সাজ্জাদ এন্টারপ্রাইজ নামক তার কীটনাশকের দোকান থেকে  তাকে  গ্রেফতার করতে সক্ষম হয়েছে প্রশাসন।

 

উল্লেখ যে, সে কিছুদিন পুর্বে ও একটি আর্থিক প্রতিষ্ঠানের চেকের  মামলায়  গ্রেফতার হয়েছিল।