১জুন পদ্মা সেতুর ল্যাম্পোস্টে পরিক্ষামূলক জ্বলবে বাতি, শুভ উদ্বোধন ২৫ জুন

নিউজ২৪লাইন:

আমান আহম্মেদ সজিব // (শরীয়তপুর) প্রতিনিধি:
আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুতে পরিক্ষামূলক ভাবে ল্যাম্পোস্ট বাতি জালানো হবে। বুধবার ২৫ মে দুপুরে এ তথ্য নিচ্ছিত করেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার রহমান।

তিনি জানান, ২৪ মে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে ৪৬ নম্বর খুঁটিতে বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ শেষ হয়। আগামী ১ জুন সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি জ্বালিয়ে দেখবেন। এ কারণে সেতু কর্তৃপক্ষ ৩০ মের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শেষ করার অনুরোধ জানায়। এরই প্রেক্ষিতে, মঙ্গলবার সকাল ৮ টার দিকে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ৮টায়। এছাড়া মুন্সিগঞ্জ অংশেও বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে বলে জানান জুলফিকার রহমান।

জানা গেছে, পদ্মা সেতুতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮টি, জাজিরা প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৪৬টি ও মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। গত ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে ক্যাবল টানা হয়েছে। গত বছর ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।
উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে বাংলাদেশে নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণ কাজ শেষে আগামী ২৫ জুন এই স্বপ্নের সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

২৫জুন পদ্মা সেতু উদ্বোধনের খবরে শরীয়তপুরে আনন্দ মিছিল

আমান আহমেদ সজীব :

নিউজ২৪লাইন:

আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন ২০২২ তারিখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিন জনসাধারনের জন্য সেতু উন্মুক্ত করে দিবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

শুধু দক্ষিণবঙ্গ নয় সমগ্র বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে পদ্মা সেতু। পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে। চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু। সমীক্ষা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১ দশমিক ২৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞ, আপনার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।
তাই শরীয়তপুর নড়ীয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ সেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ মহিলা আওয়ামী লীগের একটি আনন্দ মিছিল বের হয়।

জাজিরায় চোর ধরার তথাকথিত ফকিরের দেয়া রুটি পড়া খেয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু অপর জন গুরুতর অসুস্থ

নিউজ২৪লাইন:
জাজিরা প্রতিনিধি :
শরীয়তপুর জাজিরা উপজেলায় চোর ধরার জন্য তথাকথিত ফকিরের দেয়া রুটি পড়া খেয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটেছে, অপর ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল রবিবার (২২ মে) আনুমানিক সকাল ৮ টার সময় জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের কালু ব্যাপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ মে) দিবাগত রাতে পশ্চিম নাওডোবা ইউনিয়নের কালু ব্যাপারী কান্দি এলাকার শওকত ব্যাপারী (৫৫) ও মান্নান হাওলাদার (৬০) এর আনুমানিক প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরি হয়। গরুর মালিকরা চোর ধরতে মাদারীপুর জেলার টেকের হাটের দিগনগর-নিশ্চিন্তাপুর এলাকার মৃত রাজ্জাক ফকিরের ছেলে, ইসরাফিল ফকিরের শরণাপন্ন হন। ইসরাফিল ফকির ২০ হাজার টাকার বিনিময় একটি ডিম ও দুই ধরনের আটা পড়ে দেন। এক ধরণের আটা দিয়ে রুটি বানিয়ে এলাকার লোককে খাওয়াতে বলা হয় এবং অপর আরেক ধরণের আটার রুটি খেতে বলা হয় গরু চুরি যাওয়া মালিকদের। রবিবার (২২ মে) সকাল আটটার সময় সকলের সাথে সে রুটি খায়, শওকত ব্যাপারী ও মান্নান হাওলাদার। রুটি খাওয়ার ২০ মিনিটের মাথায় শওকত ব্যাপারী (৫৫) গুরুতর অসুস্থ হয়ে পড়লে, পরিবারের লোকজন চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর ব্যক্তি মান্নান হাওলাদার (৬০) রুটি খাওয়ার পরে ব্যক্তিগত কাজে শরীয়তপুর যাওয়ার পথে প্রেমতলা নামক স্থানে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ঢাকার ল্যাবএইড হাসপাতালের মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানান পরিবারের লোকজন। ভুক্তভোগী পরিবারের লোকজন আরও জানান, আমরা থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করিনি। তবে পোস্টমর্টেমের রিপোর্ট প্রাপ্তির পর আইনানুগ ব্যবস্থায় যাব।
এলাকাবাসীর ধারণা, দুই ধরণের রুটির মধ্যে যে রুটি সকল জনগণকে খাওয়ানোর কথা ছিল,  ভুলবশত হয়তোবা সে রুটি মালিকপক্ষ খেয়ে ফেলেছে। ধারণা করা হচ্ছে রুটির মধ্যে বিষাক্ত কিছু মেশানো ছিল। উলটপালট হওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে।
বিষয়টি জানার জন্য ফকির ইসরাফিল এর মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দেয়া হলেও, নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান বলেন, তথাকথিত ফকিরি চিকিৎসা এটি একটি অপচিকিৎসা। এ ধরনের চিকিৎসার কোনো ভিত্তি নেই। এ ধরনের অপচিকিৎসা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।
জাজিরা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল বলেন, তথাকথিত ফকিরের রুটি পড়া খেয়ে একজনের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। এটির বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই। এটি সম্পূর্ণ একটি প্রতারণা। তবে রুটি পড়া খেয়ে মৃত্যু বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে যথাযথ আইনি সহায়তা প্রদান করা হবে।
জাজিরা থানার উপ-পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, এ বিষয়ে ভুক্তভোগীরা কোনো অভিযোগ দায়ের করেননি। তারা পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন করতে চেয়েছিল। আমরা লাশ পোস্টমর্টেমের ব্যবস্থা করেছি। ভুক্তভোগীদের অভিযোগ ও পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে, যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোসাইরহাটে মেয়াদ উত্তীর্ণ আটা প্যাকেটের সিল মুছে বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজীব  // শরীয়তপুর প্রতিনিধি:
মেয়াদ উত্তীর্ণ আটা প্যাকেটের সিল মুছে নতুন সিল দিয়ে বাজারজাত করায় গোসাইরহাট বাজারের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ২৪ মে মঙ্গলবার দুপুরে গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী এই অভিযান পরিচালনা করেন

গোসাইরহাট উপজেলার দাসেরজঙ্গল বাজারে পরিচালিত নিয়মিত এক অভিযানে কয়েকটি দোকানে এমআরপি(সর্বোচ্চ খুচরা মূল্য) বিহীন প্যাকেটজাত আটা বিক্রি করতে দেখা যায়। অধিকতর তদন্ত করা হলে উক্ত বাজারের মেসার্স ভাই বন্ধু স্টোর এসব মেয়াদ উত্তীর্ণ আটা নতুনকরে সিল দিয়ে বাজারে বিক্রি করার বিভিন্ন প্রমাণ ধরা পড়ে। এক পর্যায়ে উক্ত ব্যবসায়ী অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করলে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবুল হোসেন ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।