​​​​​​​ডামুড্যায় পুলিশ-শিক্ষার্থী রাউন্ডটেবিল কনফারেন্স অনুষ্ঠিত

​​​​​নিজস্ব প্রতিবেদক।।

​​​​​​​নিউজ২৪লাইন:
শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামানের দিক নির্দেশনায় ডামুড্যা’য় বিট পুলিশের প্রো-এজটিভ পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিরাপদ সমাজ গঠনে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশ-শিক্ষার্থী রাউন্ডটেবিল কনফারেন্স আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১টায় উপজেলার ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিট পুলিশ ডামুড্যা থানার উদ্যোগে এই ব্যাতিক্রমী আয়োজন করেন।

ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ।

 

উক্ত বিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট ক্যাবিনেট সীমান্ত হাসান প্রিয় এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন, এসআই সজল কুমার পাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ নিরাপদ সমাজ গঠনে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, ও জঙ্গীবাদ বিরোধীসহ নানাবিধ সমস্যা সম্পর্কে আলোচনা করেন।

পরে শিক্ষার্থীদের মাঝে বিনোদন মুলক “স্মৃতি পরীক্ষা” এর ব্যবস্থা করেন। স্মৃতি পরীক্ষায় প্রায় ৫০জন শিক্ষার্থী ব্যাপক আনন্দ -উচ্ছ্বাস নিয়ে অংশগ্রহন করেন। স্মৃতি পরীক্ষা বিভিন্ন জিনিসপত্র একটি তোয়ালের মধ্যে রেখে দিয়ে তাদের কে দেখানো হয় পরবর্তীতে আবার তোয়ালে দিয়ে জিনিসপত্র ঢেকে দিয়ে দুই মিনিটের মধ্যে প্রদর্শিত জিনিস পত্রের নাম লিখতে দেয়া হয়। সর্বোচ্চ সংখ্যক জিনিসের( আইটেম) নাম যারা লিখতে পেরেছে তারা প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেন। বিজয়ীদের মাঝে প্রধান অতিথি অফিসার ইনচার্জ শরীফ আহমেদ পুরস্কার তুলে দেন।

 

এসময় শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ডামুড্যা থানা বিট পুলিশ কে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

নবনিযুক্ত ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলদিয়ে বরণ করেনিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান

নিজস্ব প্রতিবেদক

নিউজ টুয়েন্টিফোর লাইন  ডট কম

গত ২৫ মে ২০২২ নবনিযুক্ত ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা  জনাবা হাছিবা খান -কে, ফুল দিয়ে বরণ করে নিলেন শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা  প্রশাসক জনাব মোঃ  পারভেজ হাসান স্যার।

‘সোনালি সেতুর শ্যামল ভূমি শরীয়তপুরে’ স্বাগতম জনাব হাছিবা খান , উপজেলা নির্বাহী অফিসার, ডামুড্যা।

আরশিনগরে ৬৩০ জন জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ ৮০কেজি চাউল বিতরণ

 

নিউজ২৪লাইন:রশিনগরে ৬৩০ জন জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ ৮০কেজি চাউল বিতরণ

আমান আহম্মেদ সজিব // শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর: জাটকা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে, এই স্লোগান কে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন আরশিনগর ইউনিয়ন পরিষদে ৬৩০ জন জেলের মাঝে মৎস্য ভিজিএফ ৮০ কেজি করে চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আরশিনগর ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের জেলের মাঝে দু-বারের চাউল একত্রে ৮০ কেজি করে মৎস্য ভিজিএফ চাউল বিতরণ করা হয়।
এসময় ট্যাক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন
মিজানুল রহমান, উপজেলা পাঠ অধিদপ্তর ভেদরগঞ্জ শরীয়তপুর

আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম( আলম সরদার) ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম ও ভেদরগঞ্জ উপজেলা সহকারী কৃষি অফিসার রানা মোল্লা ও ইউপি সদস্য বৃন্দ সহ অন্যান্যরা।
এ সময় আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম (আলম সরদার) তার বক্তব্যে বলেন, নদীতে জাটকা ইলিশ ধরার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাই এ সময় কোন প্রকার জাটকা ইলিশ ধরা, মজুদ করা, এবং বিক্রি করা যাবে না, এ জন্য এ ৯০ দিনের খাদ্য সামগ্রী আপনাদের দেয়া হচ্ছে বলে জানান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর ০২ আসনের সংসদ সদস্য পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র জন্য দোয়া চেয়েছেন তিনি।

এসময় সঠিক মাপে ৮০ কেজি করে চাউল পেয়ে খুশি
আরশিনগর ইউনিয়নের জেলেরা।