শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত

নিউজ২৪লাইন:

মঞ্জুরুল ইসলাম রনি

বুধবার বিকাল ৩ টায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়াম, শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর। বাবু অনল কুমার দে, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, শরীয়তপুর জেলা শাখা। এ্যাড. পারভেজ রহমান জন, মেয়র, শরীয়তপুর পৌরসভা। জনাব মনদীপ ঘড়াই, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর। মোঃ আক্তার হোসেন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা। শরীয়তপুরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, খেলোয়ারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন আবদুল্লাহ আল মামুন

 

নিজস্ব প্রতিবেদক :

নিউজ২৪লাইন:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন আবদুল্লাহ আল মামুন। গত সোমবার বিদায়ী ইউএনও তানভীর আল নাসীফ তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রথম দায়িত্ব পালন করেন।

তিনি এর আগে শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও একই জেলার আরডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩৪ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে কর্ম জীবন শুরু করেন। নবাগত ইউএনও শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য সবার সহায়তা কামনা করছি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম সাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে”শরীয়তপুরে আলোচনাওদোয়া মাহফিল

আমান আহমেদ সজীব শরীয়তপুর থেকে :

নিউজ২৪লাইন:

শরীয়তপুরে

স্বাধীনতার ঘোষক   শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের,
৪১ তম সাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে,
শরীয়তপুরে কৃষকদলের পক্ষথেকে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর কৃষক দলের জেলা কার্যালয়   আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করাহয়।

শরীয়তপুর জেলা কৃষকদলের সভাপতি বি এম হারুন আর রশীদ  সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন  শরীয়তপুর জেলা কৃষক দলের সহ-সভাপতি আজগার কাজী, শরীয়তপুর জেলা কৃষক দলের যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজুল হক টুকু, শরীয়তপুর  সদর উপজেলা কৃষকদলের সভাপতি বাবু খান, শরীয়তপুর সদর উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শরীয়তপুর সদর পৌরসভা কৃষকদলের সাধারন সম্পাদক মো: কামাল খান, শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক বিপ্লব সিকদার, বাদশাহ সরদার আনোয়ার হোসেন,কালুজাহাঙ্গীর নলি,চুন্নু খান,নুরুলইসলাম মুন্সী,আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

জাজিরায় তালাবদ্ধ বিল্ডিংয়ে দুর্ধর্ষ চুরি ও ভাংচুর

নিউজ২৪লাইন:

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধিঃ
শরীয়তপুরের জাজিরায় তালাবদ্ধ বিল্ডিং ঘরের ছাদের দরজার তালা ভেঙ্গে চুরি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে জাজিরা থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

বাড়ির মালিক নাজমা বেগম(৫০) জানান, আমরা গত সোমবার বেলা আনুমানিক ১০টার সময় ভেতরে প্রবেশের প্রায় সব জায়গায় তালা মেরে ঢাকায় যাই এবং একইদিন রাত আনুমানিক ১১টার দিকে বাড়িতে ফিরি।

বাড়িতে ঢুকেই দেখি বিল্ডিংয়ের মেইন গেট তালাবদ্ধ থাকলেও ভেতরে ঘরের দরজা খোলা। পরে ভেতরে ঢুকে দেখি ঘরের মধ্যে সব আসবাবপত্র ভাংচুর করে মেঝেতে এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে।

এছাড়া ঘরের মধ্যে বিভিন্ন আলমারির ড্রয়ার ও লকার ভেঙ্গে প্রায় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং ৬ ভড়ি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী নাজমা বেগমের ছেলে যুবরাজ সাথে সাথে ৯৯৯-এ কল দিলে জাজিরা থানা থেকে রাতেই পুলিশ গিয়ে বিষয়টি দেখে আসে।

এছাড়া ইতিপূর্বেও একই কায়দায় উক্ত বাড়িতে চুড়ি হয় বলে ভুক্তভোগী পরিবারটি জানায় এবং তারা এটাও জানায় যে, আমরা আশঙ্কা করছি স্থানীয় কেউ উক্ত ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

বিষয়টি নিয়ে জাজিরা থান ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিন্টু মন্ডল জানান, মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পরে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভেদরগঞ্জে ৪৫ যাত্রী নিয়ে বাস উল্টে খাদে

নিউজ২৪লাইন:

আমান আহম্মেদ সজিব / শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাপরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে অন্তত ৪৫ যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। ভেদরগঞ্জ উপজেলার আঞ্চলিক মহাসড়কের পাপরাইল এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স বাসের ৩০ যাত্রীকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ও শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুম আবিদ
জানান সকল চিকিৎসা কর্মকর্তাদের তৎপরতায়, জরুরী বিভাগের সকল সদস্য, ইনডোরের সকল সদস্য, স্থানীয় জনগন ও প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে উপজেলা স্বাস্থ্য বিভাগ সফল ভাবে সকলকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বাসে থাকা এক ছাত্র জানান আমি কলেজ থেকে নোয়াখালীর বাড়িতে যাচ্ছিলাম। বাসটি ভালোভাবেই যাচ্ছিল। বাসের গতিও স্বাভাবিক ছিল। বাসের যাত্রীদের মধ্যে কেউ কেউ ঘুম ঘুম অবস্থায় ছিল। হঠাৎ বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তার পাশে পড়ে যায়।”

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তবে আমরা আসার আগে স্থানীয়রা আহত কিছু যাত্রীকে উদ্ধার করে। আমরা আহত ১২ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।”

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুলা আল মামুন বিষয়টি নিচ্ছিত করে জানান, খবর
পেয়ে ঘটনাস্থলে এসেছি, এবং আহত ব্যক্তিদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে, বড় ধরনের কোন সমস্যা কারো হয়নি, দুইজন গুরুত্বর আহত হয়েছে তাদের কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।