২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে শরীয়তপুর জেলায় গৃহীতব্য কর্মসূচী নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিউজ২৪লাইন:
নিজস্ব প্রতিবেদক :
২৫জুদ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,এ উপলক্ষে শরীয়তপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে, শরীয়তপুর জেলায় গৃহীতব্য কর্মসূচী নিয়ে শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে ভার্চুয়াল জুম মিটিং এর আয়োজন করা হয়, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর ০১ আসনে সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন অপু, সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন- পারভিন হক শিকার এমপি,
এবং শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তাবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্তরের বেসরকারি সংস্থার প্রতিনিধি সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে শরীয়তপুর জেলায় গৃহীত বিভিন্ন কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।