কুমিল্লায় তারণ্যের ভেলকী দেখালেন কায়সার

নিউছ২৪লাইন:
।। জোবায়দা হক ।।

তারণ্যের যে কি ক্ষমতা, কি যে শক্তি, তা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দিখিয়ে দিয়েছেন সতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। বলা চলে নির্বাচনী মাঠে এক ধরনের ভেলকী দিখিয়েছেন এই তরুন প্রজন্মের প্রার্থী। এই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল যখন ঘোষণা করা হয়, তখনও এই তরুন প্রার্থী সম্পর্কে কুমিল্লার খুব বেশি মানুষ জানতো না। রাজনীতির মাঠে পরিচিত হলেও, নির্বাচনী মাঠে তিনি ছিলেন একেবারেই অপরিচিত নতুন একটি মুখ।এমনকি যখন তিনি মনোনয়নপত্র দাখিল করেন, তখনও অনেকেই তাকে গণনার মধ্যেই রাখেননি। কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসে, তিনি তার তারণ্য, প্রজ্ঞা, ক্যারিশমা আর দক্ষতা দিয়ে ভোটারের, বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারের মন জয় করতে থাকেন। চলে আসেন আলোচনায়। নির্বাচনের দু’একদিন আগে কুমিল্লার রাজনৈতিক বোদ্ধারা ঠিকই টের পেয়ে যান যে, নিজাম উদ্দিন কায়সার মূল প্রতিদ্বন্ধিতার গন্ডিতে ঢুকে পড়েছেন। তরুন প্রজন্মের প্রার্থী হিসেবে নতুন ভোটাররা তার নির্বাচনী ইশতেহার, বক্তব্য ও কথাবার্তা এমন ইতিবাচকভাবে নিয়েছেন যে, তিনি অঘটনও ঘটিয়ে ফেলতে পারেন।
কুমিল্লা সিটি নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কায়সারের ২৯ হাজার ভোট প্রাপ্তি নিয়ে আলোচনা হচ্ছে। তফসিল ঘোষণার পরই নির্বাচনে প্রার্থিতার কথা জানান তিনি। অল্প সময়ের প্রচারে তার এই ভোট প্রাপ্তিতে অনেকে বিস্মিত হয়েছেন। মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লড়াইয়ের আড়ালে গণমাধ্যমেও খুব একটা প্রচার পাননি কায়সার। কিছু কিছু গণমাধ্যম তাকে অবহেলার দৃষ্টিতে দেখেছে, এমনকি প্রার্থী হিসেবে তার নামটি লিখতেও দ্বিধান্বিত ছিলেন। অনেক গণমাধ্যমের সাথে কথা বলতে চাইলেও তারা তাকে পাত্তা দেননি। এ নিয়ে বিভিন্ন সময় উষ্মা প্রকাশ করেছেন তিনি।
কুমিল্লার বেশির ভাগ মানুষ মনে করতেন, প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিমুখী। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিস্কৃত সাবেক দুইবারের নির্বাচিত টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে। এটা মনে করার যথেষ্ট কারণও রয়েছে। আরফানুল হক রিফাত আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী এবং কুমিল্লা সদর আসনের অত্যন্ত প্রভাবশালী এমপি বাহারের কর্মী। তিনি নিজেও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় নগরে তার রয়েছে বিশাল কর্মী বাহিনী। অপর দিকে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু সাবেক দুইবারের নির্বাচিত মেয়র। সাবেক নৌপরিবহন মন্ত্রী প্রয়াত আকবর হোসেনের সমর্থক হওয়ায় শহরে তার ভাল ভোট ব্যাংক রয়েছে। অথচ সকল হিসাব নিকাশ ভেঙেচুরে দেখা গেল ফলাফলে নিজামউদ্দিন তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হলেন। এ বিষয়টি সাবেক মেয়র মনিরুল আমলেই নেননি। গণমাধ্যমকর্মীরা যখন তার সঙ্গে বিএনপি ঘরানা থেকে একাধিক প্রার্থী কেন প্রশ্ন তুলেন, তখন তিনি বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছিলেন, নিজামউদ্দিনের কোনো সমর্থনই নেই। অথচ ভোটের হিসাব বলে দেয়, তার অবস্থান কতটা শক্ত ও পুক্ত । যেসব এলাকা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, সেসব এলাকায় তিনি বেশি ভোট পেয়েছেন। নিজামউদ্দিন তার নির্বাচনী ইশতেহারে তরুণদের কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে আউটসোর্সিংয়ের ব্যবস্থা করাসহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন।তার এই প্রতিশ্রুতি ও আশ্বাসে বিশ্বাস রেখেছে কুমিল্লার তরুন সমাজ।
জাতীয়তাবাদী আদর্শের লোক, তরুণ ভোটার, সরকারবিরোধী অংশ এবং পরিবার, বন্ধু ও তাদের অনুসারীদের ভোট পেয়েছেন তিনি। তবে শেষ মুহূর্তে কালোটাকার ব্যবহার, নৌকা ঠেকাও, বাহার ঠেকাও স্লোগান দিয়ে চক্রান্তকারীরা ভোটারদের বিভ্রান্ত করে নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছে বলে মনে করেন কায়সার। তার বক্তব্য হচ্ছে- ‘সাক্কুর (মনিরুল হক) কারণে আমি হেরেছি। কারণ, বিএনপির আদর্শের সঙ্গে সাক্কু নেই কিন্তু বিএনপির পরিচয় ব্যবহার করে একটি অংশকে বিভ্রান্ত করে আমার ভোট নষ্ট করেছে।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এবার ২২ হাজার নতুন ভোটার ছিল। মেয়র নির্বাচনে এসব তরুণ ভোটাররাই ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। নগরীর চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই এখন নির্বাচনি ফলাফল নিয়ে আলোচনা চলছে। নতুন ভোটাররা জয়-পরাজয়ের চিত্র পালটে দিয়েছে। কুমিল্লা সিটিতে এবার মোট ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। ২০১৭ সালের নির্বাচনে মোট ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। সে হিসাবে এবার নতুন ভোটার ২২ হাজার ৩৫৪ জন। নতুন ভোটারদের অধিকাংশই তরুণ। কায়সার মনে করেন নতুন ভোটারদের অধিকাংশই তাকে গ্রহণ করেছে এবং ভোট দিয়েছেন।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। আরফানুল হক রিফাত নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী, সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট, ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম হাতাপাখা প্রতীকে ৩ হাজার ৪০ ভোট, স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বাবু হরিণ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট।
ভোটের এই ফলাফল বিশ্লেষণ করে অনেকে মনে করছেন তরুণ প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ভোটের মাঠে একটা শক্ত অবস্থান করে নিয়েছেন। এই নির্বাচনে তার অভিষেক ঘটলেও ভবিষ্যত পথ চলাকে আরও সহজ করে দিয়েছে। কুমিল্লার রাজনীতি বা নির্বাচনী ময়দানে এখন তাকে হিসাব করতেই হবে।

নগরকান্দায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাসলিমা আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, নগরকান্দা থানার ওসি তদন্ত বিকাশ মন্ডল, ডাংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি আবুল কালাম, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডল সহ সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্ত উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর যে ১০টি উদ্ভাবনীর বিশেষ উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তা হলো, নারীর ক্ষমতায়ন,আশ্রায়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক,ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ,বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ। অনুষ্ঠানের প্রশিক্ষক (বক্তারা) এই ১০ টি উদ্যোগ কে কিভাবে এগিয়ে নিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে রুপান্তরিত করা যায়, সে বিষয়ে আলোকপাত করেন।

 

পদ্মায় লঞ্চ ডাকাতি, ডাকাত কবির ঢাকা থেকে আটকে র‍্যাব

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজীব //
শরীয়তপুর প্রতিনিধি ||
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চে ডাকাতির ঘটনায় জড়িত কুখ্যাত কবির ডাকাতকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে র‍্যাব। রাজধানীর উত্তরা এলাকা থেকে আটকের পর রবিবার ভেদরগঞ্জ উপজেলাধীন নরসিংহপুর নৌ-পুলিশ ফাঁড়িতে তাকে হস্তান্তর করা হয়। পরে সোমবার তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠায় নৌ-পুলিশ। আটক কবির খালাসী(৪৬) চাঁদপুর জেলার মতলব থানার বাসিন্দা শাহাবুদ্দিন খালাসীর ছেলে। সম্প্রতি সংগঠিত চাঁদপুরের মতলবে উজ্জল মিয়াজী হত্যা মামলারও এজহারভুক্ত আসামী সে।

নরসিংহপুর ফাঁড়ি ও মামলার এজহার সূত্রে জানাগেছে, ২০২০ সালের ২০ ডিসেম্বর শরীয়তপুর টু চাঁদপুরগামী লঞ্চ ‘এমভি শাহ আলী-৪’ এ ডাকাতি করে যাত্রীদের নগদ টাকা, স্বর্নালঙ্কার, মোবাইল লুট করে নেয় একদল ডাকাত। ঐ ঘটনায় ১৬ জনকে আসামী করে নরসিংহপুর নৌ-ফাঁড়িতে একটি ডাকাতি মামলা দায়ের করে লঞ্চ মালিক আক্তার হোসেন। মামলার ৪ নম্বর আসামী কবির খালাসী।

শরীয়তপুরের নরসিংহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, গত বছরের একটি নৌ-ডাকাতি মামলার অন্যতম আসামী কবির খালাসীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ঐ মামলার ১৬ আসামীর মধ্যে এ পর্যন্ত আমরা ৯জনকে আটক করেছি।

ভেদরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে আবহাওয়া বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত

আমাদের প্রতিনিধি :
নিউজ২৪লাইন:
 ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার”  আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ২১ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে
ভেদরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে টেকসই ফসল উৎপাদন নিশ্চিতকরণে এবং আবহাওয়া গত সৃষ্ট বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, বজ্রপাত সহ নানা কারণে ফসলের ক্ষয়ক্ষতি হ্রাস করতে কৃষক সহ অংশীজনদের সচেতনতা সৃষ্টিতে সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, কৃষক কৃষাণী দের নিয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আওতায়   ,কৃষি আবহাওয়া তথ্য বিস্তার শীর্ষক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গোলাম রাসূল, উপপরিচালক (ভারপ্রাপ্ত),কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, শরিয়তপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইয়াসমিন -অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি শরীয়তপুর।মোঃ নজরুল ইসলাম সিনিয়র মৎস্য কর্মকর্তা ভেদরগঞ্জ,শরীয়তপুর।
স্থানীয় সরকারপ্রতিনিধি:আবুল বাশার চোকদার,মেয়র পৌরসভার ভেদরগঞ্জ,শরিয়তপুর। আকলিমা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান ভেদরগঞ্জ,শরিয়তপুর।
আরো উপস্থিত ছিলেন: কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা কৃষি অফিসার,ভেদরগঞ্জ। কৃষিবিদ তানভীর হাসান শুভ, কৃষি সম্প্রসারণ অফিসার ভেদেরগঞ্জ।
এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
সেমিনারে বক্তারা কৃষকদের নিকট দ্রুত, নির্ভরযোগ্য, সময়োপযোগী আবহাওয়া তথ্য প্রদানের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে নানা কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। সেই সাথে বর্তমান সরকারের কৃষি উন্নয়নে আবহাওয়া প্রকল্পের ভূমিকা এবং আরো গ্রহণযোগ্য উপায়ে আগাম সতর্কসংকেত জানানোর পাশাপাশি বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন করে কৃষক সহ মানুষের জানমাল নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহবান জানান।
উল্লেখ্য কৃষি আবহাওয়া প্রকল্পের মাধ্যমে কৃষকদের মোবাইল এসএমএস, ভয়েস মেইল,বুলেটিন প্রদান করে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে কৃষকদের সঠিক সময়ে ধান কাটা, বালাইনাশক প্রয়োগ, সেচ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরন প্রকল্পের আওতায় শরীয়তপুর। ভেদরগঞ্জ উপজেলায় দুইটি মিনি আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশন স্থাপন চলমান রয়েছে। কৃষি আবহাওয়া বিষয়ক রোভিং সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার।
সেমিনার সঞ্চালনায় ছিলেন:মোঃ রুবেল হোসেন, উপসহকারী কৃষি অফিসার, আরশি নগর ইউনিয়ন ভেদরগঞ্জ।
উক্ত রোভিং সেমিনারে ৬০জন কৃষাণ-কৃষাণী, সুধীজন সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

 

নতুন করে বিপৎসীমার ২১ সেন্টিমিটার পদ্মার পানি জাজিরা,নড়িয়ায় বন্যার আশঙ্কা নদীর পাড়ে থাকা স্থানীয়দের

 

নিউজ২৪লাইন:

মঞ্জুরুল ইসলাম রনি, শরীয়তপুর

বেশ কয়েক দিনের বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল প্রভাবে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া পয়েন্টে পদ্মা পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এরই মধ্যে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে ফসলী জমি এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষক ও তার পরিবার।

পাউবো সূত্র জানিয়েছে, ১৮ই জুন শনিবার বিপৎসীমার ১ সেন্টিমিটার শুরু হওয়ার মধ্য দিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত পদ্মা নদীর পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি হয়। এরপর আজ মঙ্গলবার ২১ জুন সর্বশেষ সকাল ৯টায় বিপৎসীমার আরো ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে।এই বৃদ্ধি অব্যাহত থাকলে শরীয়তপুরে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, পদ্মা নদীর পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। ভাঙনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পাউবো।

এদিকে পদ্মার পানি বাড়ার কারণে জাজিরা, নড়িয়াসহ নদীর পাশাপাশি থাকা কয়েকটি উপজেলার ইউনিয়ন গ্রামে বন্যার আশঙ্কা স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হেলিকপ্টারযোগে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন

নিউজ২৪লাইন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হেলিকপ্টারযোগে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। ছবি : ফোকাস বাংলা