ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

ইয়ামিন কাদের নিলয় ভেদরগঞ্জ শরীয়তপুর:

নিউজ২৪লাইন:

শরীয়তপুরের- ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্নবার্ষিকী উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন , বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,করেন,এর পর আয়োজিত অনুষ্ঠানে  ,

আলোচনা সভাও দোয়া মাহফিল আয়োজন  শেষে নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, অসহায় মহিলাদের মাঝে   সেলাই মেশিন, বিতরণ করেন,  ও আশ্রয়ণ প্রকল্পের সবার হাতে    গাছের চারা তুলে দেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন।

 

ডামুড্যায় ওসির কন্ঠে কন্ঠ মিলালো দেশপ্রেমে উদ্বুদ্ধ কয়েকশত ছাত্র-ছাত্রী

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

(কনেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশন)শরীয়তপুরের ডামুড্যায় ব্রিটিশ ভারত শাসনামলে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের অন্যতম প্রাচীন স্বমামধন্য বিদ্যাপীঠ কনেশ্বর এস.সি(শ্যামা চরণ) এডওয়ার্ড ইনস্টিটিউশন। প্রাচীন ঐতিহ্য সম্বলিত এই বিদ্যাপীঠের কর্ণধার প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মাঝির আমন্ত্রণে অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ আজ ৮ আগস্ট ২০২২ রবিবার সকাল সাড়ে এগারোটায় কনেশ্বর এস.সি (শ্যামা চরণ) এডওয়ার্ড ইনস্টিটিউশনে পদার্পণ করেন। স্কুলের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন মাঝি, সহকারী প্রধান শিক্ষক জুলহাস মিয়া, সহকারী শিক্ষক ও ডামুড্যা প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম সোহেল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ অফিসার ইনচার্জ( ওসি) কে সাদরে বরণ করে নেন।

প্রধান শিক্ষকের আহবানে সাড়া দিয়ে অফিসার ইনচার্জ শরীফ আহমেদ স্কুলের প্রধান শিক্ষককে সাথে নিয়ে এবার দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের শ্রেনীকক্ষে প্রবেশ করেন। ডামুড্যার বিভিন্ন স্কুল কলেজে “পুলিশ- শিক্ষার্থী বন্ধুসভা ” “পুলিশ-শিক্ষক-শিক্ষার্থী বন্ধুসভা ” “পুলিশ -শিক্ষার্থী রাউন্ডটেবিল কনফারেন্স ” ইত্যাদি শিক্ষাবান্ধব বিভিন্ন জনসচেতনতামুলক কর্মসূচীসহ থানা এলাকায় বিট পুলিশের উদ্যোগে সামাজিক ও মানবিক বিভিন্ন প্রশংসিত কর্মসূচী বাস্তবায়ন করে ডামুড্যা থানার সাধারণ মানুষ ও শিক্ষক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ শ্রেনীকক্ষে প্রবেশ করেই, তার স্বভাবসুলভ সচেতনতামুলক বক্তব্য প্রদানের অংশহিসেবে সমসাময়িক কালের বাস্তবতার আলোকে -শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে মিতব্যয়িতা, বৃক্ষরোপন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে বক্তৃতা করেন। শ্রেনীকক্ষে থানার অফিসার ইনচার্জ কে পেয়ে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। পিনপতন নীরবতা নিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় প্রদত্ত অফিসার ইনচার্জ শরীফ আহমেদ এর বক্তব্য শিক্ষার্থীরা আগ্রহভরে শ্রবণ করে। বক্তব্য প্রদান শেষে ক্লাস ছেড়ে আসার সময়ে শিক্ষার্থীরা অফিসার ইনচার্জ( ওসি) কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ক্লাস শেষে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মাঝি সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের একাডেমিক ভবনের সামনে সমবেত করেন। সেখানে মানবিক পুলিশ কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি)শরীফ আহমেদ এর কন্ঠে কন্ঠ মিলিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ সমবেত কয়েকশত ছাত্রছাত্রী সমস্বরে উচ্চারণ করেন –

“আমরা দেশপ্রেমিক
আমাদের দেশ বাংলাদেশ,
আমরা বাংলাদেশ কে ভালবাসি।
আমরা আমাদের দেশকে ভালবাসব
দেশের সুনাম বজায় রাখব ”

“আমরা মাদককে না বলি,
আমরা ইভটিজিং কে না বলি,
আমরা বাল্যবিবাহকে না বলি “।।

সবশেষে , খোদা বক্স মেমোরিয়াল লাইব্রেরিতে নিয়ে গেলে ডামুড্যার ওসির চোখে মুখে যেন রাজ্যের অপার বিস্ময়রেখা ফুটে ওঠে। এটি খুবই উন্নতমানের একটি সর্বাধুনিক লাইব্রেরি। এর সৌন্দর্য, নির্মাণশৈলি, পঠন পরিবেশ সবকিছুই যেন নজরকাড়া। বিস্ময়ে চোখ আটকে যাওয়ার মতো । শুধু লাইব্রেরী ই নয়, এই প্রতিষ্ঠানের একাডেমিক ভবন সহ শিক্ষার পরিবেশ অনেক সুন্দর ও চমকপ্রদ। সেইসাথে আশা জাগানিয়া। শিক্ষাঙ্গনে শিক্ষা বান্ধব ওসি শরীফ আহমেদ এর আগমন যেন সবার মধ্যে প্রাণের উচ্ছ্বাস জাগিয়ে দিয়ে গেল। জয়তু কনেশ্বর এস.সি( শ্যামা চরণ)এডওয়ার্ড ইনস্টিটিউশন।

ব্যবসায়ীকে মিথ্যা প্রতারণা চক্রের ফাঁসানোর পাঁয়তারা ,কে এই শিল্পী

নিউজ২৪লাইন:

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের দেলোয়ার মুন্সী নামে এক ব্যবসায়ীকে মিথ্যা প্রতারণায় ফাঁসানোর পাঁয়তারার অভিযোগ মিরাজের বিরুদ্ধে।
মৃত- ইনতাজ মাতা- আনোয়ারা গ্রামঃপাথরখাটা উত্তর পারা,ডাকঘরঃ কুচিয়ামোড়া-১৫৪০,থানাঃসিরাজদিখান, জেলাঃমুন্সীগঞ্জ
বর্তমান ঠিকানাঃনাওডোবা গফুর মোড়লের কান্দি থানাঃ পদ্মা দক্ষিণ শরীয়তপুর,

মিরাজ শশুড় বাড়িতে থাকেন। নিজেকে একজন সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন তিনি।মুলত তিনি কোন মিডিয়ার সঙ্গে জড়িত নেই। জানা যায়, দেলোয়ার মুন্সির ছোট ভাই বেলায়েত মুন্সিকে কানাডা পাঠানোর জন্য ১৭ লক্ষ টাকায় চুক্তি হয় মিরাজের সঙ্গে। এলাকার লোকজনের সামনে গত ১৩/৭/২০২০ তারিখ পার্সপোট সহ ২ লক্ষ টাকা, পরবর্তীতে একসঙ্গে ৪ লক্ষ পরবর্তীতে ১লক্ষ সর্বমোট ৭ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক মিরাজ। চুক্তিতে তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর কথা থাকলেও দুই বৎসর কেটে গেলেও বেলায়েত মুন্সীকে কানাডা পাঠায়নি প্রতারক মিরাজ। এলাকার সালিশ করে টাকা না পেয়ে আইনের আশ্রয় নেয় দেলোয়ার মুন্সী।

টাকা ফেরত না দিতে মিরাজও থেমে থাকেনি। শ্যালক আলী মুন্সিকে নিয়ে এবং প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের নিয়ে এঁকেছে নতুন ফাঁদ। সাজিয়েছে মিথ্যা ধর্ষণের অভিযোগ । যে অভিযোগের বাদীকে তার ঠিকানায় খুঁজে পাওয়া যায় নি।

শিল্পী বেগম বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন , মাদারীপুর জেলা প্রশাসক ও শরীয়তপুর জেলা প্রশাসক বরাবর। কিন্তু
আসলে কে এই শিল্পী? শিল্পী নামের কোন বাদীর অস্তিত্ব পায়নি সাংবাদিকরা। অভিযোগে উল্লেখ ছিল, শিল্পী মনোয়ারা বেগম (৫০) এর নাতনী, নানির সঙ্গে মাদারীপুর জেলা প্রশাসক এর অফিসে ভুমি অধিগ্রহণের টাকা উত্তোলন কাজে গেলে সার্ভেয়ার মাইনুল দেলোয়ার মুন্সির সঙ্গে যোগাযোগ করতে বলেন, তাহলে টাকা দ্রুত পাওয়া যাবে, ডিসি অফিসের কাজ শেষে হলে মাইনুল শিল্পীকে বাহিরে অপেক্ষা করতে বলে। শিল্পীকে মাইনুল বাসায় নিয়ে যায় পরবর্তীতে খাবার পানির সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে অচেতন করে সার্ভেয়ার মাইনুল সার্ভেয়ার বাদল ও দেলোয়ার মুন্সি সারারাত শিল্পী কে ধর্ষণ করে।

অভিযোগ পত্রে একটি মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে যার কোন রেজিষ্ট্রেশন নাই,
শিল্পী অভিযোগে নানির নাম বলেছেন মনোয়ার বেগম। কিন্তু অভিযোগে উল্লেখিত ঠিকানা মতো শিবচরে সন্ধান মিলে মনোয়ারা বেগমের, তিনি বলেন, আমার শিল্পী নামে কোন নাতিন নেই, আর দেলোয়ার মুন্সি নামে আমি কাউকে চিনিনা
এগুলো সবি মিথ্যে।

দেলোয়ার মুন্সি বলেন, আমি এই মিথ্যা অভিযোগের সঠিক তদন্ত করে বিচারের দাবি জানাই। মিরাজ একজন ধোঁকাবাজ,আমি টাকা না পেয়ে আদালতে অভিযোগ দায়ের করলে মিরাজ আমাকে মৃত্যুর হুমকি দেয় বলে তোকে এলাকায় থাকতে দেবনা। তোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবো। আমার কাছে টাকা চাইতে আসবিনা। এবং আমার নামে ফেইসবুকে মিথ্যা অপবাদ ছড়ায়। আমি সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করছি।

মিরাজ,ও শিল্পী দুই নামের ব্যাক্তির সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি দুটি নাম্বার বন্ধ রয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শরীয়তপুর কৃষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে

আমান আহমেদ সজীব শরীয়তপুর:

নিউজ২৪লাইন:

দেশ   জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে     শরীয়তপুর জেলা কৃষকদ।

শরীয়তপুর জেলা কৃষকদের সভাপতি ও শরীয়তপুর   জেলা বিএনপির সহ-সভাপতি   বি এম হারুন আর রশীদ এর সভাপতিত্বে।

রবিবার (৭ আগস্ট) বিকেলে শরীয়তপুর সদরের বিভিন্ন সড়ক  প্রতিবাদ মিছিলটি   ঘুরে উওর বাজার এসে থামেন  মিছিলটি,  এর প্রতিবাদ সমাবেশে এর আয়োজন করাহয়  এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শরীয়তপুর কৃষকদের সভাপতি ও শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি বি এম হারুন আর রশীদ, জেলা কৃষকদের সহ-সভাপতি  আলী আজগর,  জেলা কৃষক দল  মহিলা সম্পাদিকা ফারজানা, নিপা

কাজী, সহ-সভাপতি বাবুল খান,

সদর থানা কৃষকদল  সভাপতি,  ও  কৃষকদের সাধারণ সম্পাদক কামাল শেখ, ।

 সমপাদক সামছুল হক ঢালী  পৌরসভা,  আরো উপস্থিত ছিলেন   ছাত্রদল নেতা প্রান্ত,ছাত্র নেতা  সেলিম বেপারী,