শরীয়তপুরে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

আমান আহমেদ সজীব :

নিউজ২৪লাইন:
শরীয়তপুর প্রতিনিধি:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অহিদ খান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। এসময় ২জনকে আটক করেছে পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আক্তারউজ্জামান খান এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহান হোসেন খানের সঙ্গে সাবেক যুবলীগ নেতা মুদাচ্ছের খানের সাথে বিরোধ চলে আসছিল। ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে চিকন্দী আবুরা ব্রিজ এলাকায় দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে মুদাচ্ছের খানের ছোট ভাই অহিদ খানকে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। বাকিরা শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এঘটনায় আক্তার ও ফরহাদ গ্রুপের ইদ্রিস খান সহ ২জনকে আটক করেছে পুলিশ। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।

এব্যাপারে মুদাচ্ছের খান বলেন, আক্তার খান ও ফরহাদ খানের নেতৃত্বে সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে আমার ছোট ভাই অহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমাদের লোকজনকে হামলা করেছে, বোমা নিক্ষেপ করেছে। আমার ভাই হত্যার বিচার চাই। আক্তার-ফরহাদের ফাঁসি চাই।

এব্যাপারে অ্যাডভোকেট আক্তারউজ্জামান খান বলেন, আমি নির্বাচন করেছি, ফেল করছি। আমার মেয়ের বিয়েতে আমি সবাইকে দাওয়াত দিয়েছি। আমি কোনো গ্রুপিংয়ের মধ্যে নাই।

এব্যাপারে পালং থানার ওসি মো. আকতার হোসেন বলেন, এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ইতালি থাকেন ইউপি সদস্য, জন্মসনদ নিতে ভোটারদের ভোগান্তি

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয় বিশেষ প্রতিনিধি

গেলো ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিলো দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে জয়লাভ করেই মেম্বার চলেগেছেন ইতালিতে। এমন অভিযোগ উঠেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার সম্পা বেগমের বিরুদ্ধে। তিনি সরকারের কাছ থেকে কোন অনুমিত ছাড়াই দীর্ঘ ৪ মাসের ও বেশি সময় ধরে বাংলাদেশ ত্যাগ করে ইতালিতে রয়েছেন। এদিকে বিপাকে ও ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগন।
উপজেলা প্রশাসন অফিস সুত্রে জানা যায়, সম্পা মেম্বার গত ২৬ ডিসেম্বর ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নারায়নপুর ইউনিয়নের নির্বাচনে ৮ নং ওয়ার্ডের সদস্য হন। নিয়মে রয়েছে জেলা প্রশাশন অফিস সর্বচ্চো ৩ মাসের ছুটির অনুমিত দিতে পারে। তবে উপজেলা প্রশাসনের কাছে সম্পা আবেদন করেছিলো ছুটির জন্য। পরে তা শরীয়তপুর জেলা ডিসি অফিসে প্রেরণ করে তারা। তবে জেলা অফিস তাকে ছুটির অনুমিত না মঞ্জুর করলে দেশের বাহিরে গমন করার কোন সুযোগ নেই।
সরেজমিনে ঘুরে জানা যায়, ঐ এলাকার ভোটার বিউটি আক্তার ভূমিহীন সনদ ও তার ছেলের জন্মসনদ বানানোর জন্য সম্পা মেম্বারের বাড়িতে যান। তবে গিয়ে দেখেন মেম্বার বাড়িতে নেই।তিনি ইতালি চলে গেছেন ৪ মাস আগেই। তিনি বলেন মেম্বার যদি না থাকে দেশে তাহলে আমরা জনগণ সেবা পাবো কিভাবে।
আব্দুর রাজ্জাক বেপারী বলেন,আমি একটি ওয়ারীস সনদ আনতে মেম্বার সম্পার বাড়িতে যাই। গিয়ে শুনি তিনি নাকি ৫ মাস হয় ইতালি চলে গেছে। আমরা ভোট দিয়ে একজন মেম্বার নির্বাচিত করে কি লাভ। যদি কাগজপত্র ঠিক করতে না পারি ও ভোগান্তির স্বিকার হতে হয়।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মাতাব্বর বলেন,আমার কাছে সম্পা মেম্বার ইতালিতে যাবে বলে ছুটির জন্য আবেদন করেছিলো। আমরা ইউএনও স্যারের কাছে পাঠিয়েছি।তারপরে ডিসি স্যার তাকে ছুটি দিয়েছে কি না তা আমি জানি না। তবে একজন মেম্বার একটি ওয়ার্ডে উপস্থিত না থাকলে জনগণ তো একটু ভোগান্তিতে পড়বেই। সে গত মাসে আমাকে ইমুতে কল দিয়ে বলেছে তার মেয়ে বাবু হয়েছে, সুস্থ হলেই চলে আসবে।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুলাহ আল মামুন বলেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সম্পা নামের মেম্বারের ছুটির আবেদনের উপর একটি সঠিক মেডিক্যাল সার্টিফিকেট পাঠানোর নির্দেশ দিয়েছে। আমরা শিগ্রই মন্ত্রণালয় প্রতিবেদন ট্যাগ করবো। তবে মেম্বার নাকি ছুটি মঞ্জুর হবার আগেই ইতালিতে চলে গেছে শুনলাম। আমি বিষয়টি ডিসি স্যারকে জানাচ্ছি।

সাবেক সচিব এস এম আশরাফুল ইসলামের কন্যা ওয়াসেমা নুর উচ্চ শিক্ষার জন্য ক্যালিফোর্নিয়ায় মনোনীত

নাসের ভুট্টো, কক্সবাজার;

ওয়াসেমা নুরেন ইসলাম

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম এবং কথা সাহিত্যিক সুলতানা দিল আফরোজ এর কন্যা ওয়াসেমা নুরেন ইসলাম ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে “কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং” _এ মাস্টার্স (উচ্চ শিক্ষার) এর জন্য মনোনীত এবং ভর্তি হয়েছে। আমেরিকার উদ্দেশ্যে তিনি খুব শীঘ্রই র‌ওনা দিবে।

সাবেক অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলাম এবং কথা সাহত্যিক সুলতানা দিল আফরোজ এর সাথে কন্যা ওয়াসেমা নুরেন ইসলাম

তিনি “কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং”এ অনার্স করেছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। তিনি ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি করেছে । চট্টগ্রাম অঞ্চলে তার দাদাবাড়ি এবং কক্সবাজার অঞ্চলে তার নানাবাড়ি। তিনি সকলের দোয়া প্রার্থী।