নানা কর্মসূচির মধ্যেদিয়ে উত্তর বাড্ডা ৩৮ নং ওয়ার্ড তেঁতুল তলা খানকা শরীফ ইউনিট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নিউজ২৪লাইন:

নানা কর্মসূচির মধ্যেদিয়ে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ  দোয়াওতবারক বিতরণ মাহফিল এবং প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই দিনে কিছু সেনাসদস্য ধানমণ্ডির বাসভবনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারকে হত্যা করে। সেই থেকে প্রতি বছর ১৫ই আগস্ট এ দিনে আওয়ামীলীগের নেতাকর্মী সহ লাখো কোটি বাঙালি যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস হিসেবে দিনটি পালন করে আসছে। ১৫ই আগস্ট সোমবার বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে।

রাজধানীর উত্তর বাড্ডা ৩৮ নং ওয়ার্ড তেঁতুল তলা খানকা শরীফ ইউনিট আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত  মিলাদ দোয়া  ও তবারক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শেখ সেলিম এর সভাপতিত্বে মিলাদ দোয়া  ও তবারক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,   ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য এ,এম জাহাঙ্গীর আলম, ফারুক মিলন , আফরোজা খন্দকার, , সাবেক বাড্ডা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,  মোঃ মোতালেব হোসেন,     মোঃ জাহাঙ্গীর রহমান  , কামাল উদ্দিন শাহীন,       আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিট ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ । কামাল উদ্দিন শাহীন,  মোঃ আবু বকর সিদ্দিকী সাগর
সাধারণ সম্পাদক
৩৮ নং ওয়ার্ড তেঁতুল তলা ও খানকা শরিফ ইউনিট আওয়ামীলীগ।

এসময় অনুষ্ঠানের সভাপতি ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শেখ সেলিম  বলেন, বঙ্গবন্ধু এ দেশের লাখো-কোটি বাঙালিরই শুধু নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে এই মহান নেতা কোটি মানুষের হৃদয়ের মাঝে চিরঞ্জীব হয়ে বেঁচে থাকবেন। আমাদের ভুলে গেলে চলবে না, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী ও গণতন্ত্রবিরোধী চক্র এখনও নানাভাবে চক্রান্ত, ষড়যন্ত্র করে যাচ্ছে। এই অপশক্তির যেকোনো অপতৎপরতা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে।

জাজিরায় বাশি খাবারে ছোট ভাই বোনের মৃত্যুর পর মারা গেলো বড় বোন ও

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজীবঃ শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের জাজিরায় বাসি বিরিয়ানি খেয়ে মঙ্গলবার সৌরভ (৬) এবং খাদিজা(৫) নামে দুই শিশু মারা যায়। তারা মুলাই বেপারীকান্দি গ্রামের শওকত দেওয়ান ও আইরিছ বেগম দম্পতির ছেলে-মেয়ে।

একই বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশু দুটির ১৪ বছর বয়সী বড়বোন সাথীও। বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা গেছে। এর মাধ্যমে শওকত দেওয়ান ও আইরিছ বেগমের পাঁচ ছেলে-মেয়ের মধ্যে তিনজনই মারা গেল।

শিশুদের মা আইরিছ বেগম জানান, মঙ্গলবার সকালে শিশুরা প্রতিবেশী চাচি রওশনারা বেগমের ফ্রিজে রাখা বাশি বিরিয়ানি গরম করে খায়। ওই সময় চাচিও তাদের সঙ্গে বিরিয়ানি খান।
খাবার খাওয়ার পর থেকেই চাচি রওশনারা বেগম ও শওকত দেওয়ানের তিন ছেলে-মেয়ে অসুস্থতা অনুভব করে। রাতে অবস্থা গুরুতর হলে অসুস্থদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

হাসপাতালে আনার পরই দায়িত্বরত চিকিৎসক রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে বলেন। ঢাকায় নেওয়ার পথেই সৌরভ ও খাদিজা মারা যায়।

অসুস্থ সাথীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছিল তার পরিবার। তবে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাথীও মারা যায়।

বিষয়টি খাবারে বিষক্রিয়া নাকি অন্য কিছু এ নিয়ে এখন চলছে গুঞ্জন।

মারা যাওয়া শিশুদের ফুফা বাদশা মাদবর বলেন, গতকাল পর্যন্ত এ বিষয়ে আমাদের কোন সন্দেহ ছিল না। তবে এখন মনে হচ্ছে এর ভেতরে কিছু রয়েছে। আমরা এখানকার চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি তিনিই বিষয়টি দেখবেন।

স্থানীয় শ্রিদম বেপারী বলেন, বাসি বিরিয়ানি খাওয়ার ফলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসা নেওয়ার পথেই মঙ্গলবার সৌরভ আর খাদিজা মারা যায়। এরপর বৃহস্পতিবার সাথীও মারা গেল।

বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. কুদ্দুস বেপারী বলেন, আমি সাথীর মরদেহ ময়নাতদন্ত করিয়ে আনার জন্য বলেছি। যাতে সন্দেহজনক কিছু থেকে থাকলে তা বেরিয়ে আসে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমরা প্রথম বাচ্চা দুটির মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।