ভেদরগঞ্জের সখিপুরে ২৬ কেজি গাঁজা সহ তিনজন আটক

নিউজ২৪লাইন

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

ভেদরগঞ্জ উপজেলার শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ২৬ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন বালাবাজার বেইলী সেতুর পশ্চিমপাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি পিকাপ, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল এবং ০৪টি সীমকার্ড উদ্ধার করে র‍্যাব।

আটককৃতরা হলেন, মোঃ রাজু বেপারী (৩৪), পিতা-মোঃ ইনছান বেপারী। মোঃ মঞ্জু মাতবর (৩৫), পিতা-মৃত আজিজ মাতবর। মোঃ হাফিজুর মোল্লা (২২), পিতাঃ আলতাপ মোল্লা। তারা সবাই মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা।
রাতে পেটের আকার কমিয়ে ফেলুন সহজ একটি কৌশল
আরও জানুনর‍্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা হতে চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট ব্যবহার করে শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে সখিপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে

শরীয়তপুরে অহিদ খান হত্যার প্রতিবাদে মানববন্ধন,জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

নিউজ২৪লাইন:

মঞ্জুরুল ইসলাম রনি, শরীয়তপুর ।।

শরীয়তপুর জেলারনিউজ২৪লাইন চিকন্দী ইউনিয়নের রমিজ খাঁর ছেলে অহিদ খান হত্যার প্রতিবাদে, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে নিহত অহিদ খাঁর ভাই আত্বীয় স্বজনসহ চিকন্দীর সর্বস্তরের মানুষ।

২১আগষ্ট রবিবার সকাল ১০টার দিকে মানববন্ধন করেন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে ৯ আগষ্ট মঙ্গলবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অহিদ খান (৩০) নামে একজন নিহত হয়েছে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এসময় ২জনকে আটক করেছে পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আক্তারউজ্জামান খান এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহান হোসেন খানের সঙ্গে সাবেক যুবলীগ নেতা মুদাচ্ছের খানের সাথে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে চিকন্দী আবুরা ব্রিজ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে মুদাচ্ছের খানের ছোট ভাই অহিদ খান গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। বাকিরা শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।। এঘটনায় আক্তার ও ফরহাদ গ্রুপের ইদ্রিস খান সহ ২জনকে আটক করেছে পুলিশ। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এব্যাপারে পালং থানার ওসি মো. আকতার হোসেন বলেন, এঘটনায় ঐদিনই ২ জনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।