আব্দুর রাজ্জাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় ভেদরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

নিউজ২৪লাইন:

শরীয়তপুর প্রতিনিধি।।

২১ আগষ্টের গ্রেনেড হামলার উপলক্ষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের শোক সভার আয়োজনে প্রায়ত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাককে আওয়ামীলীগের কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেনের কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।

গতকাল সকাল ১১ টার সময় নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠন সহ সাধারন জনগন এ বিক্ষোভ সমাবেশ করেন। পানিসম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী ও তৎকালীন সময়ের আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও শরীয়তপুর ০৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রায়ত নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক সাহেব চাইলে সেদিন বঙ্গবন্ধুকে মৃত্যুর হাত থেকেই বাচাতে পারতেন, সেদিন আব্দুর রাজ্জাক যদি ঢাকা ভার্সিটি এসে ছাত্রছাত্রীদের বলতেন বঙ্গবন্ধুর উপর আক্রমণ হয়েছে। তাহলে তখন বঙ্গবন্ধুকে জিবন দিতে হতো না। ২১ আগষ্ট গ্রেনেড হামলার উপলক্ষে ঢাকা ভার্সিটির ড.মোহাম্মদ শহীদুল্লাহ হলের ছাত্রলীগের এক শোক সভার আয়োজনের কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেনের এমন বক্তব্যের উপর শরীয়তপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুধু শরীয়তপুর নয় বৃহত্তর ফরিদপুর বাসীর মাটিও মানুষের নেতা ছিলো আব্দুর রাজ্জাক। জাতির পিতা বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। আজকে প্রায়ত নেতা আব্দুর রাজ্জাককে নিয়ে ঐ কেন্দ্রীয় নেতা আনোয়ার যেই মিথ্য বক্তব্য দিচ্ছে আমরা তা মেনে নিবো না। আনোয়ারের এই কুরুচিপূর্ণ বক্তব্য আমরা শরীয়তপুর তথা ভেদরগঞ্জ বাসী বিক্ষুব্ধ। তাই মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন প্রায়ত আব্দুর রাজ্জাককে নিয়ে কটুক্তি করার অপরাধে খুব দ্রুত ঐ নেতা আনোয়ারকে বয়কট করা হউক। পাশাপাশি তারা আরো জানায় যে জাতির পিতা বঙ্গবন্ধুসহ স্ব পরিবার হত্যার সময় আনোয়ার কোথায় ছিলেন? তিনি তো ১৯৮১ সাল পর্যন্ত আত্মগোপন করে ছিলেন। তার কি কোন ভুমিকা রাখার প্রয়োজন ছিলো না?

এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজাহিদুর রহমান মাঝি, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরশেদ মাঝি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চোকদার,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক মাদবর, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তামিম সহ স্থানীয় সাধারণ জণগণ।

জাজিরায় জেলা প্রশাসনের উদ্যোগে সোনার বাংলা সমাবেশ

নিউজ২৪লাইন:

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন সম্প্রীতি কমিটির আয়োজনে দুর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক, বাল্যবিবাহ রোধে ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সোনার বাংলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা এগারোটার সময় জাজিরার ডুবিসায়বর বন্দর সংলগ্ন ডুবিসায়বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর জেলার জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, জাজিরা পৌর মেয়র মো. ইদ্রিস মাদবর ও জাজিরা থানার ওসি (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। সভাপতিত্ব করেন, বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বড়কান্দি সম্প্রীতি কমিটির সভাপতি মো. শফিউদ্দিন আহমেদ খলিফা।

এসময় বক্তারা সোনার বাংলা গড়ার লক্ষে দুর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক ও বাল্যবিবাহ বন্ধে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান।