সালথায় আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

একটি লোকও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না মুজিব বর্ষের এই অঙ্গীকারকে সামনে রেখে ফরিদপুরের সালথায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রায়ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় ও নির্মিত ঘর এবং জমি পরিদর্শন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ তাসলিমা আলী। সোমবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ, ভাওয়াল ইউনিয়নের কুমারপট্টি, মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া, মুরাটিয়া এবং সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের আশ্রায়ণ প্রকল্প গুলো পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তাসলিমা আলী বলেন- আজ আমি আনন্দিত ও আপ্লুত যে বিগত সময়ে আমি প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছি । এ এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং নির্মিত ঘরগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি সুবিধাভোগীদের ঘর পরিদর্শন ও কুশল বিনিময় করেন।

আশ্রায়ন প্রকল্পের উপকারভোগীরা ঘরগুলো পেয়ে সন্তুষ্টির পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

শরীয়তপুরে কয়লা তৈরির কারখানায় উচ্ছেদ অভিযান

নিউজ২৪লাইন:
আমান আহমেদ সজীব // শরীয়তপুর প্রতিনিধি ll
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মধ্যে মাছুয়াখালী এলাকায় (২৮ আগস্ট) রোববার দুপুরে কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালীর একটি চক্র এলাকার মধ্যে কয়লা তৈরি করে পরিবেশের ক্ষতিসাধন করে আসছিল।

কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার কোনো বিধান বন আইনে না থাকলেও প্রভাবশালীর একটি চক্র এই কাজ করে আসছে। এটা একটি শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি গোসাঁইরহাট উপজেলা প্রশাসনের নজরে এলে দুপুরে কয়লা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় কয়লা তৈরির কারখানাগুলো ফায়ারসার্ভিসের সহযোগিতায় ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। ভেঙে দেয়া কয়লা তৈরির কারখানা থেকে কাঠ ও ইটসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালগুলো নিলামে বিক্রি করা হবে বলে জনান।

অর্থদন্ডকৃত হলেন একই এলাকার মাছুয়াখালীর মো. আলাউদ্দিন (৪০), মো. নাসির হাওলাদার (২৮) ও মো. রাসেল হোসেন (২৮) কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ( সংশোধিত -২০১০) এর ১৫ (১) ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড ও প্রথম মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির, উপজেলা সহকারী (ভূমি) সুজন দাশ গুপ্ত, পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়লা তৈরির কারখানাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ৬টি চুলা ধ্বংস করা হয় এবং ওই কারখানাগুলো গুঁড়িয়ে দেয়া হয়। জব্দ করা মালামালগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা করা হবে।

কাজী নজরুলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কবিতা পাঠ

নিউজ২৪লাইন:
আশিকুর রহমান হৃদয়।।

১২ ভাদ্র ২৭ আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর সাহিত্য সংসদ এর উদ্যোগে কাঁটাবন কবিতা ক্যাফে কবির জীবন নিয়ে আলোচনা ও কবিকে নিবেদিত কবিতা পাঠের আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক সুপান্থ মিজান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও প্রাবন্ধিক কামরুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মাহমুদ শফিক ও নজরুল গবেষক কবি হাসান আলীম।

অন্যান্যদের মধ্যে আলোচনা ও কবিতা পাঠ করেন– কবি নাজমুল আহসান, মোঃ মজিবুর রহমান, নজরুল ইসলাম শান্ত, সুলতান মাহমদ সজীব , সুদর্শন বাছার, মোতালেব হোসেন, শেখ বিপ্লব হোসেন রাসেল খান, খাদিজা বেগম কান্তা, খান নজরুল ইসলাম, হোসাইন মোহাম্মদ দেলোয়ার, দয়াল ফারুক, প্রমুখ।

এছারাও উপস্থিত ছি‌লেন ভেদরগঞ্জ পৌরসভার উন্মুক্ত গ্রন্থাগার এর প্র‌তিষ্ঠাতা মা‌নিক হো‌সেন ও শরীয়তপুর পোর্টা‌ল গ্রন্থাগা‌রের গ্রন্থগা‌রিক সুলতান মাহমুদ। এসময় শরীয়তপুর জেলা সহ বি‌ভিন্ন জেলার ক‌বি লেখক গণ, সা‌হিত্য‌বোদ্ধাগণ উপ‌স্থিত ছি‌লেন।

শরীয়তপুর সখিপুরে আওয়ামীলীগ,বিএনপির সংঘর্ষ আহত ৯

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজীব শরীয়তপুর প্রতিনিধি ll
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাজার মসজিদের মাঠে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে শনিবার (২৭ আগস্ট) বিকাল বাদ আসর মসজিদের মাঠে জ্বালানি তেল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে,বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপিস্থত হন। বিক্ষোভ ও মিছিল করতে বাধা দেওয়ায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন অনেকে।

এবিষয়ে উত্তর তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝী গণমাধ্যম কে জানান। বিএনপির লোকজন ছবি তোলা নিয়ে ছাত্র লীগের লোকজনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাতা হাতি হয়। উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

এদিকে, সংঘর্ষের পর বিএনপির সখিপুর থানার যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার। সেখানে অবস্থান করছেন এবং শান্তিপূর্ন মিছিলে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।