বাশঁ কাঁটার শ্রমিক জসিম এখন বিদেশী মদ, বিয়ার ও ইয়াবার এজেন্ট

মদ খাওয়া অবস্থায় জসিম

 

হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা ১নং ওয়ার্ড কাঁঠালিয়ার লাল মিয়ার পুত্র বাশঁ কাঁটার শ্রমিক জসিম এখন বিদেশী বিয়ার, বিদেশী মদ ও ইয়াবার এজেন্ট হিসেবে পরিচিত। 

সে মরিচ্যা বাজারে অস্থায়ী কলোনি ভিত্তিক খুচরা মাদক বিক্রি করে এখন সে ভেণ্ডরে (পাইকারী ব্যাবসায়ী) পরিণত হয়েছে।

কয়েকবছর আগেও মরিচ্যা বাজারের উত্তর স্টেশনের বাশঁ বাজারে পানের বরজের কাটি তৈরী করে সে সংসার চালাত! তবে রোহিঙ্গা মেয়ে বিয়ে করার সুবাদে ক্যাম্পের মাদক ব্যাবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তুলে। এর পর থেকেই সে মরিচ্যা বাজারে মদ, ইয়াবা ও বিদেশি বিয়ারের রমরমা ব্যবসা শুরু করে আসছে।

এলাকাবাসীরা জানান তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা থাকলেও অদৃশ্য কারণ বশত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে! তাকে আইনের আওতায় এনে এলাকাকে মাদকমুক্ত করার জোর দাবী জানান।

নাম প্রাকাশে অনিচ্ছুক তার এক প্রতিবেশী জানান সে এলাকার উঠতি বয়সী যুবকদের ব্যবহার করে মাদক বিক্রি সেবন করিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করে এলাকার শান্ত পরিবেশকে নোংরা করে ফেলতেছে। তাকে আইনের আওতায় এনে এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তিনি।

জাজিরায় নদী ভাঙ্গন কবলিত ২৯০ টি পরিবার পেলো নগদ চেক ও খাদ্য সহায়তা

নিউজ২৪লাইন:

শাহিন আলম বিশেষ প্রতিনিধি :শরীয়তপুর জাজিরা উপজেলার মূল ভূ খন্ড থেকে বিচ্ছিন্ন কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর, ভাটকুল বাজার এলাকায় নদী ভাঙ্গন কবলিত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও পূর্ণবাসন সহায়তার অংশ হিসেবে ১০০ টি পরিবারকে নগদ ৯,৬৫৫ টাকার চেক বিতরণ ও শরীয়তপুর ১-আসনের সাংসদ ইকবাল হোসেন অপুর পক্ষ থেকে ১৫০ টি অসহায় পরিবারকে শুকনো খাবার প্রদান করা হয়।

বুধবার (২৪ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তার চেক ও সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, কুণ্ডেরচর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন বেপারী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চেক ও খাদ্য সহায়তা প্রধান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিডার চর, বাবুর চরের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে, পূর্ব নাওডুবা ইউনিয়নের পাইনপাড়া মাঝিরকান্দি আলম খান কান্দি এলাকার গুচ্ছগ্রাম পরিদর্শন করেন।

এছাড়াও সিডার চর, বাবুরচর এলাকার অসহায় ভূমিহীনদের জন্য সরকারি ভূমি বরাদ্দ দেয়ার উদ্দেশ্যে বিভিন্ন জমি পরিদর্শন করেন।

আব্দুর রাজ্জাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় ভেদরগঞ্জে বিক্ষোভ সমাবেশ

নিউজ২৪লাইন:

শরীয়তপুর প্রতিনিধি।।

২১ আগষ্টের গ্রেনেড হামলার উপলক্ষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের শোক সভার আয়োজনে প্রায়ত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাককে আওয়ামীলীগের কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেনের কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।

গতকাল সকাল ১১ টার সময় নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠন সহ সাধারন জনগন এ বিক্ষোভ সমাবেশ করেন। পানিসম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী ও তৎকালীন সময়ের আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও শরীয়তপুর ০৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রায়ত নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক সাহেব চাইলে সেদিন বঙ্গবন্ধুকে মৃত্যুর হাত থেকেই বাচাতে পারতেন, সেদিন আব্দুর রাজ্জাক যদি ঢাকা ভার্সিটি এসে ছাত্রছাত্রীদের বলতেন বঙ্গবন্ধুর উপর আক্রমণ হয়েছে। তাহলে তখন বঙ্গবন্ধুকে জিবন দিতে হতো না। ২১ আগষ্ট গ্রেনেড হামলার উপলক্ষে ঢাকা ভার্সিটির ড.মোহাম্মদ শহীদুল্লাহ হলের ছাত্রলীগের এক শোক সভার আয়োজনের কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেনের এমন বক্তব্যের উপর শরীয়তপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুধু শরীয়তপুর নয় বৃহত্তর ফরিদপুর বাসীর মাটিও মানুষের নেতা ছিলো আব্দুর রাজ্জাক। জাতির পিতা বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। আজকে প্রায়ত নেতা আব্দুর রাজ্জাককে নিয়ে ঐ কেন্দ্রীয় নেতা আনোয়ার যেই মিথ্য বক্তব্য দিচ্ছে আমরা তা মেনে নিবো না। আনোয়ারের এই কুরুচিপূর্ণ বক্তব্য আমরা শরীয়তপুর তথা ভেদরগঞ্জ বাসী বিক্ষুব্ধ। তাই মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন প্রায়ত আব্দুর রাজ্জাককে নিয়ে কটুক্তি করার অপরাধে খুব দ্রুত ঐ নেতা আনোয়ারকে বয়কট করা হউক। পাশাপাশি তারা আরো জানায় যে জাতির পিতা বঙ্গবন্ধুসহ স্ব পরিবার হত্যার সময় আনোয়ার কোথায় ছিলেন? তিনি তো ১৯৮১ সাল পর্যন্ত আত্মগোপন করে ছিলেন। তার কি কোন ভুমিকা রাখার প্রয়োজন ছিলো না?

এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজাহিদুর রহমান মাঝি, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরশেদ মাঝি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চোকদার,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক মাদবর, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তামিম সহ স্থানীয় সাধারণ জণগণ।

জাজিরায় জেলা প্রশাসনের উদ্যোগে সোনার বাংলা সমাবেশ

নিউজ২৪লাইন:

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন সম্প্রীতি কমিটির আয়োজনে দুর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক, বাল্যবিবাহ রোধে ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সোনার বাংলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা এগারোটার সময় জাজিরার ডুবিসায়বর বন্দর সংলগ্ন ডুবিসায়বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর জেলার জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, জাজিরা পৌর মেয়র মো. ইদ্রিস মাদবর ও জাজিরা থানার ওসি (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। সভাপতিত্ব করেন, বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বড়কান্দি সম্প্রীতি কমিটির সভাপতি মো. শফিউদ্দিন আহমেদ খলিফা।

এসময় বক্তারা সোনার বাংলা গড়ার লক্ষে দুর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক ও বাল্যবিবাহ বন্ধে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান।

ডামুড্যা মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সরকারি আব্দুর রাজ্জাক কলেজে জেলা প্রশাসক পারভেজ হাসান এর বিশেষ উদ্যােগে কন্যা সাহসিকা নামে আধুনিক ওয়াশ ব্লক উদ্বোধন করেন

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়:

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা সরকারি আব্দুর রাজ্জাক কলেজে আজ (২২ আগস্ট )  সমবার ১১টা ৩০মিঃ     সরকারি আব্দুর রাজ্জাক কলেজে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জেলাপ্রশাসন মোঃ পারভেজ হাসান এর বিশেষ উদ্যােগ বয়ঃসন্ধিকালীন কিশোরীদের জন্য ওয়াশব্লক ” কন্যা সাহসিকা” উদ্বোধন করেন এবং সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  ডামুড্যা উপজেলা নির্বাহী অভিসার  (ইউএনও) হাছিবা খান, ড্যামুড্যা সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ  মোঃ জহির উল্লাহ, ও সরকারি   আব্দুর রাজ্জাক কলেজের    শিক্ষক -শিক্ষিকা ও কলেজের    শিক্ষার্থীরা উপস্থিত।

এ সময় জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, বয়ঃসন্ধিকালে আমাদের কন্যা কিশোরীরা যখন স্কুলে আসে, তখন মাসের একটি বিশেষ সময় স্কুলে এসে তারা বিব্রতবোধ করে। এ সময়টাতে ওরা যাতে সুস্থ ও সুন্দরভাবে অতিবাহিত করতে পারে সেজন্য আমরা একটি ওয়াশ ব্লক নির্মাণ করেছি। এর নাম দেয়া হয়েছে ‘কন্যা সাহসিকা’।

তিসি আরো বলেন, ওয়াশ ব্লকের পাশেই একটি বিশ্রামাগার, একটি ছোট লাইব্রেরি রয়েছে। হাত-মুখ ধোয়ার ব্যবস্থা ও টয়লেটও রয়েছে। কিশোরীদের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিয়েছি।

এ সময় কয়েকজন শিক্ষার্থী বলেন, আগে স্কুলে এ ধরনের ব্যবস্থা ছিল না। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ও মনোরম পরিবেশের ওয়াশ ব্লক পেয়ে ছাত্রীরা মহা খুশি।

 

 

জার্নালিস্ট শেল্টার হোম সকল সাংবাদিকদের জন্য উম্মুক্ত: বিএমএসএফ

নিউজ২৪লাইন:

বিশেষ প্রতিনিধি:
ঢাকা,সোমবার,২২ আগষ্ট,২০২২: জার্নালিস্ট শেল্টার হোম দেশের সকল সাংবাদিকদের জন্য উম্মুক্তের ঘোষণা করা হয়েছে। দেশের যেকোন প্রান্ত থেকে আসা যেকোন সাংবাদিকরা এখানকার সুবিধা গ্রহন করতে পারবেন। সাংবাদিকদের স্বার্থে শেল্টার হোমের মত গুরুত্বপূর্ণ কর্মকান্ড বিএমএসএফের পক্ষ থেকে আগামীতেও নেয়া হবে। সারাদেশে ৮ বিভাগে ৮টি সাংবাদিক প্রশিক্ষন কেন্দ্র গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে। ইতিমধ্যে সরকারের নিকট সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার দাবি তোলা হয়েছে। আশা করছি দক্ষ সাংবাদিক গড়ে তুলতে সরকার আন্তরিক হবেন। রাজধানীর মাতুয়াইলে সোমবার ২২ আগষ্ট দুপুর ১২টায় শেল্টার হোম উদ্বোধনকালে বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর একথা বলেছেন।

দোয়া ও ফিতা কেটে উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক আব্দুল মালেক মনি। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলনা মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ,সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু, ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, সংগঠনের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, শেল্টার হোমের ইনচার্জ এখলাস উদ্দিন রিয়াদ, কেন্দ্রীয় সদস্য শাহজালাল উজ্জল, মিজানুর রহমান রাসেল, হাজী আব্দুল লতিফ ভুইয়া কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া,
শিবচর শাখার সম্পাদক বিএম হায়দার আলী,কোষাধ্যক্ষ মাসুদৃর রহমান, সামিয়া ইয়াসমিন পিয়া, আব্দুল মান্নান, তামজিদুর রহমান ভুইয়া, আব্দুর রাজ্জাক, আবু সুফিয়ান, ইয়ামিন হাসান শুভ প্রমূখ।

পেশাগত কাজে ঢাকায় আসা সাংবাদিকরা এখানে নামমাত্র খরচে (৩০০ টাকায় তিনবেলা খাবারসহ) থাকা ও খাওয়ার সুবিধা পাবেন। নির্যাতন ও মামলা-হামলার শিকার সাংবাদিকরা বিশেষ অগ্রাধিকার পাবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে।

সরকার অনুমোদিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পরিচালিত জার্নালিস্ট শেল্টার হোম রাজধানীর গুলিস্তান থেকে বাসে ১০-১৫ মিনিটের পথ মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির ১ নং লেনের ৬/২ নং ভাড়া বাড়িতে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। প্রতিদিন ৮-১০ জন থাকা এবং খাবারের ব্যবস্থা থাকছে।

নারী সাংবাদিকদের জন্য নারী সাংবাদিকের তত্বাবধানে বিশেষ পৃথক ব্যবস্থা রয়েছে। সার্বক্ষনিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত শেল্টার হোমটিতে যথেষ্ট নিরাপত্তা ব্যবন্থা রাখা হয়েছে। কম্পিউটারসহ ওয়াইফাই সুবিধাসহ থাকছে।

শেল্টার হোমের ইনচার্জ হিসেবে বিএমএসএফ কেন্দ্রের উপ-দপ্তর সম্পাদক এখলাস উদ্দিন রিয়াদের তত্ত্বাবধানে হটলাইন নাম্বারটি ০১৯৯৪৪৯৮৬২২ সার্বক্ষনিক চালু রয়েছে। শেল্টার হোমে থাকাকালীন প্রতিষ্ঠানটির নিজস্ব নিয়মনীতি,শৃঙ্খলা বজায় রাখতে হবে।

দেশের যেকোন এলাকা থেকে আসা সাংবাদিকরা যেকোন সময় ইন করতে পারবেন। এ সম্পর্কিত তথ্য জানাতে অন্তত দু’দিন আগে উল্লেখিত নাস্বারে যোগাযোগ করে নিলে সুবিধা হবে। যেকোন অভিযোগ এবং পরামর্শের জন্য বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয় দারুস সালাম আর্কেড, ৮মতলা, ১৪ পুরানাপল্টন,ঢাকা-১০০০ এই ঠিকানায় অথবা ইমেইল bmsf.bd24 @gmail.com করতে পারেন। যোগাযোগের ঠিকানা: জার্নালিস্ট শেল্টার হোম, বাড়ি # ৬/২ লেন#১ আমান সিটি,মাতুয়াইল মেডিকেলের সামনে, ঢাকা, হটলাইন : ০১৯৯৪৪৯৮৬২২। ইতিমধ্যে ঢাকার বাহিরে রংপুর এবং ভোলায় দুটি শেল্টার হোম শীঘ্রই চালু হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশের গুরুত্বপূর্ণ এলাকাতে বিএমএসএফের নিজস্ব ব্যবস্থাপনায় জার্নালিস্ট শেল্টার হোম গড়ে তুলতে পারেন।

শরীয়তপুরে ১৭ বার শ্রেষ্ট পুরস্কার পেলেন, ওসি আসাদুজ্জামান হাওলাদা

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজীব ll ভেদরগঞ্জ( শরীয়তপুর)প্রতিনিধিll
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ হাওলাদার টানা ১৭ বার শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ ওসির সম্মননা অর্জন করেছেন।সোমবার (২২ আগস্ট) বেলা ১১ টায় শরীয়তপুর পুলিশ অফিসে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর পুলিশ সুপার,এস. এম. আশরাফুজ্জামান(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। জুলাই ২০২২ মাসে ১৭ তম বারের মতো শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ায় সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান হাওলাদা কে এস.এম আশ্রাফুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। নিজ হাতে সনদপত্র ও পুরুষ্কার তুলে দেন। এর আগেও তিনি টানা ১৬ বার শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছিলেন।

একজন কর্মঠ দায়িত্বশীল অফিসারই পারেন শ্রম ও দক্ষতার মাধ্যমে একটি থানাকে পরিবর্তন করতে। তার বাস্তব প্রমাণ হচ্ছে সখিপুর থানায় যোগদানের পর পাল্টে গেছে সখিপুর থানা এলাকায় সকল কর্মকান্ড
মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, মারামারি, ছিনতাই, ইত্যাদি। যে কোন সমস্যা হলে, তাদেরকে ঢেকে থানায় বসে তাদেরকে সমাধানের চেষ্টা করে থাকে, এবং তিনি
প্রবাসী কল্যাণ ডেক্স ও চালু করেছেন। প্রবাসীরাও পাচ্ছে সর্বাদিক সহযোগিতা। তিনি বিবাহিত স্ত্রী ও দুটি পুত্র সন্তান রয়েছে।

এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ হাওলাদার গণমাধ্যম কে জানান, আমি কর্মে বিশ্বাসী। আমার দায়বদ্ধতা থেকেই এই সকল কাজ করছি। এসব কাজে স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি মহোদয় সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিক,ও সামাজিক নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করেছেন।

1 2 3 4 5 11