বিএনপির সকল ষড়যন্ত্রের জবাব আওয়ামীলীগ দিতে প্রস্তুত: উপমন্ত্রী এনামুল হক শামীম

নিউজ২৪লাইন:
আমান আহমেদ সজীব // শরীয়তপুর প্রতিনিধি ll
পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
তিনি বলেন, বিএনপি ও তাদের দোসরদের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে আওযামী লীগসহ জনগণ প্রস্তুত আছে। বিএনপি যদি আবারও ২০১৩ ও ২০১৪ সালের মতো সহিংস ও জ্বালাও-পোড়াও রাজনীতি করে তাহলে জনগণের জান-মাল রক্ষায় তাদেরকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগ রাজপথে মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। পানি সম্পদ উপমন্ত্রী আজ শুক্রবার শরীয়তপুরের সখিপুর থানার চরসেনসাস ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন
বিএনপির ঐক্য অতীতে যেমন জনগণকে বিভ্রান্ত করতে পারেনি, তেমনি ভবিষ্যতেও পারবে না।
দুঃশাসনের কথা যখন বিএনপি বলে তখন দেশের মানুষ হাসে’ উল্লেখ করে তিনি বলেন, ‘দুঃশাসন বলতে যা বুঝায় সেটা বিএনপির আমলেই বিশ্ব রেকর্ড হয়েছে। এদেশের মানুষ তা ভোলে করেই জানে। বিএনপি নেতাদের দুঃশাসনের কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। দেশের মানুষ বিএনপির সেই অপশাসন ও দুঃশাসনে আর ফিরে যেতে চায় না। জনগণ এখন বুঝে গেছে বিএনপির নেতিবাচক রাজনীতিই বিএনপি জনবিচ্ছিন্ন গণধিকৃত দলে পরিণত হয়েছে।’এনামুল হক শামীম বলেন, টানা ১৪ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও বিএনপির ওপর অত্যাচার নির্যাতন হয় নাই। আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রশ্নে কখনোই তৃণমূল নেতাকর্মীরা আপস করেন না। দেশের জনগণই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে পঞ্চমবারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ।
চরসেনসাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াদুদ বালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুল হক মাদবরের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি এম এ কাইউম,চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বালা, সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, কহিনুর সুলতানা দোলা, তকির হাওলাদার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য জহির সিকদার, যুবলীগের যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ পলাশ সরদার, থানা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার, সাধারণ সম্পাদক তুষার ইমরান সহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

নড়িয়ার চরআত্রায় হচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর

নিউজ২৪লাইন:
আমান আহমেদ সজীব // শরীয়তপুর প্রতিনিধি
১১
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নে ১০০টি ঘরের নির্মাণ কাজ চলছে। যা ড্রোন ভিউতে ইংরেজি অক্ষর ১০০ (একশত)-এর মতো লাগবে।

ভূমিহীন ও গৃহহীন পরিবারের জীবন, জীবিকা ও স্থায়ী টেকসই পরিবেশ নিশ্চিত করার জন্য প্রকল্প এলাকায় বৃহস্পতিবারে শরীয়তপুরের জেলা প্রশাসকন মোঃ পারভেজ হাসান নিজ উদ্যোগে ২০০টি নারকেল ও তালগাছ রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, চরআত্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ মুন্সী ও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মুন্সী প্রমুখ।

বৃষ্টির জন্য নামাজ ও দোয়া সাথে সাথেই বৃষ্টি

নিউজ২৪লাইন:
ইসলাম ও জীবন
চট্টগ্রামে লোহাগাড়ায়,
প্রচণ্ড খরা ও অনাবৃষ্টির কারণে জন জীবন অতিস্পষ্ট হয়ে পড়েছে
তাই আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিনের, উদ্যোগে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে নামাজ ও দোয়ার আয়োজন করেন চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার অধুনিক ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে,
ঠিক জেনো মহান আল্লাহ পাকের নিয়ামত বসিত হলো মুসল্লিদের নামাজ পড়া শেষ কেবল মোনাজাত ধরেছেন মাওলানা সাহেব সাথে সাথে অজুরে বৃষ্টি পড়া শুরুহয়ে গেছে,বৃস্টির ভিতরেই মুসল্লিরা মোনাজাত আদায় করলেন।

বিদ্যালয়ে প্রেমিকের পরিবারের অপমানের জ্বালা সহ্য না করতে পেরে প্রেমিকা কিশোরীর আত্মহত্যা

নিউজ২৪লাইন:

মঞ্জুরুল ইসলাম রনি, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সুবচনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্রী সুরুভী আক্তার (১৭) তাঁর বিদ্যালয়ের সহপাঠী শিক্ষার্থীদের সামনে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র, প্রেমিক আল-আমিন এর মা ও বড় ভাইয়ের অপমান হওয়ার লজ্জা সহ্য করতে না পেরে, প্রেমিকা সুরুভী আক্তার (১৭) আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে রুদ্রকর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুরুভী ওই গ্রামের জাহাঙ্গীর ওঝার মেয়ে।

স্থানীয় সূত্রে ও সুরভীর মা ডলি বেগম জানান,
সুবচনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্রী সুরুভী আক্তারের সাথে সোনামুখী গ্রামের মৃত মজিদ তালুকদারের ছেলে ও একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র আল-আমিনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। তবে সুরভীর পরিবার এ বিষয়টি জানতো না। সম্প্রতি এ বিষয়টি আল-আমিনের পরিবার জানলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। অন্যদিকে, বৃহম্পতিবার সকালে আল-আমিনের মা পারভিন বেগম ও বড়ভাই সেনাবাহিনীর সদস্য পারভেজ তালুকদার স্কুলে গিয়ে সুরভীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জুতাপেটা করে৷ পরে অসুস্থতার কথা বলে ছুটি চাইলে সুরভীকে স্কুলের দপ্তরী বাড়ি পৌছে দেয়। এরপর সুরভী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে৷ এদিকে আল-আমিনের বাড়ির সবাই পলাতক রয়েছে। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে।

এব্যাপারে সুরভীর মা ডলি বেগম বলেন, আল-আমিনের মা পারভীন আমার মেয়েকে জুতা পিটাইছে। ওর বড় ভাই পারভেজ তালুকদার অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমার মেয়ে যদি অপরাধ করে থাকে, তাহলে আমি ওর মা আমাকে জানাতে পারতো আমাকে কিছু না জানায়নি সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আমার মেয়েকে দপ্তরী কে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে।আমার মেয়ে এ অপমানের জ্বালা সহ্য করতে না পেরে মনের কষ্টে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।

এব্যাপারে সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে আমি জানিনা। তবে ওই ছাত্রী শরীর অসুস্থ বলে আমি দপ্তরী দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। মৃত্যুর ঘটনা দুঃখজনক।

এ ব্যাপারে পালং থানার ওসি আক্তার হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনার অভিযুক্ত দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান চলছে।