সুরক্ষা আইন না থাকায় অহরহ সাংবাদিক নির্যাতন থামছেইনা: ডেমরায় সাংবাদিক সমাবেশে নেতৃবৃন্দ

নিউজ২৪লাইন:

ঢাকা,সোমবার, ১২ সেপ্টেম্বর,২০২২: দেশে অহরহ সাংবাদিক নির্যাতন ঘটনা যেন থামছেইনা। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণসহ ১৪ দফা দাবি বাস্তবায়ন করতে জোড়ালো আহবান জানান।
সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজধানীর ওয়ারী জোনের আওতাধীন ডেমরা স্টাফ কোয়ার্টার মাঠে আয়োজিত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেছেন।

অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সেলিম নিজামির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ। তিনি সাংবাদিকদের স্বার্থরক্ষায় বিএমএসএফের পাশে থাকার কথা বলেছেন।

বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান, ঢাকা সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, চিত্রনায়ক যুবরাজ খান, বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, নির্বাহী সদস্য আমির হোসেন, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল, স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, শরিফুল ইসলাম বিপ্লব।
অন্যান্যের মধ্যে সাংবাদিক রেজাউল করিম, ঢাকা জেলার নেতা সুমন খান, মুন্সি আল ইমরান, মনির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

সভায় নেতৃবৃন্দ সারাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা,নির্যাতন, জেল জরিমানার নীল নকশার কালো আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকার এবং গণমাধ্যম মালিকদেরকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।
সমাবেশে ওযারী জোনের ৫টি থানার কমিটি ঘোষণার মধ্য দিয়ে সাংবাদিকদের মাঝে একটি বৃহৎ ঐক্যের সূচণা করা হয়।
সমাবেশ শেষে বিভিন্ন শিল্পীর অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভেদরগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজীব // শরীয়তপুর প্রতিনিধি ll
স্কুল পড়ুয়া দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পড়ুয়া দশম শ্রেণির ছাত্র বাপ্পি সরদার (১৫) নামে এক কিশোর কে গ্রেফতার করেছে পুলিশ।

১০ সেপ্টেম্বর শনিবার ২০২২ সকাল সাড়ে ৯ টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সত্যপুর গ্রামে সরদার বাড়িতে ছোট একটি টিনের ঘর থেকে ছেলে ও মেয়েকে গ্রেফতার করা হয়।

প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ের প্রলোভন দেখিয়ে ভেদরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড এলাকার ঐ স্কুল ছাত্রীকে ধর্ষণ করে সত্যপুরের সরদার বাড়ির স্বপন সরদারের ছেলে বাপ্পি সরদার।

গতিবিধি সন্দেহ জনক মনে হলে এবং বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশ খবর দিলে ভেদরগঞ্জ থানার এস আই রাজিব ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসায় পড়ুয়া বাপ্পীকে এবং ঐ স্কুল ছাত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ঐ ছাত্রী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। ভেদরগঞ্জ থানা মামলা নং-০৪ তারিখ ১০-০৯-২০২২ ইং।

স্থানীয় প্রবীন মুরব্বি হাজী মীর বকশ সরদার বলেন, বাপ্পি ঐ মেয়েকে নিয়ে মাঝে মধ্যেই এই বাড়িতে আসে এবং ২ থেকে ৩ ঘন্টা সময় কাটায়। অন্য দিনের ন্যায় ঘটনার দিনও বাপ্পি ঐ মেয়েকে নিয়ে সকাল সাড়ে ৯ টার দিকে এসে এই বাড়ির ছোট একটি টিনের ঘরে মেয়েকে নিয়ে দরজাবন্ধ করে দিলে আশেপাশের মহিলারা আমাকে ও স্থানীয় জনপ্রতিনিধি রুবেল মীরকে জানায় এবং এই ঘটনা শুনে আশে পাশের লোকজন জড়ো হয়। থানায় ফোন দিয়ে পুলিশ কে জানায় পরে পুলিশ এসে আপত্তিকর অবস্থায় পায় এবং তাদের দু’জনকেই আটক থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহালুল খান বাহার বলেন, মাদ্রাসা পড়ুয়া ছাত্র স্কুল পড়ুয়া ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে পরে ঐ স্কুল ছাত্রী বাদী হয়ে থানায় একটি ধর্ষন মামলা করেন। ভেদরগঞ্জ থানা মামলা নং-০৪ তারিখ ১০-০৯-২০২২ ইং। নারী শিশু নির্যাতন দমন ২০০৩ সংশোধনী আইনের ৯/১ ধারা মোতবেক ধর্ষক বাপ্পীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। ঐ মেয়েকে মেডিকেল টেস্টের জন্য শরীয়তপুর পাঠানো হয়েছে।

ক্যানসারে মাকে হারিয়ে ৪ ভাইবোনের দায়িত্ব ১১ বছরের সজলের কাধে

ববাগেরহাট প্রতিনিধি:
নিউজ২৪লাইন:
বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ
বাগেরহাটের চিতলমারী উপজেলার ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দেড় মাস আগে মারা গেছেন ৩০ বছরের ঝর্না বিশ্বাস এরপর ঝর্না বিশ্বাস এর মৃত্যুতে চরম অসহায় হয়ে পড়েছেন রেখে যাওয়া শিশুসন্তান স্বামী সুদাষ ব্রক্ষ্মা বলেন স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে অনেকটা নিঃস্ব হয়ে গেছেন সুদাস।

সরেজমিনে গিয়ে জানা যায় সন্তানদের খাবার জোটানোর চিন্তায় অনেকটাই বেসামাল সুদাস

ঝরনা ৩০সদর ইউনিয়নের রুইয়ারকুল গ্রামের দিনমজুর সুদাস ব্রহ্মাের ৩৬ স্ত্রী।

শিশুদের বাবার সুদাস
জানান এক বছর আগে ক্যান্সার এ আক্রান্ত হন স্ত্রী ঝর্না,দিনমজুর সুদাসের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তাই তেমন ভালো একটা চিকিৎসা ও করাতে পারেনাই স্ত্রী ঝরনা কে,তাই দেড়মাস আগে অনেকটা বিনা চিকিৎসা মারা যায় ঝরনা।

মূলত এরপরেই দুর্বিষহ জীবন শুরু হয় সুদাস ও তার চার সন্তানের।

সুদাস আরও জানান, তেমন কোন সয় সম্পত্তি ও নেই দিনমজুরি করে সংসার চালাতে হয়।

স্ত্রী মারা যাওয়ার পরে চার সন্তানকে নিয়ে খুব অসহায় অবস্থায় আছি। না পারছি কাজে যেতে, না পারছি বাচ্চাদের খাবার দিতে। দুই ছেলে-মেয়ে স্কুলে যেত, তাও বন্ধ হয়ে গেছে।

পঞ্চম শ্রেণি পড়ুয়া সজল জানান, মা যখন বেঁচে থাকা অবস্থায় স্কুলে যেতাম। মা মারা যাওয়ার পর থেকে আর স্কুলে যেতে পারি না। আমি নিজেই রান্না করি। তবে অনেক সময় না খেয়ে থাকতে হয়।

স্থানীয় মনিমোহন ব্রক্ষ্মা জানান, সুদাষের আয়ের বিকল্প কোনো পথও নেই। এই অবস্থায় ওদের সরকারি-বেসরকারি সহযোগিতার খুব দরকার। এ ছাড়া শিশুদের ভবিষ্যত নিয়েও সরকারি সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা রুমি সরকার জানান, ঝরনা মারা যাওয়ার পর থেকেই শিশু সুমি ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে। আর তিন বছরের নয়নও তার মায়ের জন্য কান্নাকাটি করছে সবসময়। দিনমজুর বাবা কাজ না করলে তাদের চুলা জ্বলে না।
এ বিষয়ে চিতলমারীস উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা বলেন এ ঘটনার সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার টি কে খাদ্য সহয়তা দেওয়া হয়েছে।
একই সঙ্গে শিশুদের জন্য দুধ কিনে দেওয়া হয়েছে। তবে তাদের একটি ভিজিডি কার্ড করে দেওয়া হবে।