মানবতায় এগিয়ে আসুন ,মানুষ মানুষের জন্য

ডামুড্যা প্রতিনিধি :
নিউজ২৪লাইন:

একটি মানবিক আবেদন গত মঙ্গলবার নরপিশাচ
মৃত রহমান ফকিরের ছেলে উজ্জল ফকির ধারালো বঠি দিয়ে এলো পাতাড়ি কোপ দেন মারাক্তক ভাবে গুরুতর আহত হন ডামুড্যা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জামাল আকন, এখন তিনি ঢাকা মেডিকেল চিকিৎসারত, জামালের পরিবারের রয়েছেন ( মা-২ মেয়ে) ( এক ছেলে ও স্ত্রী ) জামাল প্রতিদিন রিক্সা চালিয়ে যা ইনকাম করতেন তা দিয়ে চলছিল ওর সংসার, কিন্তু দৈনিক রোজগার করা সংসারের জামাল যখন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি অর্থের অভাবে ঠিকমতো চলছে না ওর চিকিৎসা, এদিকে বাড়িতে মা সন্তান সহ সকলেই পড়েছেন বিপদে চলছে না ঠিকমতো রান্না যেমন জিবন গেছে থেমে এমতাবস্থায়তায় তাদের দারিদ্র্য পরিবারের পক্ষে ব্যয় বহন করা কষ্ট সাধ্য তাই সমাজের বিত্তবান ও দান করা মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের কাছে অনুরোধ আমরা সকলেই এ অসহায় পরিবারটির পাশে দাঁড়াই।
আপনার একটু অর্থিক সহযোগীতার কারনে সুস্থ হয়ে যাবে একজন মূহুর্ষ্য রুগী বেচেঁ যাবে একটি পরিবার ।
জামালের বিকাশ নাম্বার 01771146448 ।
সাহায্যর হাত যারা বাড়িয়ে দিচ্ছেন তার আগে দয়াকরে এক মিনিট কথা বলে নিবেন ।

এবার সুপারহিট জুটি কাঞ্চন রোজিনা কে দেখা যাবে মর্ডান বোষ্টমি রুপে

বিনোদন ডেস্ক
নিউজ২৪লাইন:

৯০দশকে সিনেমার পর্দায় জুটি হিসেবে সাফল্য পেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। স্বর্ণালি অতীতে তারা একসঙ্গে ডজন খানেক সিনেমায় কাজ করেছিলেন। এরমধ্যে কয়েকটি হলো রাধা কৃঞ্চ,নবাব,কৈফত,ফুল কুমারী,মুদাহিদ, ‘বংশধর’, ‘নসীব’, মুজাহিদ,‘রতন মালা’ রেশমী চুড়ি,‘নিকাহ’ ইত্যাদি। মাঝের সময়টাতে দুজনের পথটা বেঁকে গেছে অনেকটাই। ইলিয়াস কাঞ্চন পর্দা ছেড়ে নেমেছেন নিরাপদ সড়ক আন্দোলনে, সঙ্গে করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিত্ব। বিপরীতে রোজিনা বেছে নিয়েছেন নির্মাণ। পেয়েছেন সরকারি অনুদান।
দীর্ঘদিন পর ফের এক হলেন তারা। ফিরছেন পর্দায়, বাঁধলেন জুটি। সিনেমার নাম ‘ফিরে দেখা’। এটি পরিচালনা করেছেন রোজিনা নিজেই। এর মাধ্যমে রুপালি পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে নন্দিত এই নায়িকার।
এই সিনেমায় একটি বিশেষ গান থাকছে। যেখানে ব্যতিক্রম অভিনয় করেছেন কাঞ্চন-রোজিনা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন নির্মাতা-অভিনেত্রী নিজেই। যে ছবি দেখে চমকেছেন দর্শক-সমালোচক হয়ে এই প্রজন্মের তারকারাও।
ছবিটির ক্যাপশনে রোজিনা বলেছেন, ‘ফিরে দেখা ছবিতে কাঞ্চন আর আমার একটি গান আছে। বৈরাগী আর বোষ্টমি রূপে আমাদের দেখা যাবে। কয়দিন আগে আমি আর কাঞ্চন ফটোশুট করেছি মডার্ন বোষ্টমি আর বৈরাগীর সাজে। নিজ জেলা ফরিদপুর রাজবাড়ীর গাও গ্রামের দৃশ্য নিয়ে দেখা যাবে ।
গত বছরই সম্পন্ন হয়েছে ‘ফিরে দেখা’র কাজ। সম্পাদনা শেষে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়ে গেছে। এখন অপেক্ষা মুক্তির। রোজিনা জানালেন, শিগগিরই একটি ভালো দিন দেখে নিজের নির্মিত প্রথম সিনেমা দর্শকের সামনে হাজির করবেন।
এই সিনেমায় নায়ক-নায়িকার ভূমিকায় আছেন নিরব ও স্পর্শিয়া। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। এর শুটিং হয়েছে রাজবাড়ী জেলার পদ্মা তীরবর্তী এলাকায়।

ভেদরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে চারা রোপন করলেন ইউএনও আব্দুল্লা আল মামুন

নিউজ২৪লাইন:

মোঃ আমান আহমেদ সজিব ।
ভেদরগঞ্জ শরীয়তপুর প্রতিনিধিll
শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত সখিপুর ডিএমখালি আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবারের মাঝে লেবু ও পেয়ারা চারা বিতরন করা হয়।

বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) বিকালে ঐ আশ্রয়ণ ৩০ পরিবারের মাঝে ১ টি করে লেবু ও ১ টি করে পেয়ারা চারা বিতরন ও রোপন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এসময় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন,ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের ক্যালসিয়াম সঞ্চয়ে প্রধান ভূমিকা পালন করে, হজম শক্তি বাড়ায় তাই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ডিএমখালি আশ্রয়ণ প্রকল্পের ৩০টি পরিবারের মাঝে আমরা ১টি করে লেবু ও পেয়ারা চারা বিতরণ ও রোপণ করি।

ভিটামিন সি এর ঘাটতি পূরণকল্পে পর্যায়ক্রমে সকল আশ্রয়ণ প্রকল্পে লেবু ও পেয়ারা গাছ রোপণ করা হবে।

ডামুড্যা শিশু লামিয়া হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল

নিউজ২৪লাইন:
ডামুড্যা থেকে:

২০সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বাদ মাগরিব উত্তর ডামুড্যা বকুল তলা একটি পুকুর থেকে লাশটা উদ্ধার হয়, উজ্জ্বল ফকির নামের এক বখাটে লামিয়া নামের ৬ বছরের এক শিশুকে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে খাঁন বাড়ির পার্শ্বে নির্জন এক বাগানে নিয়ে মেয়েটিকে হত্যা করে।হত্যার খবর পেয়ে ডামুড্যা থানা থেকে পুলিশ এসে তার বাড়ি থেকে আসামী কে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বাচ্চাটির লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর লাশ আজ তার পিতা মাতার নিকট ফেরত দেওয়া হয়। গতকাল বাদ আসর শিশুটির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ দাফন করা হয়। এলাকার জনগন হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি কামনা করেন। শিশুটির পিতার নাম মোঃ হাবিবুর রহমান বেপারী । তার চা ও পানের দোকান ডামুড্যা মুসলিম হাইস্কুল রোডের ঠিক পূর্ব পার্শ্বে বাজারে অবস্থিত।

আশ্রয়ণ প্রকল্প পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করলো ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র

নিউজ২৪লাইন:

মঞ্জুরুল ইসলাম রনি, শরীয়তপুর:

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলার নরবালাখানা আশ্রয়ণ প্রকল্পের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২ মণ ৮০ কেজি রুই,কাতলা,মৃগেল, পোনা মাছ অবমুক্ত করণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার পালং ইউনিয়নের নরবালাখানা একটি পুকুরে এ পোনা মাছ অবমুক্তে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা পলাশ হালদারসহ উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমরা ভাতে মাছে বাঙ্গালী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে মাছের উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ পদক্ষেপে দেশে মাছ উৎপাদনে ব্যাপক সফলতা আসবে। দেশে মাছের চাহিদা মেটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। শরীয়তপুর সদর উপজেলার আওতায় থাকা প্রতিটি জলাশয়ে শতভাগ মাছের উৎপাদন বাড়াতে হবে।

হুমকির মুখে পদ্মা সেতু, বিলীন হওয়ার আশংকা কয়েকটি গ্রাম,মানব বন্ধন

নিউজ২৪লাইন:

মঞ্জুরুল ইসলাম রনি, শরীয়তপুর :

সরকারী নিয়মনীতির কোন তোয়াক্কা না করেই শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে শত শত অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ও প্রভাবশালীদের সমন্বয়ে গড়ে উঠা একটি চক্র। পদ্মা সেতুর কাছ থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের ফলে এক দিকে মারাত্নক ঝুকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু। অন্য দিকে বিলীন হওয়ার আশংকায় রয়েছে ৪টি গ্রাম শত শত একর ফসলি জমি, স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ প্রায় এক হাজার পরিবার।

এদিকে অবৈধ ড্রেজার বন্ধ ও নদী শাসনের দাবীতে মানব বন্ধন করেছে এলকাবাসী।

তবে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, পদ্মা সেতুর পিলারের সুরক্ষায় কিছিু ড্রেজারের অনুমতি থাকলেও অনেক অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে। আমরা কয়েক দিনে আগে ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি। জাজিরা সীমান্তে অবৈধ ড্রেজার চললে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো। পাইন পাড়া এলাকার আব্দুল লতিফ বেপারী, আব্দুল মালেক মাতাবর, হাকিম মজুমদার ও স্থানীয় সুত্রে জানা যায়, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা এলাকার দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর পি আর ৩৩ থেকে পি আর ২২,২৩ পর্যন্ত বিস্ত্মীর্ন এলাকা জুড়ে চলছে শত শত অবৈধ ড্রেজার। এ যেন বালু উত্তোলনের মহা উৎসব চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। যেখানে শত শত ড্রেজার (খনন যন্ত্র) দিয়ে কাটা হচ্ছে দিন রাত করে অপরিকল্পিত ভাবে কোটি কোটি ঘন ফুট বালু। যার ফলে মারাত্নক ঝুকির মধ্যে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু। অপর দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের পাইন পাড়া, আহাম্মদ মাঝির কান্দি, আলিম উদ্দিন বেপারী কান্দি, আলম খার কান্দি গ্রামের ৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭/৮টি মসজিদ ২টি মাদ্রাসা ১টি কমিউনিটি ক্লিনিক ও একটি গুচ্ছ গ্রাম সহ প্রায় ১ হাজার পরিবার মারাত্নক ভাংগনের ঝুকিতে রয়েছে। অবৈধ ভাবে পদ্মা সেতুকে ঝুকির মধ্যে ফেলে বালু কেটে নিচ্ছে মুন্সিগঞ্জ জেলার সেলিম দেওয়ান, মতি মাদবর, ও জহের ফকির সহ একাধিক ড্রেজার ব্যবসায়ীরা।

শরীয়তপুরের জাজিরা এলকার ড্রেজার ব্যবসায়ী তুহিন ফরাজী, চুন্নু মাদবর, বাচ্চু মাদবর ওরফে কালা বাচ্চু, দবির মোল্লা, সুলতান মোল্লাসহ ১০ /১৫ জন ড্রেজার বাবসায়ী চক্র। প্রতিদিন প্রতিটি ড্রেজার দিয়ে কাটা হচ্ছে ১লাখ থেকে ২ লাখ ঘন ফুট বালু। শাতাধিক ড্রেজার দিয়ে কেটে নেওয়া হচ্ছে কোটি কোটি ঘন ফুট বালু। এ সকল বালু বিক্রি করা হচ্ছে ঢাকা, নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায়। এদিকে সম্প্রতি জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ২১ জন ডেজার শ্রমিক কে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। তারপর ও থামানো যাচ্ছে না এ সকল অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী শাসনের দাবীতে মানব বন্ধন করেছে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা এলাকার পাইন পাড়া গ্রামের মাঝির হাট এলাকার নদীর পাড়ে থাকা মানুষ। গতকাল মঙ্গলবার বিকালে এ মানব বন্ধন করেছে এলাকাবাসী। উক্ত মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আব্দর রাজ্জাক মাঝি, আব্দুল লতিফ বেপারী, মালেক মাতবর, আব্দুল হাকিম মজুমদার, মোঃ আলী মৃধা, আবুল কালাম মাঝি, মতিউর রহমান টেপা, আনোয়ার হোসেন মাঝি, ফজলুল হকসহ আরো অনেকে। গত মঙ্গলবার দুপুরে সরে জমিন গিয়ে দেখা যায়, পদ্মা সেতু সংলগ্ন এলাকায় শত শত ড্রেজার (খনন যন্ত্র ) দিয়ে অপরিকল্পিত ভাবে বালু কেটে দেওয়া হচ্ছে। সাংবাদিকদের দেখে দ্রুত সটকে পড়ে এ সকল অবৈধ ড্রেজার ও ভলগেট নিয়ে। আব্দুর রাজ্জাক মাঝি, মনির হোসেন খান, মালেক মাতবর বলেন, আমরা আমাদের বাপ দাদার ভিটে মাটি পদ্মা সেতুর জন্য দিয়েছি। আজকে পদ্মা সেতু হয়েছে আমরা অনেক খুশি আমরা আনন্দিত। এখন অপরিকল্পিত ভাবে আমাদের পদ্মা সেতুর নিচ থেকে বালু কেটে নিচ্ছে। তাতে আমরা মারাত্নক ঝুকির মধ্যে আছি আমাদের এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাবে। আমাদের জাজিরা এলাকার তুহিন ফরাজী, বাচ্চু মাদবর ওরফে কালা বাচ্চু, দবির মোল্লা, সুলতান মোল্লাসহ ১০/১৫ জন ড্রেজার বাবসায়ী চক্র ও মুন্সিগঞ্জের কিছু অসাধু ড্রেজার ব্যাবসায়ী এখান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে নিচ্ছে। আমাদের রক্ষার জন্য আমরা প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করার জন্য মানব বন্ধন করেছি।

জাজিরা এলাকার ড্রেজার ব্যবসায়ী বাচ্চু মাদবর বলেন, আমরা সেতু বিভাগের অনুমতি নিয়েই বালু উত্তোলন করছি।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, পদ্মা সেতুর পিলারের সুরক্ষায় কিছু ড্রেজারের অনুমতি থাকলেও অনেক অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে। আমরা গত কয়েক দিনে ২১ জন কে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি। জাজিরা সীমান্তে অবৈধ ড্রেজার চললে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

সালথায় গলায় রশি পেঁচিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে জেবা বেগম (২১) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জেবা বেগম কাঠাঁলবাড়িয়া এলাকার খসরু মোল্লার মেয়ে এবং একই গ্রামের কামরুজ্জামান মন্ডলের স্ত্রী । মৃত জেবা বেগমের কারিমা নামে ৯মাস বয়সের ১টি মেয়ে সন্তান রয়েছে।

মৃত জেবার পরিবার সূত্রে জানা গেছে, জেবা ঘরের আড়ার সাথে পাটের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। জেবার স্বামী কামরুজ্জামান মন্ডল একজন দুবাই প্রবাসী। জেবা তার স্বামীর বা পরিবারের লোকের সাথে কোন বিষয় নিয়ে সমস্যা হয়েছিলো এই কারণেই জেবা আত্মহত্যা করেছে বলে পরিবারের লোক দাবি করছেন।

এ বিষয়ে সালথা থানার উপপরিদর্শক (এস আই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে প্রকৃত মৃত্যুর কারণ।

1 2 3 4 7