ডামুড্যায় অনুষ্ঠিত হলো আমরা রমণী’র প্রীতিসম্মেলন

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

আজ রবিবার বেলা ১১টায় আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের বাসভবনে আমরা রমণীর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সংগঠনের প্রকল্প সদস্যদের নিয়ে এক প্রীতিসম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যনিবার্হী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য সুমালা সুবহাত চৌধুরী, সাদেকা হাসান সেঁজুতি, এস. আজরা করিম, সারাহ কামাল এবং মাশরুফা হোসেন। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের উপস্থিতির পাশাপাশি অন্যান্য অতিথি হিসেবে ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভেদরগঞ্জ উপজেলার মহিলা আওয়ামীলীগের সভাপতি চিনু মান্নান এবং ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান।

অনুষ্ঠানের ২টি পর্বের প্রথম পর্বে আমরা রমণীর চেয়ারপার্সন মালিয়া হোসেনের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব নাহিম রাজ্জাকের পাশাপাশি এক এক করে আমরা রমণী’র কার্যনিবার্হী কমিটির সদস্যরাও বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে ‘সুতোর খেলা’ প্রকল্পের আওতায় ‘ব্লক-বাটিক প্রশিক্ষণ’ উদ্বোধন ছাড়াও ‘Door to Door Mobile Entrepreneurs’ প্রকল্পের সদস্যদের মধ্যে তিনজনকে বেস্ট পার্ফমেন্স এওয়ার্ড এবং ‘সেলাই প্রশিক্ষণ’ এর প্রথম ব্যাচের অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রীতিসম্মেলন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা।

শরীয়তপুরের গোসাইরহাটে ব্রিজে লঞ্চের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের আহত ২

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে ব্রিজের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা স্বনদ্বীপ প্লাস লঞ্চের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে লঞ্চের ছাদে থাকা পানির ট্যাংক পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাইক্ষ্যা ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল। এ সময় আহত হন হিরা, সাগর রাব্বি নামে দুজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ রাতে ঢাকা থেকে ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটে পৌঁছে সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে যাত্রীদের উপর পড়ে। ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং দুজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। এর মধ্যে একজনকে ঢাকা পাঠানো হয়েছে।

স্থানীয় হাকিম আলী মিয়া বলেন, ভোরে আমি নামাজ পড়তে উঠি। হঠাৎ করে জোরে ব্রিজের সঙ্গে কিছু একটা ধাক্কা লাগার শব্দ পাই। দৌড়ে গিয়ে দেখি, ব্রিজের সঙ্গে লঞ্চের ধাক্কা লেগেছে। পরে লঞ্চ পাড়ে ভিড়লে উপরে ওঠে দেখি, পানির ট্যাংক নিচে পড়ে গেছে।

গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে পড়ে রয়েছে। আমরা টাংকের নিচে চাপা পড়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে তিনজন মারা গেছে। একজনকে ঢাকা পাঠানো হয়েছে।