সখিপুরে ০৮ কেজি গাজাসহ একজন আটক

নিউজ২৪লাইন:
আমান আহমেদ সজিব। শরীয়তপুর প্রতিনিধিll

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ০৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। রবিবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টা ৩০ মিনিট এর দিকে চরসেনসাস ইউনিয়নের পূর্ব বালা কান্দি খেওয়া ঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লা জেলার তিতাস উপজেলা ও থানার মানিক কান্দি ইউনিয়নের রঘুনাথপুর (মোল্লা বাড়ি জ্বলার পাড়) পিতা. মৃত, হোসেন মোল্লার ছেলে মোঃ হরযত আলী মোল্লা (৪০) এবং সখিপুর থানার মামলা নং ১৬ মাদকদ্রব্য গাজা ক্রয়- বিক্রয় আইন ২০১৮. ৩৬(১)সারণিয় ১৯(খ)৪১

সখিপুর পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০৮ কেজি গাজাসহ একজনকে আটক করা হয়। এবং ০৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ হাওলাদার বলেন, আটককৃত. হলেন হরযত আলী মোল্লা দীর্ঘ দিন ধরে মাদকব্যবসা করে আসছিলো। তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে।এবং সখিপুর থানার মামলা নং ১৬ এবং ৩৬(১)সারণিয় ১৯(খ)৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ পস্তুুত করে আদালতে সোপার্দ করা হয়েছে। তবে আমাদের এধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

বিএমএসএফ প্রতিষ্ঠাতার কণ্যা জেরিন এসএসসিতে গোল্ডেন জিপিএ লাভ

মোঃ রিয়াজ হোসেন ঢাকা :
নিউজ২৪লাইন:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের-বিএমএসএফ প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের কন্যা সুস্মিতা আহমেদ জেরিন তিন বিষয়ে একশ করে নম্বর পেয়ে এসএসসি বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে। বিষয়গুলোর মধ্যে অংকে ১০০, উচ্চতর গণিতে ১০০ ও ফিজিক্সে ১০০ নম্বর সহ কেমিস্ট্রি ৯৭, বায়োলজিতে ৯২, ইংলিশ দুটিতে ১৯২ ও বাংলা দুটিতে ১৮২ নম্বর পেয়েছে।জেরিন ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী।

কম্পিউটার বিজ্ঞানে পড়ালেখা করতে আগ্রহী। পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা এবং বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বিএমএসএফের নির্বাহী কমিটি স্থগিত করেছে ট্রাস্টি বোর্ড

নিউজ টোয়েন্টি ফোর লাইন :
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, রোববার ,২৭ নভেম্বর, ২০২২: অসাংগঠনিক কার্যকলাপের অভিযোগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (নিবন্ধন নং ০৬/২০২২) কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্থগিত করেছে ট্রাস্টি বোর্ড । ট্রাস্টি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ তথ্য নিশ্চিত করেন।

সভায় নির্বাহী কমিটির সাংগঠনিক কর্মকান্ডের গতিহীনতা, বিশৃঙ্খলা, ট্রাস্টের বিরুদ্ধে বিদ্রোহ, গ্রুপিং, ক্ষমতার অপব্যবহার সহ নানা অসাংগঠনিক কর্মকান্ডের কারণে ট্রাস্টি বোর্ড ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া সংগঠনের কতিপয় সদস্যের উস্কানিতে সংগঠনের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ট্রাস্টি বোর্ডের গঠনতন্ত্রের ৩, ৯ ও ১০ অনুচ্ছেদ বলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নীতি নির্ধারণী কমিটি ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ২৫ নভেম্বর থেকে নির্বাহী কমিটির সকল কার্যক্রম অবৈধ ঘোষণা করে কমিটি স্থগিত ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্তের সাথে সংগঠনের ট্রাস্টি বোর্ড ছাড়াও কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা পরিষদ, স্থায়ী পরিষদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে একমত পোষণ করেন।

বৈঠকে সংগঠনের মাঝে সৃষ্ট জটিলতা নিরসনে একটি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে বিগত নয় মাসের সাংগঠনিক তথ্য হিসাবাবাদি ট্রাস্টি বোর্ডের নিকট জমা প্রদানের নির্দেশ দেয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর কে জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী করে ২১ সদস্যবিশিষ্ট পরিষদ গঠন করা হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে জাতীয় পরিষদ সারাদেশের সংগঠন ও সদস্য সময়ের সাথে সমন্বয় রাখবেন।

একই সাথে আগামী পহেলা ডিসেম্বর সারাদেশের সাংবাদিকদের সমন্বয় অনুষ্ঠিতব্য ষষ্ঠবিজয় শোভাযাত্রা সফল করতে সকল নিকট আহ্বান জানানো হয়।

এদিকে বিজয় শোভাযাত্রা সফল এবং অংশগ্রহণের উপর ভিত্তি করে আগামী জানুয়ারিতে নতুন কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভের পর সারা দেশের পেশাদার সাংবাদিকদের রুটি রুজি,মর্যাদা, দাবি ও অধিকার রক্ষায় ১৪ দফার আন্দোলনে কাজ করে যাচ্ছে। সংগঠনটি সরকারের আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের আওতায় ট্রাস্টি আইনে নিবন্ধিত এবং কপিরাইট আইনে সনদপ্রাপ্ত সাংবাদিকদের একটি জাতীয় সংগঠন।

এডভোকেট মুরাদ মুন্সি সভাপতি ও মিজানুর রহমান মোল্লাকে সাধারণ সম্পাদক করে নিসচা এর শরীয়তপুর জেলা কমিটি গঠন

নিউজ২৪লাইন:

বিশেষ প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবীতে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) শরীয়তপুর জেলা শাখার ২০২২-২৪ এর কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে। ২৪শে নভেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার রাতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব কর্তৃক স্বাক্ষরিত ও সীলযুক্ত ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার কেন্দ্রীয় কমিটির অফিসে শরীয়তপুর জেলা শাখা কমিটির সভাপতির নিকট তুলে দেন।

নিরাপদ সড়ক চাই নিসচা শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটিতে সাবেক সভাপতি এডভোকেট মুরাদ মুন্সিকে পুনরায় সভাপতি এবং মিজানুর রহমান মোল্লা’কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি হাসান মাসউদ খান, ফারুক আহমেদ মোল্লা, রিপন সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক রুপক চক্রবর্তী, আবদুল মোতালেব সুমন, নিলয় ভট্টাচার্য, অর্থ সম্পাদক আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রাসেল, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান,
দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক (সজল), প্রচার সম্পাদক শাহিন আলম, প্রকাশনা সম্পাদক এডভোকেট মোঃ জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এস এম সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান রাজিব, সমাজ কল্যান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইমন,
মহিলা বিষয়ক সম্পাদক পান্না খান, যুব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান তাইন, এছাড়াও সদস্যরা হলেন এডভোকেট মেহেদী মান্নান হামিদী, এডভোকেট বজলুর রহমান, সমীর চন্দ্র শীল, সোহাগ খান সুজন, রফিকুল ইসলাম রতন, আমি হাওলাদার, জাহিদ হাসান রনি, আমির হোসেন, ফিরোজ মুন্সী, আশরাফুল রাসেল, মো: জিল্লুর রহমান খান, মোঃ শামীম আহমেদ, রুহুল আমিন, তানভীর আহমেদ সাগর, আসাদ মল্লিক, রবিন রায়, মো: নুরুদ্দিন জামান, সাগর হোসেন, কাওছার হোসেন, এস এম রাজন শিকদারসহ সদস্যদের নিয়ে মোট ৩৯ সদস্য এছাড়াও ৯ জন উপদেষ্টা ও ১১ জন পৃষ্ঠপোষক বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শরীয়তপুর সর্বস্তরের সামাজিক সংগঠন ও সুধীজনরা এই কমিটিকে সাধুবাদ জানিয়েছে।

মাদারীপুরর নিখোঁজের দুইদিন পর নদীর পাড়ে গৃহবধুর লাশ

নিউজ২৪লাইন:

মীর ইমরান মাদারীপুর নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুর নিখোঁজের দুইদিন পর নদীর পাড়ে মৌসুমী আক্তার (২৪) নাম এক গৃহবধুর মরদেহ উদ্ধার করে মাদারীপুর থানার পুলিশ।

শুক্রবার রাতে সদর উপজেলার উত্তর দুধখালী এলাকার নদীর পাড়ে মৌসুমী আক্তারের লাশ দেখতে পায় স্থানীয়রা পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্বজনদের দাবী, ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে মৌসুমীকে।
নিহত মৌসুমী আক্তার সদর উপজলার দুধখালী ইউনিয়নর উত্তর দুধখালী গ্রামর মানিক হাওলারর মেয়ে ও একই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াস মীরের স্ত্রী।

তিনি কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার ৫ ও ৪ বছর বয়সী ২ টি শিশু সন্তান রয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, বুধবার বিকেলে বাবার বাড়ি উত্তর দুধখালী থেকে একই গ্রামের দাদির বাড়ির উদ্দশ্য বের হয় মৌসুমী। দাদির সাথে দেখা করে আর বাড়িতে ফিরে আসনি । পড়ে তার কোন খোঁজ না পেয়ে চারদিকে খোজখুজি শুরু করে পরিবার।
ঘটনার দুইদিন পর শুক্রবার বিকেলে স্থানীয় এক নারী নদীর পাড়ে বাগানে কাঠ কুড়াত গেলে গলায় রশি পেঁচানো অবস্থায় মৌসুমীর মরদেহ ভাঙ্গা গাছের ডালের সাথে ঝুলিয়ে মাটির সাথে লুটিয় রয়েছে এমতাবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরবর্তীত থানায় বিষয়টি জানালে ঘটনা স্থানে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালর মর্গে প্ররণ করে।
নিহতের খালাত বোন তানজিলা আক্তার ট ছোট বাচ্চা রয়েছে। আমরা আইনের কাছে ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচারর দাবী জানাই।
ককট নন ও ঝ (ওসি) মনোয়ার হো আছে আমার , এই কক উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদত্মর ফলাফল আসলে বিষয়টি জানা যাবে।

উত্তর ভাষানচরে আদালতের নিষেধাজ্ঞা ও পুলিশের বাধা উপেক্ষা করে পাকা ভবন নির্মাণ

নিউজ২৪লাইন:

নুরুজ্জামান শেখ শরীয়তপুর থেকে\ শরীয়তপুর সদর উপজেরার উত্তর ভাষানচর (তালপট্টি) গ্রামে আদালতের নিষেধাজ্ঞা ও পুলিশের বাধা উপেক্ষা করে পাকা ভবন নির্মাণ করছেন মোহাম্মদ আলী মাতুব্বর নামে এক প্রভাবশালী ব্যক্তি। প্রতিপক্ষকে হেনস্থা করতে তিনি আত্মীয়-স্বজন ও সন্ত্রাসীদের বাড়িতে বসিয়ে রেখেছেন। কাজে বাধা দেওয়া হলে তা প্রতিহত করার সকল প্রস্তুতি নিয়েছেন এই প্রভাবশারী ব্যক্তি।
মামলার আর্জি ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, ৯২ নং ভাষানচর মৌজার বিআরএস ২১৮৬ নং খতিয়ানের ৫৯১১ নং দাগের ১৬ শতাংশ জমির মালিক হিসেবে ভোগ দখলে রয়েছে নুরুল হক সিকদার। সেই জমিতে জোরপূর্বক পাকা ভবন নির্মাণ করতেছে মোহাম্মদ আলী মাতুব্বর। এই বিষয়ে নুরুল হক সিকদার শরীয়তপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিস ৫৬৫/২০২২ নং মিস পিটিশন মামলা দায়ের করেন। আদালত নালিশী জমিতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। একই সাথে পালং থানা পুলিশকে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অনুরোধ করেন। আদালতের আদেশ পাওয়ার পরে অতিরিক্ত শ্রমিক ভবন নির্মাণ কাজের গতি বাড়িয়ে দিয়েছেন। পালং থানা ও আংগারিয়া ফাঁড়ি পুলিশ দফায় দফায় গিয়ে কাজ বন্ধ করে দেয়। পুলিশ চলে গেলে আবার কাজ শুরু করে। এমনি লুকোচুরির মধ্য দিন-রাত চলছে নির্মাণ কাজ।
মামলার বাদী নুরুল হক সিকদার বলেন, আমি গরীব অসহায় মানুষ। মোহাম্মদ আলী মাতুব্বরের ৩ ছেলে প্রবাসে থাকে। টাকা ও প্রভাবের কোনটাই আমার নাই। তাই আমি কোন আইনি সহযোগিতা পাই না। আমার সত্ত¡দখলীয় জমিতে আদালতের আদেশ ও পুলিশের বাধা অমান্য করে পাকা ভবন নির্মাণ করতেছে। বাড়িতে লোকজন জমা করে রেখে নির্মাণ কাজ করতেছে। প্রতিবাদ করলেই মারধর করতে আসে। আইনী সহযোগিতা না পাইলে আমার জমি হাত ছাড়া হয়ে যাবে।
মোহাম্মদ আলী মাতুব্বর বলেন, নদীর মধ্যে নুরুল হক সিকদারের জমি আছে। সেই জমি বাদ দিয়ে আমার পৈত্রিক জমি দখল করে খায়। পুলিশ এসে ভবন নির্মাণে বাধা দেয়। পরে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতেছি। বাড়িতে বাহিরের লোক হিসেবে যাদের দেখেন তারা আমার আত্মীয় স্বজন।
পালং থানা অফিসার ইনচার্জ মো. আকতার হোসেন বলেন, প্রথমে থানা থেকে পুলিশ পাঠিয়ে পরে আংগারিয়া ফাঁড়ি থেকে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। এর পরেও যদি কাজ করে তাহলে গ্রেফতার করে হাজতে পাঠাব।

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান

নিউজ২৪লাইন:
নুরুজ্জামান শেখ শরীয়তপুর থেকে।

আধুনিক যুগ বিজ্ঞানের যুগ একটি মুহূর্ত বিজ্ঞান ছাড়া ভাবা যায় না। মানুষ আজ বিজ্ঞানকে কাজে লাগিয়ে জীবনযাত্রাকে সহজ করে ফেলেছে। বিশ্ব আজ হাতের মুঠে। বিজ্ঞানী বলতে আমরা চিনি স্যার আইজ্যাক নিউটন গ্যালিলিও আইনস্টাইন। প্রথমে আমাদের জানতে হবে বিজ্ঞান কি? বিজ্ঞানী কাকে কি? বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে মানুষ তার নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে গবেষণা করে কোন কিছু আবিষ্কার করে ওই আবিষ্কার হল বিজ্ঞান। বিজ্ঞানী শব্দের উৎপত্তি ১৮৩৩ সালে। এর নামকরণ করেন প্রখ্যাত ফিলোসফার উইলিয়াম প‍্যাবেল। জ্ঞানকে কাজে লাগিয়ে গবেষণা করে নতুন কিছু সৃষ্টি করে ওই সৃষ্টি মানব কল্যাণের ব্যবহৃত হয় যে নতুন কিছু সৃষ্টি করল তাকে বলা হয় বিজ্ঞানী। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কে বিজ্ঞানের দিকে মনোবিষণ করতে হবে। প্রত্যেকটা স্কুল কলেজে নতুন নতুন আবিষ্কারের জন্য গবেষণাগার তৈরি করতে হবে। ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে শরীয়তপুর সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর ২০২২ সকাল দশটার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইকবাল হোসেন অপু, জাতীয় সংসদ সদস্য শরীয়তপুর- ১ থাকার কথা ছিল কিন্তু তিনি তার প্রয়োজনীয় কাজের কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিজা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সদর শরীয়তপুর, ফারুক আহমেদ তালুকদার, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, এডভোকেট. জাহাঙ্গীর হোসেন, সভাপতি শরিয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগ, মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, শরিয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলাকে সাফল্যমণ্ডিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ শহিদ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সদস শরীয়তপুর। ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে বিজ্ঞানমেলায় সদর উপজেলার বিভিন্ন স্কুলের তরুণ শিক্ষার্থী তাদের জ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করে সেই সৃষ্টি মেলায় প্রদর্শন হিসেবে অংশগ্রহণ করেন। বিজ্ঞান মেলার আয়োজনে ছিল, উপজেলা প্রশাসন, শরীয়তপুর সদর। তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

1 2 3 8