ডেঙ্গুতে ২৪ ঘন্টায় চলতি বছরের সর্বোচ্চ মৃত্যু রেকর্ড

নিউজ২৪লাইন:
মুহিদুল ইসলাম পান্না ; স্টাফ রিপোর্টার
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ( বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৯ জনের মৃত্যু হয়েছে। এই বছরে এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এর আগে গত ১৩ অক্টোবর এক দিনে ৮ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১।
দিন যাচ্ছে ডেঙ্গুর প্রকট বাড়ছে দ্রুত। ডেঙ্গু ভাইরাস মশা, বিশেষ করে এডিস ইজিপ্টি দ্বারা বাহিত হয়। এইসব মশা ভোরবেলা এবং মাঝ রাতের পর কমড়ায়। এক কামড়েই সংক্রমণ হতে পারে!
মেডিক্যাল রেকর্ডে দেখা গেছে 1779 সাল থেকে ডেঙ্গু জ্বরের অস্তিত্ব আছে। তবে, বিংশ শতাব্দীতেই রোগ ছড়ানো ও তার কারণ সম্পর্কে জানা যায়।