ভেদরগঞ্জের তারাবুনিয়া ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করলেন সিভিল সার্জন শরীয়তপুর

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

শরীয়তপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহ পরান রবিবার তারাবুনিয়া ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন।

শরীয়তপুরে যোগদানের পরে তারাবুনিয়া ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন, সেবার মান এবং রেজিস্ট্রারে তথ্য নিয়মিত ও যথাযথভাবে লিপিদ্ধ করার নির্দেশ দেন। ও চলমান কাজ ক্যাম্পাস ও ইনডোর চালু হওয়ার বিষয় দ্রুত সেবার কার্য চালু করার বিষয় নির্দেশনা দেন।

এ সময় সিভিল সার্জন সাথে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. হাসান ইবনে আমিন।

তারাবুনিয়া ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.ফতিমা মাহজাবীন বলেন, সিভিল সার্জন স্যার শরীয়তপুরে যোগদানের পরে প্রথম হাসপাতালে এসে বর্তমান সেবা প্রত্যাশী রোগীর সংখ্যা বাড়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রুত ইনডোর সেবা চালুর বিষয় নির্দেশনা দেন। আগে এখানে প্রতিদিন ১৫-২০ জন রোগী সেবা পেত। এখন প্রতিদিন ৭০-৮০ জন রোগী সেবা পায়। রোগীদের প্রয়োজনীয় ঔষধ বিতরন করা হচ্ছে।এখন হাসপাতালে জনবল সংকট থাকায় সকল সেবা চালু করা যাচ্ছে না। তবে জনবল নিয়োগের বিষয় আশ্বাস দেন সিভিল সার্জন মহোদয়।

শরীয়তপুরে জাতীয় সমবায় দিবস পালিত

নিউজ২৪লাইন:

শরীয়তপুর প্রতিনিধি : “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” শ্লোগান নিয়ে শরীয়তপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমবায় অফিসার আবদুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী শরিফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মো. সানাউল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মু: আব্দুর রহিম প্রমূখ।

এসময় অতিথিরা বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অন্যতম উন্নয়ন দর্শন ছিল ‘সমবায়’। বর্তমান সরকার সমবায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করছেন। সরকার উন্নত বাংলাদেশ গড়তে পদক্ষেপ নিয়েছেন। সরকারের এ লক্ষ্য পূরণে সমবায় সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

জেলার বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীরা বক্তব্য রাখেন। আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের আম্রকাননে জাতীয় পতাকা-সমবায় পতাকা উত্তোলন করার পাশাপাশি জাতীয় সংগীত-সমবায় সংগীত পাঠ করা হয়।

অনুষ্ঠানে সমবায় অঙ্গণে বিশেষ ভূমিকা রাখায় সদর উপজেলার ৩টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভার আগে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় শরীয়তপুর সদর উপজেলার ১৫০টির অধিক সমবায় সমিতির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা সমবায় কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।
এছাড়া শরীয়তপুর পৌরসভা দুদ্ধ সমবায় সমিতির তিনজন সদস্যকে একলাখ করে তিনলাখ টাকার চেক ঋণ দেয়া হয়।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমাইয়া শারমিন ।

প্রস্তাবিত গণমাধ্যম আইন সাংবাদিকদের স্বার্থে প্রত্যাহার করুন: এ্যাবজা

নিউজ২৪লাইন:

ঢাকা,শনিবার,৫ নভেম্বর,২০২২: জাতীয় সংসদে উত্থাপিত গণমাধ্যম আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিক সংগঠনের নতুন জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এ্যাবজার নেতৃবৃন্দ। বাংলাদেশ প্রেস কাউন্সিল হলরুমে সংগঠনের সাংগঠনিক সভা ও লোগো উন্মোচন অনুষ্ঠানে নেতৃবৃন্দ এ দাবি জানান।

শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত অলোচনা সভায় এ্যালায়েন্স অব বাংলাদেশ অর্গানাইজেশন (এ্যাবজা)’র আহবায়ক জাষ্টিস ফর জার্নালিস্টের মহাসচিব শাহিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে নেতা ও প্রেস কাউন্সিল সদস্য ড: উৎপল কুমার সরকার। জোটের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এ্যাবজার সদস্য সচিব ও বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

যুগ্ম-আহবায়ক মোমিন আনসারীর সঞ্চালনায় সভায় জাস্টিস ফর জার্নালিস্ট সভাপতি মো: কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, আমরা একাত্তর প্রজন্মের সভাপতি সালমান মাহমুদ, বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি ফরিদ খান, এনপিএস চেয়ারম্যান মাহবুবুল ইসলাম, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার সামসুন্নাহার বিথী, বিডি ন্যাশনাল টিভির চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ, ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব সৈয়দ মনিরুল হক নোবেল, বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, বিএমএসএফ ঢাকা জেলার সাধারণ সম্পাদক সেলিম নিজামী, বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সম্পাদক মো: সাইফুল্লাহ খান, বিএমএসএফের স্থায়ী কমিটির সদস্য মোস্তাক খান, বিএমএসএফের নারী সম্পাদক সানজিদা আক্তার এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, আলতাফ হোসেন, আনিস লিমন, ইউসুফ আলী খান, শফিউল আলম,সুমন খান প্রমূখ।

বক্তরা গণমাধ্যম চাকরি বিধিমালা আইন ২০২২ কোন ভাবেই সংশোধন যোগ্য নয়, প্রত্যাহার করতে হবে। আগামী ডিসেম্বরে জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলের ঘোষণা করা হয়।

সভায় সংগঠন সমুহের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিকদের ২৫টি সংগঠনের সমন্বয়ে জোটটি গঠনের পর এটি দ্বিতীয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পরিবর্তন হচ্ছে ঋতু, সাথে পরিবর্তন হচ্ছে ঋতু ভিত্তিক পেশা ও

নিউজ২৪লাইন:

মুহিদুল ইসলাম পান্না ; স্টাফ রিপোর্টার

গরমের ঠান্ডা লেবু শরবত আর আইসক্রিম, শীতকালের গরম ভাজা জিলেপি,আর ফুটপাতের শতপদের ভর্তাসহযোগে হরেক রকম পিঠা -সবই যেনো ঋতু নির্ভর। সেই সাথে ঋতুর সাথে পরিবর্তন হয় আমাদের খাদ্য তালিকা। সবকিছু মিলিয়ে পরিবর্তন হয় কিছু মানুষের পেশা ও।

আজ ২১ শে কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ। শীত যেনো ছুই ছুই করছে প্রান্তরে প্রান্তরে। রাস্তার ধারে দেখা যাচ্ছে কেউ কেউ শীতের পোষাক বিক্রি করছে। শীত প্রসাধনী বিক্রেতাদের মুখে হাসি। সেই সাথে বাজারে দেখা যাচ্ছে শীতের সবজি। কঠোর শারীরিক পরিশ্রমী লোকটা ভাবছে তার গরমের কষ্ট কমতে যাচ্ছে। ঘামে লেপটে থাকতে হবে না তাকে। আবার ছন্নছাড়া গৃহহীন মানুষগুলো যেনো অসহায় হয়ে যাচ্ছে। রাস্তার পাশে ঘুমালে তো শীত আর তাদের জন্যে মায়া দেখায় না। তাদের সাথে চিন্তার ভাজ পরেছে গরমে আমাদের দূর্ভোগ কমানো আইসক্রিম, ঠান্ডা পানি,লেবু শরবত ইত্যাদি ব্যবসায়ীদের কপালে। তবে এরা জানে কীভাবে ঋতু পরিবর্তন হলে ব্যবসা পরিবর্তন হয়। একজনের সাথে কথা হলে তিনি বলেন শীতে তিনি ভাজাপোড়ার কাজ করবেন। ঠিক করে ফেলেছেন ভ্যান,চুলা আর অন্যান্য সরঞ্জামের। মনে হলো কী অদ্ভুত, গরমে থাকেন বরফের উপর নির্ভর হয়ে আবার শীতে আগুন। বাংলাদেশের কৃষকরাও শীতকালে একটু বেশি ই ব্যস্ত থাকেন, কেননা এসময়ে অন্য ঋতুর তুলনায় বেশি প্রকারের কৃষি আবাদি করা যায়।

শীত মানে তরুনদের কাছে বাহারি স্টাইলের পোষাক। শীত মানে ছোট দিনে ঘামহীন পরিশ্রম। জলবায়ুর পরিবর্তনের জন্যে শীত যেনো নিজের ছন্দ না হারায় এটা প্রতিটা জলবায়ু সচেতন মানুষের চাওয়া।

জলাবদ্ধতা রক্ষায়: শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের অভিযান ও অর্থদণ্ড

নিউজ২৪লাইন:

মঞ্জুরুল ইসলাম রনি, শরীয়তপুর:
শরীয়তপুর সদর পৌরসভার ৭ নং ওয়ার্ড ধানুকা এলাকায় শতবর্ষী একটি পুকুর অবৈধভাবে ভরাট এর কাজ শুরু করে বালু ব্যবসায়ীগণ। পুকুরটির আয়তন হবে প্রায় এক একর। এরই মধ্যে এক-তৃতীয়াংশ ভরাট করে ফেলেছেন ওই পুকুরের মালিক। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন সদর। এসময় ওই পুকুর মালিকপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ ড্রেজার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে অভিযান চালিয়ে পুকুরটির ভরাটকাজ বন্ধ করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন। সহকারি পরিচালক রাসেল আহমেদ, পরিবেশ অধিদপ্তরসহ পালং মডেল থানা পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ আইন ও জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী, পূর্বানুমোদন না নিয়ে পুকুর ভরাট করার অপরাধে অপরাধীকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত,২০১০) এর ৬(ঙ) ধারা লঙ্ঘনে এবং একই আইনের ১৫(১) ধারার টেবিল ক্রমিক নং ৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর মালিকপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ড্রেজার মালিককে একই আইনে পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র খবরপত্র কে বলেন, পৌর সদরে চাইলেই যেকোনো পুকুর ভরাট করা যাবে না। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে অপরাধীদের অর্থদণ্ড প্রদান করা হয়। উপস্থিত পুকুর মালিককে সতর্ক করা হয় ভবিষ্যতে এধরনের অপরাধ না করার জন্য করলে আইনত কঠোর ব্যবস্থা নেয়া হবে। জলাধার রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পুকুরটি ভরাটের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। স্থানীয় কয়েক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে খবরপত্র কে বলেন, ধীরে ধীরে পৌর সদরে সব কটি পুকুর এভাবে ভরাট হয়ে যাচ্ছে। এতে সামান্য বৃষ্টি হলেই শরীয়তপুর শহরে সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। আমাদের তাঁদের দাবি, পুকুরগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।