ডামুড্যায় ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশন ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালি ও সম্মাননা প্রদান

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় ‘হাসবে রোগী বাঁচবে প্রান, করবো মোরা রক্তদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশনের ৬ ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকাল ১০ টার সময় সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালী বের হয়ে ডামুড্যা বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে ৬ ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন ও আলোচনা সভা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশনের উপদেষ্টা, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মোঃ জহির উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার সভাপতি খালেদ রহমান সিকদার,এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ তসলিম উদ্দিন, সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিদ খান, ডামুড্যা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম,৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিক উল্লাহ বেপারী। আরো উপস্থিত ছিলেন ব্লাড ট্রান্সফিউশনের উপদেষ্টা কমিটির সদস্য, মোঃ শাহিন বেপারী, রাজা বেপারী, মেহেদী হাসান রুবেল মাদবর, প্রতিষ্ঠাতা সভাপতি খাইরুল হারিস পাপ্পু, বিএম আল আমিন,বর্তমান সভাপতি ইব্রাহীম মুন্ন, সাধারণ সম্পাদক নিপু দেওয়ান সহ ট্রান্সফিউশন অর্গানাইজেশন বিভিন্ন সদস্যবৃন্দ সহ প্রমূখ।

ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি খাইরুল হারিস পাপ্পু বলেন,আমরা চাই রক্তের অভাবে যেন একজন মানুষও মারা না যায়। সেই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি। রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষু রোগী ও তার স্বজনের মুখে হাসি ফোটানোর মাঝেই আমরা শান্তি খুঁজে পাই। সকলের সমর্থন ও সহযোগিতায় বাঁধনের কার্যক্রম আরও প্রসারিত হবে সেই প্রত্যাশা।

ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশন উপদেষ্টা ডামুড্যা ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার সভাপতি খালেদ রহমান সিকদার বলেন, ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশন স্বেচ্ছায় রক্তদানকেন্দ্রিক একটি সংগঠন। তাদের মূল কাজ হচ্ছে মুমূর্ষু রোগীকে রক্তদানের মাধ্যমে বাঁচানো। পৃথিবীতে যতগুলো ভালো কাজ রয়েছে তার মধ্যে একটি অন্যতম ভালো কাজ হচ্ছে এই রক্তদান কার্যক্রম।

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উক্ত মেলায় সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল্লাহ আল মামুন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, বাস্তব। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যাবহার করে সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। জনগণের অর্থ, সময় ও যাতায়াত কমানোই মূল লক্ষ্য। জমির ই মিউটেশন, অনলাইন খাজনা পরিশোধ, ডিজিটাল ব্যাংকিং, পাসপোর্ট আবেদন, যেকোন ভর্তি ফরম পূরণ, বিল পরিশোধ, কৃষি তথ্য, আবহাওয়া তথ্য, বিভিন্ন ভাতা প্রাপ্তির আবেদন এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে করা যায়। জনগণ কে সরকারি সেবা পৌঁছে দেওয়া হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল্লাহ আল মামুন বলেন বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ২০০৯ সালের সরকার গঠনের পর একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নতি স্বপ্ন দেখেছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল উদ্ভাবনী নিয়ে কার্যক্রমে সাধারণ মানুষকে অন্তর্ভুক্তি করণ ও উপজেলার সংশ্লিষ্ট দফতরগুলো কি কি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে তার প্রদর্শনী করাই এই মেলার মূল লক্ষ্য উদ্দেশ্য।
সেসময় মেলায় উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জনাব মোঃ ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার (ভূমি) এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ছাত্রছাত্রীরা, ইউডিসি উদ্যোক্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় সেবাগ্রহীতাদের ভূমি উন্নয়ন কর প্রদান

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

“ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২”
উপজেলা ভূমি অফিস,ডামুড্যা কর্তৃক অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে ই-নামজারী আবেদন,হোল্ডিং আপলোড ও ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হয়।ডামুড্যা উপজেলার সেবা প্রত্যাশীদের সেবা দেওয়া হয়। মেলায় সেবাগ্রহীতারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সবিতা সরকার বলেন ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে এই ডিজিটাল উদ্ভাবনী মেলায় কীভাবে আপনি আপনার মোবাইল থেকে বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন- সে বিষয়ে অবহিত করন,অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় সহ, ভূমিসংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকরণ এবং ডিজিটাল উদ্ভাবনী মেলা থেকে সরাসরি ডিজিটাল সেবা প্রদান, ই-নামজারিসহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য প্রদান করে ভূমি সেবার মান জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি আমরা

ডামুড্যা উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

নিউজ২৪লাইন:
ইয়ামিন কাদের নিলয়:

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আজ ৯ নভেম্বর ২০২২ রোজ বুধবার শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ০১ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবা খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি)সবিতা সরকার, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম,মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবির, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ২০০৯ সালের সরকার গঠনের পর একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নতি স্বপ্ন দেখেছিলেন।মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল উদ্ভাবনী নিয়ে কার্যক্রমে সাধারণ মানুষকে অন্তর্ভুক্তি করণ ও উপজেলার সংশ্লিষ্ট দফতরগুলো কি কি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে তার প্রদর্শনী করাই এই মেলার মূল উদ্দেশ্য

সখিপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিউজ২৪লাইন:
আমান আহমেদ সজিব //ভেদরগঞ্জ সংবাদদাতাll সখিপুর থানা পুলিশের আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে থানার হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল জনাব মুশফিকুর রহমান । এসময় এর সভাপতিত্ব করেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ হাওলাদার। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সহকারী পুলিশ মুশফিকুর রহমান মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থ নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।

সখিপুর থানায় অশ্র-সহ দুই জন গ্রেপ্তার

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজিব।। (শরীয়তপুর, সখিপুর)
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের পচ্চিম বালাকান্দি শাহাজালাল মাঝীর বাড়ির পাশে কাচা রাস্তা থেকে (৯ নভেম্বর)মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার দিকে তাদের কে আটক করা হয়। এসয় তাদের কাছে দুটি দেশিও অশ্র পাওয়া যায়।

আটকৃতরা হলেন, ১/ সাহাবির ওরফে সাব্বির দেওয়ান (২৪) পিতা, নজরুল দেওয়ান, মাতা, মনি বেগম। গ্রাম, জীবন তলা, থানা, বালুকা, জেলা, মমিনসিংহ।

২/ হিমেল ওরফে সোহাগ খান (২৫) পিতা মাইনুদ্দিন খান, মাতা নারগিস বেগম, পুরান বাজার উত্তর সোবাহানের বাড়ির পাশে বাদশা মিয়ার বাড়ির সাথে। চাদপুর সদর থানা, জেলা চাদপুর। বলে জানান যায়
এবং অশ্র আইনে সখিপুর থানা একটি মামাল হয়।
মামাল নং ০৭

এবিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘ সময় দুটি লোক এখানে ঘুরা ফেরা করতে দেখা যায়। সন্দেহ হলে সখিপুর থানা পুলিশ কে খবর দেই। পুলিশ এসে দেশি অশ্রসহ তাদের কে আটক করে।

এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আসাদুজ্জামান আসাদ হাওলাদার গণমাধ্যমকে জানান, গতকাল রাতে দুই জনকে দেশিও অশ্র-সহ৷ সখিপুর থানা পুলিশ আটক করে, এবং তাদের বিরুদ্ধে অশ্র আইনে সখিপুর থানায় একটি মামলা হয়েছে,
মামলা নং- ০৭ এবং তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।