শরীয়তপুরে মাদকদ্রব্যের অভিযান, ভেজাল মদ তৈরির সরঞ্জাম সহ আটক এক

নিউজ২৪লাইন:

শরীয়তপুর সংবাদদাতাঃ শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর এলাকা থেকে বিদেশি মদ ও ভেজাল মদের সরঞ্জাম সহ একজনকে গ্রেপ্তার করেছে শরীয়তপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৪ টায় জাজিরা কাজির হাট থেকে তাকে গ্রেফতার করা। গ্রেপ্তারকৃত মোঃ শাহিন মাদবর জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরকান্দি গ্রামের আবুল বাশার মাদবরের ছেলে।

শরীয়তপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানাান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জাজিরা থানার কাজির হাট বাজারের দক্ষিন পাশে শাহিন মাদবর নামে একজন মোজাফফর হাওলাদারের বাসা ভাড়া নিয়ে সেখানে বিদেশি ও ভেজাল মদ মজুদ করে বিক্রি করে। সেই সুত্রে ধরে বুধ বার রাত থেকেই শরীয়তপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক অপুর্ব বিশ্বাসের নেতৃত্বে সাড়া রাত আসামি শাহিন মাদবরের গতিবেধ লক্ষ্য করে সকালে তার বাসা থেকে ৫ বতল বিদেশি মদ, ২০ লিটার রেকটিফাইড স্পিরিট , ১৯২ পিছ শিশি বতল স্পিরিট( এলকোহল) সহ আসামি শাহিন মাদবরকে গ্রেফতার করা হয়।
আসামী শাহিন মাদবর দির্ঘদিন যাবৎ ঢাকা থেকে বিভিন্ন ভাবে নৌপথে বাসে করে মদ তৈরির উপকরণ এনে নিজেই মদ তৈরি করে এবং যারা একটু ভালো মানের তাদের কাছে সরাসরি বিদেশী মদ বিক্রি করে এবং যারা একটু লো মানের তাদের কাছে ওই উপকরণ এনে বানিয়ে অল্প টাকায় সে বিক্রি করে। আজ ভোর চারটার দিকে অভিযান চালিয়ে ওই সরঞ্জাম সহ তাকে আটক করা হয়।

শরীয়তপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নাজির উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমারা খবর পাই আসামি শাহিন মাদবর কাজির হাট তার ভাড়া বাসায় বসে মদের ব্যাবসা করছেন। গতকাল রাত থেকে আমরা তাকে নজরদারিতে রাখি কোথাও যেনো পালিয়ে যেতে না পারে। সকালে তার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও ভেজাল মদ তৈরির উপকরণ সহ আটক করি। তাকে জিগ্যাসাবাদ করে দেখবো সে এই গুলো কোথা থেকে কি ভাবে আনতো।এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাজিরা থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শরিয়তপুরে জাজিরার ২৬৪৫ জন কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনার সার বীজ

নিউজ২৪লাইন:

মো রতন আলী মোড়ল:
শরীয়তপুর : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জায়গা ব্যবহারের লক্ষ্যে এবং নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে ফলন বৃদ্ধির উদ্দেশ্যে শরীয়তপুর জাজিরা উপজেলায় ২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে ২৬৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী জাতের সরিষা, খেসারি, মুগ, পেয়াজ, মসুর, সয়াবিন, সূর্যমুখী, ভূট্টা, গম বীজ ও সার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে জাজিরা উপজেলা কৃষি অধিদপ্তর।

সে ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১২ টার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে ৪টি ফসল যেমন সরিষার জন্য ১৬৫০ জন, মসুরের জন্য ৮০ জন, খেসারির জন্য ৬০ জন এবং ৭০ জন কৃষককে পেয়াজ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার মো. জামাল হোসেন এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহেল। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার মেয়র মো. ইদ্রিস মাদবর, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম নুরুল হক, বিকেনগর ইউনিয়নের চেয়ারম্যান এসকান্দার আলী ভূইয়া, পালের চর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজী, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো. নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রাণী বিশ্বাস, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কেরামত আলী মোল্লা, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার, পৌর কাউন্সিলর, ইউপি সদস্যগণ সহ কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

প্রণোদনা কর্মসূচির বিতরণ উপলক্ষে বক্তরা কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশাংসা করে কৃষক কে অধিক পরিমাণে ফলনে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জামাল হোসেন বলেন, প্রণোদনা কর্মসূচিতে প্রতিজন কৃষক সরিষার জন্যে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার পাচ্ছেন, খেসারির জন্যে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার, পেয়াজের জন্যে প্রতিজন কৃষক ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, মসুরের জন্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার পাবেন, যাতে করে এক বিঘা জমিতে আবাদ করতে পারেন।

শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি

নিউজ২৪লাইন:

শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন এর ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের শরীয়তপুর জেলা কার্যালয়ে আজ ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় আলোচনা সভা ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন এর শরীয়তপুর জেলার সভাপতি মোঃ ফারুক আহমেদ মোল্লা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম আবুল কালাম আজাদ, এ সময় তিনি শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপনের মাধ্যমে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আবুল কালাম আজাদ বলেন, শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমরা সর্বদা জনকল্যাণে কাজ করি,আমাদের এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা একটি বৃহৎ উদ্যোগ হাতে নিয়েছি, পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষরোপণ
বিপুল মানুষের পদভারে কম্পিত এ সুজলা-সুফলা পৃথিবী প্রতিদিন বৃক্ষশূন্য হচ্ছে। অবাধ ও নির্বিচারে চলছে বৃক্ষ নিধন। ফলে প্রাণীর জীবনধারণের নিয়ামক অক্সিজেনের সরবরাহ হ্রাস পাচ্ছে প্রবলভাবে, জীবনের জন্যে, জীবিকার জন্যে বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোঃ নজরুল ইসলাম,শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলনের উপদেষ্টা ড.মাহবুবুর রহমান, বাংলাদেশ যুব মহিলা লীগ শরীয়তপুর জেলার যুগ্ন আহবায়ক পান্না খান,জাতীয় শ্রমিক লীগ শরীয়তপুর জেলার আহ্বায়ক ওয়াদুদ সরদার, শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন শরীয়তপুর জেলা সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, প্রচার প্রকাশনা সম্পাদক আমির হোসেন সিকদার,মানবাধিকার বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন,সদস্য অভিজিৎ বিশ্বাস,সদস্য সুমন তালুকদার, সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।