পেটেলকো লিমিটেডের মাইনুল অর্থ আত্মসাৎ মামলায় রিমান্ডে

পেটেলকো লিমিটেডের মাইনুল অর্থ
আত্মসাৎ মামলায় রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: পেটেলকো লিমিটেডের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আসামি মাইনুল ইসলামকে রিমান্ড এনেছে মতিঝিল থানা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর বাসাবো এলাকার বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে । শুক্রবার সিএমএম আদালতের বিচারকের নিকট সাত দিনের রিমান্ড চাইলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে জানাগেছে, ২০১৭ সালের ১২ জুলাই তাকে ২৫ হাজার টাকা বেতনে পেটেলকো লিমিটেডের এজিএম পদে কোম্পানিতে নিয়োগ দেয়া হয়। নিয়োগের পর বিভিন্ন সময়ে কোম্পানির গ্রাহকদের প্রদেয় বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যান। এদিকে আসামি মাইনুল ইসলাম কোম্পানির বিরাট অংকের টাকা হাতিয়ে নিয়ে তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকার ভুইঘর পুরাতন বাজার এলাকায় বেস্ট পাওয়ার নামে নিজে আরেকটি কোম্পানি খুলে ব্যবসা শুরু করেন।

মামলার বাদি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদ খান আসামি মাইনুল ইসলামের বিরুদ্ধে ৮ কোটি ৬২ লাখ ৮১ হাজার সাতশত ৯০ টাকা আত্মসাৎ করেন মর্মে কোম্পানির বোর্ড সভায় এ তথ্য নিশ্চিত হন।

কোম্পানি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তিনি ৭ নভেম্বর মতিঝিল থানায় প্রতারণা ও আত্মসাতের ঘটনায় একটি অভিযোগ দাখিল করেন। পুলিশ আসামির বিরুদ্ধে ৪০৮/ ৪২০ ধারায় একটি মামলা (১৪) দায়ের করেন। মামলাটি মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম আকন্দ তদন্ত করছেন।

সখিপুর ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজিব শরীয়তপুর সংবাদদাতা
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় সখিপুরে প্রাকৃতিক দুর্যোগ সিত্রাং এ ক্ষতিগ্রস্ত গরীব দুস্থ ও অসহায় ৮০ টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টার সখিপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম ৮০ জনকে ২ বান ঢেউটিন ও ৬ হাজার করে নগদ অর্থ বিতরন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সখিপুরে প্রাকৃতিক দুর্যোগে সিত্রাং এ ক্ষতিগ্রস্ত গরিব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরন হয়।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা,জেলা পরিষদ সদস্য (প্যানেল চেয়ারম্যান) এম এ কাইয়ুম পাইক,ভেদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গিয়াসউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি সরদার, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ হাওলাদার ।অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সখিপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার , অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরভাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শিকদার,দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজালাল মাল, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লা, কাঁচি কাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, সখিপুর থানা যুবলীগ যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ পলাশ সরদার,সহ প্রমুখ।

শরীয়তপুরের সখিপুর যাত্রা শুরু করতে যাচ্ছে আসাদ পাবলিক স্কুল এন্ড কলেজ

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজিব শরীয়তপির প্রতিনিধি
শরীয়তপুরেরভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে আধুনিক শিক্ষা কার্যক্রম নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে আসাদ পাবলিক স্কুল এন্ড কলেজ। জাতীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড কতৃক অনুমোদন নিয়ে আগামী পহেলা জানুয়ারী ২০২৩ সনে শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষে শুক্রবার ১১নভেম্বর এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মাহমুদা আসাদ অয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আসাদ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, শিল্পপতি রফিকুল ইসলাম বেপারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান মানিক সরদার।

এ-সময় আরও উপস্থিত ছিলেন মাহমুদা আসাদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা মুফতি মহসিন সাহেব (অধক্ষ্য চরকুমারিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা), আসাদ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেওয়ান সিদ্দিক আহম্মেদ, মাহবুব নাসির কাঞ্চন সকার(,সহ সভাপতি সখিপুর থানা আওয়ামিলীগ), শাদাদ হোসেন মুন্নু সরকার( সভাপতি সখিপুর ইউনিয়ন আওয়ামিলীগ), সাব্বির মাদবর (সাধারণ সম্পাদক সখিপুর ইউনিয়ন আওয়ামিলীগ) ডাঃ সুলতান মালত, ডাঃ আনোয়ার বেপারী, নাসির সকার, মাস্টার আলমগীর মালত, মান্নান সরদারসহ এলাকার সর্বস্তরের জনগণ। প্রধান অতিথির বক্তব্যে বলেন সখিপুর আধুনিক মানের স্কুলের যে অভাব টা ছিল তা শিগ্রই পুরন হতে যাচ্ছে,এবং প্রতিষ্ঠাথা জনাব রফিকুল ইসলাম বেপারী সাহেব বলেন সকল এখানে স্কুলের সকল ছাত্র ছাত্রী দের উপস্থি নিশ্চিত হবে ফিংগার ডিবাইসে মাধ্যমে, প্রতি ক্লাস হবে মাল্টিমিডিয়া ক্লাস রুম, সকল প্রকার আধুনিক লেখা পড়ার জন্য যা যা দরকার তার ব্যবস্থা থাকবে। সখিপুর তথা শরীয়তপুর জেলার মধ্যে যাতে প্রথম স্থান অধিকার করতে পাড়ে সেই লক্ষেই পাঠাদান হবে।