বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের সভা অ

নিউজ২৪লাইন:
সুহেল আহমেদ ঢাকা :
ঢাকা,সোমবার,১৪ নভেম্বর ২০২২: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা সোমবার ১৪ নভেম্বর বিকাল তিনটায় হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

সভায় নেতৃবৃন্দ বিএমএসএফের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল ও বিজয় শোভাযাত্রা সফল করার ব্যাপারে গুরুত্বারোপ করে ট্রাস্টি বোর্ডের সভা মুলতবি রাখা রাখা হয়। সংগঠন পরিচালনা ও গতিশীলতার স্বার্থে নতুন সদস্য অন্তর্ভুক্ত সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় নির্বাহী কমিটির সাংগঠনিক কর্মকান্ডের গতিহীনতা, বিশৃঙ্খলা সহ নানা অসাংগঠনিক কর্মকান্ডের কারণে ট্রাস্টি বোর্ড ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দের প্রতি দ্রুত শৃঙ্খলা ফেরাতে আহ্বান করেন।

বোর্ড সভায় উপস্থিত ছিলেন মোঃ মাইনুল হাসান রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান যুগ্ম সম্পাদক, জিএস পিন্টু, সানজিদা আক্তার প্রমুখ।

সভায় পয়লা ডিসেম্বর বিজয় শোভাযাত্রা সফল করতে ১১ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটিতে জিএস পিন্টুকে আহ্বায়ক ও সানজিদা আক্তার কে সদস্য সচিব করা হয় ।
কমিটির অপর সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক আবুল খায়ের খান ,মাইনুল হাসান , রফিকুল ইসলাম মিরপুরী ,এসএম আবুল কালাম । সদস্যরা হলেন সেলিম নিজামী, সুমন খান, মোক্তার হোসেন ও সেলিম আহমেদ।

আগামী পহেলা ডিসেম্বর সারাদেশের সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিতব্য ষষ্ঠবিজয় শোভাযাত্রা সফল করতে সকলের নিকট আহ্বান জানানো হয়। জাতীয় প্রেস ক্লাব হল রুমে আলোচনা সভা ,মিলন মেলা, মুজিব বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ, ম্যাগাজিন মিডিয়া ক্যানভাস প্রকাশ, নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

ডামুড্যা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডামুড্যা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২’র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এর ডামুড্যা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সপ্তাহ পালন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান।
এ উপলক্ষে ফায়ার সার্ভিস ভবন আলোকসজ্জা, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জনসচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়।
পরে ফায়ার স্টেশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা জনাব আবু দাউদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি)জনাব শেখ শরীফুল আলম আলোচনা শেষে অগ্নিনির্বাপণী ও উদ্ধারকারী যন্ত্রসমূহ প্রদর্শনী ও মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওইসময় ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক ব্যবসায়ী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গোসাইরহাট উপজেলায় মাছের প্রজেক্ট থেকে কুমির উদ্ধার

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে একটি কুমির উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজাল কান্দি এলাকার একটি মাছের ঘের থেকে কুমিরকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী। তিনি বলেন, কুমিরটি ওই এলাকার পাজালকান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি কুমিরকে মাটি খুঁড়তে দেখেন পুকুরে কাজ করা কর্মীরা। পরে তারা একটি ফাঁদ পাতেন। সেই ফাঁদে আটকে পড়ে কুমিরটি। কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানালে তাদের কর্মীরা এসে দেখে যায়।
পাজাকান্দি সমবায় সমিতির সভাপতি লিটন বলেন, আমরা এখন আতঙ্কে আছি। কিভাবে এত বড় একটি কুমির আসল। আমাদের বাড়ির পাশে ছোট একটি নদী আছে। এতে তো কুমির থাকার কথা না। এ ধরনের কুমির সাধারণত খুলনা-বাগেরহাট এলাকায় দেখা যায়।
আলাওলপুর চেয়ারম্যান ওসমান বেপারী মুঠোফোনে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে উপজেলা প্রশাসনকে জানালে তারা সেটি নেওয়ার জন্য বন বিভাগের অফিসে জানায়। মঙ্গলবার সকালে বন বিভাগের ঢাকার কর্মীরা আসবেন।