পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: বিএমএসএফ

নিউজ২৪লাইন:
সুহেল হাওলাদার :

নাটোর, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর পেশাগত দায়িত্ব পালন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন। এ সময় মিডিয়া গুলোকে সরকার ঘোষিত ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য মালিকপক্ষের নিকট আহ্বান জানান। মফস্বলের সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে নিত্যনৈমিত্তিক মামলা, হামলা, হয়রানির শিকার হয়ে বেতন ভাতা না পেয়ে অসহায়ত্ব ভোগ করছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সেবা মাস উপলক্ষে মঙ্গলবার বিকাল চারটায় নাটোরের সাংবাদিকদের সাথে ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার আয়োজনে সিংড়া মডেল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জাতীয় কমিটির সদস্য ও নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন,কেন্দ্রের আজীবন সদস্য মোস্তাক আহমেদ খান।

জুলহাস কায়েমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফজলে রাব্বী,বেলাল হোসেন বাবু, রবিন খান,লিটন আহমেদ, মাসুদ রানা , আনোয়ার ইবনে হাসিফ, আনোয়ার হোসেন আরিফ প্রমুখ। নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত চৌদ্দ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

সখিপুরে ১০কেজি গাজাসহ একজন গ্রেফতার

নিউজ২৪লাইন:
আমান আহমেদ সজিব //
ভেদরগঞ্জ(শরীয়তপুর)প্রতিনিধি ll

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ১০ কেজি গাঁজাসহ সোহেল(২৫) নামে এক যুবক কে আটক করেছে সখিপুর থানা পুলিশ। ও পুলিশ পরিদর্শক সহর ও যানবাহন।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর-২০২২ ) বেলা ১২টা ২৫ মিনিট এর দিকে শরীয়তপুর- চাঁদপুর নসিংহপুর ফেরীঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন

লক্ষীপুর জেলার,কমলনগর উপজেলা ও থানার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে সোহেল (২৫) বিবাহিত জীবনে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এসময় আটককৃত ব্যক্তি জানান, নিজাম (৩৫) নামে এক ব্যক্তি তাকে বেগমগঞ্জ চৌরমনি চৌরাস্তা থেকে এগুলা দিয়েছে । খুলনা যাওয়ার উদ্দেশ্য রওনা দিছে বলে জানান।

এবং সখিপুর থানার একটি মাদকদ্রব্য গাজা ক্রয়- বিক্রয় আইন ২০১৮. ৩৬(১)সারণিয় ১৯(খ)৪১ মামলা রুজু হয়। এবং সখিপুর থানার মামলা নং ০৪

এবিষয়ে পুলিশ পরিদর্শক সহর ও যানবাহন মোঃ খুরশীদ আলম শিকদার গণমাধ্যমকে জানান
গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর নসিংহপুর ফেরীঘাটে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেহ হলে সখিপুর থানা পুলিশ কে খবর দিলে, সখিপুর থানা পুলিশ এসে ১০ কেজি গাজাসহ তাকে আটক করে নিয়ে যায়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ হাওলাদার বলেন, আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে মাদকব্যবসা করে আসছিলো। তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে।এবং সখিপুর থানার মামলা নং ০৪ এবং ৩৬(১)সারণিয় ১৯(খ)৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ পস্তুুত করে আদালতে সোপার্দ করা হবে। তবে আমাদের এধরনের মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।