বিএমএসএফ রাষ্ট্রের প্রচলিত ট্রাস্টি আইনেই পরিচালিত হচ্ছে

নিউজ২৪লাইনঃ

কুষ্টিয়া, শুক্রবার ৯ ডিসেম্বর , ২০২২ঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাষ্ট্রের প্রচলিত ট্রাস্টি আইনে পরিচালিত একটি জাতীয় সংগঠন। দেশের নিবন্ধিত বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন আইনে পরিচালিত হয়, তেমনি বিএমএসএফও রাষ্ট্রের প্রচলিত ট্রাস্টি আইনেই পরিচালিত হচ্ছে। বিএমএসএফ তার নিজস্ব নিবন্ধিত গঠনতন্ত্র অনুযায়ী ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হবে,এর বাইরে যাবার কোন সুযোগ নেই দাবি করে বাংলাদেশ মফস্বলের সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেছেন সংগঠন নিয়ে সাংবাদিকদের স্বার্থ রক্ষার বাইরে যাবার কোন সুযোগ নেই । যারা বিএমএসএফকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন, নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করছেন ,তাদের স্থান বিএমএসএফের মাঝে হবে না।

সাংবাদিকবান্ধব বিএমএসএফের মাঝে রাক্ষুসে সাংবাদিকদের স্থান যেমন অতীতে হয়নি ভবিষ্যতেও হবে না। বিএমএসএফ অতীতের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী দাবি করে নেতৃবৃন্দ বলেন, সংগঠনটি সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষার আন্দোলনে বিগত ১১ বছর ধরে কাজ করছে, আগামীতে যেকোনো প্রয়োজনে কুষ্টিয়ার সাংবাদিকরা পাশে থাকবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি ও জাতীয় পরিষদ নেতা যথাক্রমে হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে ও সম্পাদক নুরুন্নাহার সীমার সঞ্চালনায় সাংগঠনিক সেবা মাস উপলক্ষে এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার রাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পরিষদের নেতা ও আজীবন সদস্য মোস্তাক আহমেদ খান, জাতীয় পরিষদের নেতা ফয়সাল আজম অপু।

বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজু সাধারণ সম্পাদক নুরুন্নাহার সীমা, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান ,সাংগঠনিক সম্পাদক আবূ মনি এলিন ,প্রচার সম্পাদক ইমদাদুল হক মিলন ,নির্বাহী সদস্য এস এস রুশদী,আলামিন খান ,রাব্বি .মিশুক .সাহারিয়া ইমরান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু বিএমএসএফ ঘোষিত চৌদ্দ দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।

জাজিরায় ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা এর খেলা অনুষ্ঠিত হয়েছে

নিউজ২৪লাইনঃ
মেহেদী হাসান হৃদয়
জাজিরা শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল এবং জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর এর উদ্যোগে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ব্রাজিলকে ২/০ গোলে হারিয়ে জয়লাভ করেন আর্জেন্টিনা

সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল ম্যাচেটি অনুষ্ঠিত হয়েছে। এতে দুটি দল অংশগ্রহণ করে । ব্রাজিল বনাম আর্জেন্টিনা । উভয় দলে স্থানীয় সাপোর্টার খেলোয়াড়রা উভয় দলে খেলে থাকেন।

উক্ত খেলায় ব্রাজিল সমর্থকদের দলের নেতৃত্ব দেন জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর এবং আর্জেন্টিনার দলের নেতৃত্ব দেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল।

প্রীতি ফুটবল ম্যাচে দুই পক্ষই অত্যন্ত সুন্দর খেলা উপস্থাপন করেন যা দর্শকের মনে প্রাণে ভরে যায়। খেলার প্রথম অর্ধে আর্জেন্টিনা একটি গোল জালের ভিতর ঢুকাতে সক্ষম হয়েছে। এবং পরের অর্ধে ক খেলায় আর্জেন্টিনার আরো একটি গোল জালের ভিতরে ঢুকাতে সক্ষম হন। তবে ব্রাজিল একটি গোল ও আর্জেন্টিনারের গোল পোস্টে ঢোকাতে পারেনি। এইভাবে সমাপ্ত হয় আর্জেন্টিনার ব্রাজিলের সেই আকর্ষণীয় ম্যাচটি । এবং আর্জেন্টিনা ২-০ গোলে জয়লাভ করে।

ম্যাচ শেষে হাজারো দর্শককে সামনে রেখে বিজয়ী দলের হাতে কাপ তুলে দেন জাজিরা পৌরসভার সুযোগ্য মেয়র জনাব ইদ্রিস মাদবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল এর নেতৃত্বে।এসময় জাজিরার উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগনের পাশাপাশি জাজিরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ স্থানীয় খেলা প্রেমী জনসাধারণ উপস্থিত ছিলেন।

ডামুড্যায় আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নিউজ২৪লাইনঃ

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

আপনার অধিকার, আপনার দায়িত্বঃ দুর্নীতিকে না বলুন’ শ্লোগানে শরীয়তপুরের ডামুড্যায় দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো মানববন্ধন, আলোচনা সভা অনুষ্ঠিত।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং শান্তিরদূত কবুতর উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডামুড্যা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মাসুদ আহমেদ এর সভাপতিত্ব ও ডামুড্যা উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেন এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলার মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, আব্দুল আওয়াল,শিক্ষক, স্কাউট এর সদস্য বৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে প্রবাহমান একটি শক্তিশালী দুর্নীতি বিরোধী সংস্কৃতির চর্চা এবং এর প্রসার সুনিশ্চিত করার রূপকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। পাশাপাশি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির কূফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সামনের সড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সততা সংঘ’র সদস্যরা দুর্নীতি বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত পোস্টার-ব্যানার-ফেস্টুন-প্লাকার্ড প্রদর্শন করে। সবশেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

BIRTHDAYS ARE TIME OF CELEBRATION WITH VISHAL MAHARAJ

News24line.com
International Mews :
Today the 9 December is Vishal Maharajs birthday he is 49 years old today. He is the CEO and owner
of Megazone Bollywood Radio Station in
South Africa Durban

A truly blessed soul known as Heartbeat that loves bollywood music and decided to open his own
Radio Station 104.7 FM
Link is below for audio streaming.
http://www.megazone.fm

I have not just become a fan of the Radio station and the DJ Jocks and the Presenters but instead became family to all.

Vishal Maharaj opens his Radio Station door’s for me at anytime just so I can do my show’s and do my movitation and humanity talks.
I feel so touched to be part of Megazone Bollywood Radio Station.
A huge thank to Vishal Maharaj I’m really honored and appreciate him.May Megazone Bollywood continue to grow from strength to strength and may you achieve all your goals.

Please join Megazone Bollywood Radio Station
as they have many Global listeners.

To Vishal Maharaj
May you have all the love your heart can hold, all the happiness a day can bring, and all the blessings a life can unfold. Happy Birthday Brother God bless you.

Regards
Princess Ambassador
Vegentie Makka Achambit
South Africa
Mother Of Cultures
Global Director Of International Women News
Commissioner General
International Human Rights Coordinator

Sent from my Huawei phone