গোলাম সরওয়ার পিন্টুর” সত্য ঘটনা অবলম্বনে অপরাধ ও সচেতন মূলক এক ভিন্ন মাত্রার গল্প নির্মিত “ক্রাইম ইনভেস্টিগেশন টিম” (সিআইটি)

নিউজ২৪লাইন;
মোঃ রিয়াজ উদ্দিন :
বিনোদন ডেস্ক :
গোলাম সরওয়ার পিন্টু মানেই একের পর এক ভিন্ন মাত্রার প্রতিভা, সামাজিক অবক্ষয় রোধের প্রয়াস! প্রতিবারের ন্যায় এবারও নতুন চমক নিয়ে দেশবাসীর মুখোমুখি হলেন। সত্য ঘটনা অবলম্বনে অপরাধ ও সচেতন মূলক এক ভিন্ন মাত্রার গল্প নির্মিত করলেন “ক্রাইম ইনভেস্টিগেশন টিম” (সিআইটি)। অপরাধ নির্মূল করা, অপরাধ থেকে মুক্ত থাকা বিষয়ভিত্তিক সুষ্ঠু প্রতিবেদনের মাধ্যমে সমাজকে সচেতন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তার এই পথ চলা। বাংলাদেশে এই প্রথম উদ্দীপিত প্রচেষ্টা, সমাজের ন্যায়,অন্যায় ও অপরাধ নিয়ে বিভিন্ন সত্য ঘটনা অবলম্বনে। দুর্বার সাহসিকতায় নির্মিত হচ্ছে এক্সক্লুসিভ ক্রাইম অনুষ্ঠান “সিআইটি”।

অনুষ্ঠানটির প্রযোজক, গল্প ও প্রধান চরিত্রের অভিনেতা গোলাম সরওয়ার পিন্টু এক প্রশ্নের জবাবে বলেন।
গৌরবের এই হিরণ্ময় লগ্নে, আমরা বিন্দু থেকে বৃত্তের সন্ধানে, সত্য ঘটনা অবলম্বনে দেশের সর্বস্তরের শ্রেনী পেশার মানুষকে সচেতন করতে, ক্রাইম ইনভেস্টিগেশন টিম (সিআইটি) নামে অপরাধ মূলক ক্রাইম অনুষ্ঠান মাই টিভিতে প্রতি শনিবার বিকাল ৫:৩০ মিনিটে প্রচার করে যাচ্ছি, অন্যায় ও অপরাধী চক্রের ভীত কাঁপাতে, অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস নিয়ে, একঝাঁক তরুণ তরুণীদের সঙ্গে নিয়ে বিষয়ভিত্তিক সচেতন মূলক গল্প দেশবাসীকে উপহার দিতে চাই নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে নব উদ্যমে, আমাদের এই অবিরাম পথ চলা নিরপেক্ষ সত্য ঘটনা সবার মাঝে অনুপ্রেরণা, উৎসাহ আর উদ্দীপনা, ন্যায় অন্যায় গুলো জাতির সামনে তুলে ধরে মিশে যেতে চাই দেশের কল্যাণে। দেশবাসীর প্রতি সর্বদা আমাদের এই তৃপ্তিময় কর্মদক্ষতা থাকবে চলমান। আপনার এই সার্বিক সহযোগিতা আমাদের পথ চলাকে পৌঁছে নিয়ে যাবে স্বর্ণ শিখরতায়। ন্যায় অন্যায় নিয়ে সত্য ঘটনা অবলম্বনে সিআইটি হবে দেশের গণমানুষের প্রিয় মুখপাত্র অনুষ্ঠান। সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গী, মাদক, দুর্নীতি ও অপরাধ মুক্ত সমাজ গড়তে আপনার দিক নির্দেশনা একান্ত কামনা ও দৃঢ় প্রত্যাশী।

পহেলা ডিসেম্বর বিএমএসএফ’র উদ্যোগে রাজধানীতে বিজয় শোভাযাত্রা উদযাপন

নিউজ২৪লাইন:
সুহেল হাওলাদার স্টাফ রিপোর্টার :

ঢাকা, বৃহস্পতিবার,১ ডিসেম্বর, ২০২২: মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও ষষ্ঠ বারের মতো রাজধানীতে বিজয় শোভাযাত্রা উদযাপন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ।

এ উপলক্ষে পহেলা ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় পতাকা সুসজ্জিত করে ঘোড়ার গাড়িবহর নিয়ে ব্যানার ফেস্টুন সহকারে জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে উদ্বোধন করে দুপুর দুইটায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় bmsf এর একটি থিম সং উন্মোচন করা হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর। এতে প্রধান অতিথি ছিলেন এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এ্যাবজার আহবায়ক শাহিন বাবু। তিনি সাংবাদিকদের ন্যায় সঙ্গত দাবি এবং অধিকার বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবি করেন।

দিনব্যাপী আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, ট্রাস্টি বোর্ডের সদস্য মাইনুল হাসান,উপদেষ্টা ডা: বারী এমবিবিএস, সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পী সরদার, আজীবন সদস্য মোস্তাক আহমেদ খান,এম এ দেওয়ানী, জোটের নেতা নুরুল ইসলাম, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার সম্পাদক বিথী মোস্তফা,কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা, ঢাকা জেলার সম্পাদক সেলিম নিজামী, শোভাযাত্রা উদযাপন কমিটির সদস্য সচিব আক্তার সানজিদা আক্তার,কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, আনিস লিমনউজ্জ্বল ভূঁইয়া , সুমন খান,শাওন বাঁধন, ডেমরা শাখার সভাপতি রফিকুল ইসলাম রনি, যাত্রাবাড়ী শাখা সম্পাদক মুন্সি আল ইমরান,খাগড়াছড়ি শাখার সভাপতি রাশেদুজ্জামান অলি ,টেকনাফ শাখার সম্পাদক আরাফাত সানি ,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সুমন তালুকদার, থিম সংয়ের শিল্পী আশরাফুল ইসলাম রোহিত, ঢাকা জেলার সদস্য আব্দুল মান্নানসহ রাজনৈতিক ও সুশীল সমাজ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের দাবি ও অধিকার রক্ষায় বিএমএসএফ ঘোষিত চৌদ্দ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এদিকে বিজয় শোভাযাত্রা উপলক্ষে গৃহীত আলোচনা সভা,সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৪ ডিসেম্বর শনিবার আয়োজন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদ প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর জানিয়েছেন।

1 6 7 8