শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধী শীতার্ত মানুষের পাশে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র

নিউজ২৪লাইনঃ
শরীয়তপুর প্রতিনিধিঃ
হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী শীতার্ত মানুষের পাশে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র ।
সোমবার (১৬ জানুয়ারি) শরীয়তপুর সদর উপজেলায় বিনোদপুর ইউনিয়নে জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ১০৫ জন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন শরীয়তপুর সদর।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ১০৫ জন দৃষ্টি প্রতিবন্ধী আবেদন করেছিলেন শীতবস্ত্র এর জন্য, আমরা ১০৫ জন কে শীতবস্ত্র কম্বল দিয়েছি। সরকারের যে সব সুযোগ-সুবিধা আছে তা থেকে যেন দৃষ্টি প্রতিবন্ধীরা বঞ্চিত না হয় সে ব্যবস্থাও তিনি গ্রহণ করবেন বলে জানান।

তিনি আরো বলেন দৃষ্টি প্রতিবন্ধীরা কম্বল পাওয়ার পরে খুশিতে উপজেলা প্রশাসন ও শরীয়তপুর জেলা প্রশাসক কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও আমাদের শীতবস্ত্র বিতরণের এ ধারা অব্যাহত থাকবে।

কাঁচিকাটার প্রয়ত চেয়ারম্যান হাসেম দেওয়ানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

নিউজ২৪লাইনঃ

আমান আহমেদ সজিব // ভেদরগঞ্জ শরীয়তপুর||
শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও কাঁচিকাটা ইউনিয়নের প্রয়ত চেয়ারম্যান আবুল হাসেম দেওয়ানের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কাঁচিকাটা ইউনিয়নের বিভিন্ন মসজিদে এসব দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আবুল হাসেম দেওয়ান কাঁচিকাটা ইউনিয়নে ৪বার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ১৬ জানুয়ারি বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যু বরণ করেন।

বর্তমানে তার বড় ছেলে নুরুল আমিন দেওয়ান ঐ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন।

ভার্চুয়াল পদ্ধতিতে শরীয়তপুর জেলা সদর মডেল মসজিদ উদ্বোধন

নিউজ২৪লাইনঃ

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকে।

১৬ জানুয়ারি ২০২৩ সকাল ১০ টায় ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৬ জানুয়ারি দুপুর বারোটার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত হতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উক্ত ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে দ্বিতীয় ধাপে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালি পদ্ধতিতে শুভ উদ্বোধন কালে শরীয়তপুর জেলা সদর মডেল মসজিদ অডিটরিয়ামে উপস্থিত ছিলেন মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি শরীয়তপুর-২, মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি শরীয়তপুর পালং জাজিরা-১, মাননীয় সংসদ সদস্য মোঃ নাহিম রাজ্জাক শরীয়তপুর-৩, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার পিপিএম, সুযোগ্য জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল হক, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতি এডভোকেট সিমন মোল্লা, কাজী মোহাম্মদ আবু হানিফ গোপালগঞ্জ গণপূর্ত জোনের প্রধান প্রকৌশলী, শরীয়তপুর জেলা গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুর রহমান পিইঞ্জ, শরীয়তপুর সদর পৌর মেয়র অ্যাডভোকেট মোঃ পারভেজ রহমান জন, শরীয়তপুর জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আশরাফ আলী সহ শরীয়তপুর জেলা পুলিশ প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলার বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণ উপস্থিত ছিল।
ভার্চুয়ালি পদ্ধতিতে মডেল মসজিদ শুভ উদ্বোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি সংযুক্ত থেকে শরীয়তপুর জেলা সদর মডেল মসজিদ থেকে গুরুত্বপূর্ণ কথা বলেন শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। ভার্চুয়ালি সংযুক্ত থেকে জননেত্রী শেখ হাসিনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলেন শরীয়তপুর জেলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান।

গ্রীণ সোসাইটি বিডির শীতবস্ত্র বিতরণ

নিউজ২৪লাইন
নিজস্ব সংবাদদাতা ঃ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ। বনশ্রীর সমমনা পরিষদ এর সম্মানিত সভাপতি শাহাবুদ্দিন শিকদার এর আহ্বান ও সার্বিক সহযোগিতায় “শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান” এই স্লোগান কে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন গ্রীণ সোসাইটি বিডির শীতবস্ত্র বিতরণ প্রথম ধাপে ঢাকার বিভিন্ন গোরস্তানের কর্মীদের মাঝে রবিবার রাত ১১ টার দিকে শুরু হয়েছে। বিতরণ কালে গ্রীণ সোসাইটি বিডির পক্ষ থেকে আবু রায়হান অর্নব বলেন,শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তীব্র শীতে দেশের নিম্ন আয় ও ফুটপাতের মানুষ অনেক কষ্ট পাচ্ছেন, আমাদের মৃত্যুর পরে আমরা যাদের সহায়তা ছাড়া চিরনিদ্রায় শায়িত হতে পারবো না তাদের জন্য ছোট এই উপহার আমাদের পক্ষ থেকে এসময় আরও উপস্থিত ছিলেন গ্রীণ সোসাইটি বিডির ক্রীড়া সম্পাদক ফারশিদ জামান দ্রুব ও সদস্যরা।