ডামুড্যায় ‘আমরা রমণী’র প্রশিক্ষণ সদন প্রদান

নিউজ২৪লাইন:

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের বাসভবনে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা রমণীর ‘সুতোর খেলা’ প্রকল্পের অধীনে সেলাই ও ব্লক-বাটিক প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন আমরা রমণীর চেয়ারপার্সন মালিয়া হোসেন, প্রধান প্রকল্প পরিচালক জনাব মামুন হোসেন, স্থানীয় সমন্বয়কারী তাহমিনা কাদের সুধা এবং মিডিয়া ও এক্সটার্নাল এফায়েরস শাখার স্থানীয় সমন্বকারী জনাব ইয়ামিন কাদের নিলয়।

অনুষ্ঠানের শুরুতেই আমরা রমণীর চেয়ারপার্সন মালিয়া হোসেন ‘Door to Door Mobile Entrepreneurs’ প্রকল্পের নারী উদ্যোক্তা ও ‘সুতোর খেলা’ প্রকল্প থেকে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সাথে সাক্ষাৎকার করেন। তিনি ‘Door to Door Mobile Entrepreneurs’ প্রকল্পের নারীদের পারফর্মেন্স রিভিউ ও অক্টোবর মাসের বিক্রয় প্রণোদনা প্রদান করার পাশাপাশি ‘সুতোর খেলা’ প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ২ মাসের প্রশিক্ষণ অভিজ্ঞতা শোনার পর তাদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন।

উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা। আব্দুর রাজ্জাক ফাউন্ডশনের অর্থায়ন আমরা রমণী মোট ২টি ব্যাচের সেলাই প্রশিক্ষণ ও ১টি ব্যাচের ব্লক-বাটিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। শীঘ্রই এই ‘সুতোর খেলা’ প্রকল্পের আওতাধীন ৩য় ব্যাচের সেলাই প্রশিক্ষণ ও ২য় ব্যাচের ব্লক-বাটিক প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের রিক্রুট করা হবে।

আমার  রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩য় তম আনন্দ মেলা অনুষ্ঠিত

নিউজ২৪লাইন:
ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের   জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উপলক্ষে ডামুড্যা উপজেলায় সরকারি আব্দুর রাজ্জাক  কলেজ মাঠে ৩য় তম  আনন্দ মেলা আয়োজন করেন  ড্যামুড্যা উপজেলার ” আমার  রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠন”।
শরীয়তপুরের ডামুড্যায় বুধবার সকালে সরকারি আব্দুর রাজ্জাক কলেজের এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ছায়েদুল হক মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, উদ্বোধক হিসেবে উপস্থিত শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল,ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার,ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ,   ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম।

আনন্দ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমার রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠন এর প্রধান সমন্বয়ক মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্ছু মাদবর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদী জিল্লু রহমান, আমার রাজ্জাক সেচ্ছাসেবী সংগঠন এর সমন্বয় মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর, কামরুল হাসান মন্টি মাঝি,ডামুড্যা উপজেলা আওয়ামী যুবলীগের  সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শামীম,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল,  ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক মাহাবুব আলম, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন সবুজ,সহসভাপতি লিখন,যুগ্ন সাধারন সম্পাদক সিমান্ত হোসেন প্রিয় সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

মিরকাদিমে ৮ম ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাইলে মাদকের বিরুদ্ধে ঘোষণা ওসি

নিউজ২৪লাইন:

মো: সুজন বেপারী – মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে ৮ম ক্লেমন ওস্তাদ মোতালেব পাটোয়ারী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাইল খেলার অনুষ্ঠানে ২৭শে ফেব্রুয়ারি সোমবার গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার মাঠে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, পুলিশ এখন মাদক নির্মুল করতে পারেনি কোন একটা উপজেলায় কেন্দ্র বলতে পারিনি এই উপজেলা টায় মাদক মুক্ত, এটা অসাক করার জন্য মাদককে চিরতরার দূর করার জন্যে সকলের সহযোগিতা এবং সকলের প্রতিষ্ঠা থাকতে হবে। সুদু একটা পক্ষে পুলিশ মাদকদ্রব্যতারা হবে না।

সম্প্রতি আপনাদের এই এলাকায় পৌরসভায় জুয়ার ঘটনা খুব বাড়ছে বিভিন্ন জায়গায় জুয়া খেলতাছে আমরা খবর পাই ঘাটে বিভিন্ন জায়গায় নৌকার উপরে দেখলাম জুয়া খেলা হয়। তো এগুলা আবার দরতে গেলে অনেকসময় পরেটরে মারা জেতেও পারে।
আবার রিক্সায় জায়গায় বসে জুয়া খেলে এগুলি যদি আপনারা সচেতন হন তবে আমার মনে হয় বন্ধ করা সম্ভব।

ওসি তারিকুজ্জামান আরো বলেন, একটা লোক বারেবারে এসএমএস দিচ্ছে আপনাদের কাছে মেসেজ পাইনা, সবাই যদি মেসেজ দেন। আর আমাদের এইখানে হাতিমারা ফাড়ি ইনচার্জ আছেন উনি কাজ করতাছেন আমাদের পৌরসভা সহ রামপাল এলাকায় আশাকরি ইনশাআল্লাহ আপনারা সহযোগীতা করলে আমরা মাদক মুক্ত করতে পারবো। আমরা অতিতেওপেরেছি আপনারা দেখেছেন আমরা আপনাদের সকলের সহযোগীতা চাই আমি তাহলে আরো ভালোভাবে কাজ করতে পারবো, পুলিশ তাইলে সবচেয়ে আপনাদের বান্দব বন্ধু না হইতে পারলেও বান্দব কিন্তু পুলিশ।