ডামুড্যায় ‘আমরা রমণী’র প্রশিক্ষণ সদন প্রদান

নিউজ২৪লাইন:
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের বাসভবনে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা রমণীর ‘সুতোর খেলা’ প্রকল্পের অধীনে সেলাই ও ব্লক-বাটিক প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন আমরা রমণীর চেয়ারপার্সন মালিয়া হোসেন, প্রধান প্রকল্প পরিচালক জনাব মামুন হোসেন, স্থানীয় সমন্বয়কারী তাহমিনা কাদের সুধা এবং মিডিয়া ও এক্সটার্নাল এফায়েরস শাখার স্থানীয় সমন্বকারী জনাব ইয়ামিন কাদের নিলয়।
অনুষ্ঠানের শুরুতেই আমরা রমণীর চেয়ারপার্সন মালিয়া হোসেন ‘Door to Door Mobile Entrepreneurs’ প্রকল্পের নারী উদ্যোক্তা ও ‘সুতোর খেলা’ প্রকল্প থেকে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সাথে সাক্ষাৎকার করেন। তিনি ‘Door to Door Mobile Entrepreneurs’ প্রকল্পের নারীদের পারফর্মেন্স রিভিউ ও অক্টোবর মাসের বিক্রয় প্রণোদনা প্রদান করার পাশাপাশি ‘সুতোর খেলা’ প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ২ মাসের প্রশিক্ষণ অভিজ্ঞতা শোনার পর তাদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন।
উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা। আব্দুর রাজ্জাক ফাউন্ডশনের অর্থায়ন আমরা রমণী মোট ২টি ব্যাচের সেলাই প্রশিক্ষণ ও ১টি ব্যাচের ব্লক-বাটিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। শীঘ্রই এই ‘সুতোর খেলা’ প্রকল্পের আওতাধীন ৩য় ব্যাচের সেলাই প্রশিক্ষণ ও ২য় ব্যাচের ব্লক-বাটিক প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের রিক্রুট করা হবে।