সখিপুরে মামির সাথে পরকীয়া, ভাগিনার হাতে মামা খুন

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ইউনিয়নে মামীর সাথে পরকীয়ায় বাধা দেয়ায় মামা রুবেল খান (২৫) কে ছুরিকাঘাতে হত্যা করেছে ভাগিনা রাজিব গাইন(১৮)। এ ঘটনায় ১লা মার্চ বুধবার পুলিশ অভিযুক্ত ভাগিনা রাজিবকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ।বুধবার(২২ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওহাবআলী ঢালীর কান্দিতে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়ার এক সপ্তাহ পর মামা রুবেল খান মারা যায়।
মৃত রুবেল খান (২৫) ওহাবআলী ঢালীর কান্দির বাসিন্দা হাসু খানের ছেলে।
খোজ নিয়ে জানা যায়, মামির সাথে দীর্ঘদিন ধরে অবৈধ পরকীয়ার সম্পর্ক ছিলো ভাগিনা রাজিব গাইনের। ২২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মামার বাড়ি ভাগিনা বেড়াতে আসে।সেদিন দুপুরে রাজিবকে তার মামির সাথে কিছুটা আপত্তিকর অবস্থায় দেখে ফেলে মামা রুবেল খান। পরে মামাকে দেখে ভাগিনা দৌড়ে পালানো চেষ্টা করে। এসময় ভাগিনাকে বাধা দিতে গেলে মামার পেটে ছুরিকাঘাত করে সে। পরে গুরুগত অবস্থা দেখে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যায় ভাগিনা সহ তার পরিবার। এক সপ্তাহের চিকিৎসা শেষে বুধবার রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে রাজিব আকনকে রাত ১২ টার সময় গ্রেপ্তার করে পুলিশ।
সখিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই মৃত মামা রুবেলের বাড়ি ডিএমখালি থেকে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব মামির সাথে পরকিয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নিহতের বাবা হাসু খান বাদি হয়ে একটি মার্ডার মামলা করেছেন। আজকে সকাল দশটায় আসামী রাজিবকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হবে।

মুন্সীগঞ্জে শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে

নিউজ২৪লাইন;
মুন্সীগঞ্জ ডেস্ক – “কর্তব্যের তরে, করে গেলে যাঁরা আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান”এই স্লোগানে মুন্সীগঞ্জে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদা ও সম্মানে পালিত হচ্ছে “পুলিশ মেমোরিয়াল ডে” এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে স্থাপিত পুলিশ স্মৃতিস্তম্ভে গভীরভাবে শ্রদ্ধা জানানো হয় কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদেরকে।

আজকের এই দিনে মুন্সীগঞ্জ জেলা পুলিশ এর পক্ষ থেকে সেই সকল শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণসহ পুলিশ লাইন্সে স্থাপিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ক্রেস্ট ও সম্মাননা স্বীকৃতি স্মারক প্রদান করেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম, পিপিএম ও মুন্সীগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী জনাব আমিনা রহমান মুন্নী মহোদয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার (পিবিআই) জনাব মোঃ আনোয়ারুল হক, পুলিশ সুপার (সিআইডি) জনাব মোঃ মনিরুল ইসলাম, নৌ পুলিশ সুপার (নারায়ণগঞ্জ অঞ্চল) জনাব মীনা মাহমুদা, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এ.কে.এম মিজানুল হক, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্মানিত সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও পুলিশ পরিবারের সদস্যগণ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জনাব অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী।

অনুষ্ঠানে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তায় কর্তব্যরত অবস্থায় নিহত ২১ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা উপহার প্রদান করা হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনার ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব থান্দার খাইরুল হাসান পিপিএম-সেবা সহ মুন্সীগঞ্জ জেলাধীন সকল পুলিশ ইউনিট প্রধানগণ মুন্সীগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।