ডামুড্যা উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিউজ২৪লাউন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ-২০২৩ পালিত হয়েছে। পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ৯টার সময় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মাঝি ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আইসিটি কর্মকর্তা জাহিদ হাসান, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ফারুক আলম, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, শিক্ষা অফিসার নজরুল ইসলাম, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।

ফরিদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা 

মো:টিটুল মোল্লা,,

ফরিদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৩ ইং নির্বাচনের ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার (সকল),কর্তৃক আয়োজিত মত বিনিময় সভাটি আগামী ১৬ই মার্চ ২০২৩ইং তারিখে অনুষ্ঠিত নির্বাচনের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার,ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।

০৬ই মার্চ সোমবার ২০২৩ ইং সকাল ১১-৩০ মিনিটে কবি জসিমউদ্দীন হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। এ জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবার ব্যাপক প্রস্তুতি রয়েছে।নির্বাচন বিষয় নিয়ে কোন প্রার্থী বা তার কর্মী সমর্থকেরা প্রতিপক্ষদের হুমকিসহ কোন সমস্যা তৈরির চেষ্টা করলে তার প্রমাণ মিললে সে অপরাধীর প্রার্থিতা বাতিল করা হবে।ভোটকেন্দ্রে বুথে কেহ প্রবেশ করতে পারবে না। এ সময় সকল প্রার্থীদেরকে নির্বাচনী আচরণ বিধি মেনে কাজ করার আহবান করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস,অতিরিক্ত পুলিশ সুপার ফরিদপুর (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সদর সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল, সহকারী কমিশনার মো: সাজিদ-উল মাহমুদ প্রমুখ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই প্রথম ইভিএম (EVM) এর মাধ্যমে সকাল ৮টা ৩০ মিনিট হতে বিরতিহীনভাবে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত নির্বাচনী ইউনিয়ন সমূহের মোট ১০৩ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহন চলবে।
উক্ত সভায় প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা প্রশাসক।

এ সময় পাওয়ার পয়েন্টের মাধ্যমে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ প্রদর্শন সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো: নুরু আমীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিক।

ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসার ১০৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৬৬৫ জন, পোলিং এজেন্ট ১৩৩০ জন, মোট ২০৯৮জন কর্মকর্তা কাজ করবে কেন্দ্রগুলোতে।

নির্বাচনী সকল কেন্দ্রে প্রায় ১০(দশ) হাজার পুলিশ সদস্য প্রতিটি কেন্দ্রে ১৫/২০ জন করে নিয়োজিত থাকবে।এর সাথে গোয়েন্দা বাহিনীর সদস্যসহ আনসার বাহিনীর সদস্যরাও কেন্দ্রে উপস্থিত থাকবে।