জাজিরায় ১৩৩ টি গৃহহীন পরিবার পাচ্ছে চরাঞ্চলের বিশেষ শ্রেণির ঘর

নিউজ২৪লাইন:
জাজিরা (শরীয়তপুর)সংবাদদাতা :পদ্মা নদী বেষ্টিত শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মানুষ প্রতিবছরই শিকার হয় ভয়াল নদীভাঙ্গনের।মাইলের পর মাইল নদীগর্ভে বিলীন হয়ে যায় এ এলাকার শত শত একর ভূমি। এই প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনা করে জাজিরা উপজেলায় ২৮৮ টি চরাঞ্চলের বিশেষ শ্রেণির ঘর নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে যার মধ্যে ১৩৩ টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে, যা শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন।এই ঘরগুলো দুর্যোগ সহনীয় এবং সহজেই অন্যত্র হস্তান্তর করা যায়।তাই স্থানীয় জনসাধারণ এই ঘর পেয়ে আনন্দিত। উল্লেখ্য জাজিরা উপজেলায় ইতিমধ্যে তিন ধাপে ৪১৯ টি আশ্রায়নের ঘর হস্তান্তর করা হয়েছে।

জাজিরা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুল হাসান সোহেল জানান,জাজিরা উপজেলার ভৌগলিক অবস্থান বিবেচনা করে উপজেলা মনিটরিং কমিটির সুপারিশের আলোকে এই চরাঞ্চলের বিশেষ শ্রেনীর ঘর নির্মাণ করা হয়েছে, ভাঙনের শিকার হলে সহজেই ঘরটি খুলে অন্যত্র সরিয়ে নেয়া সম্ভব হবে,তাই মানুষের গৃহ যেমন রক্ষা পাবে,আবার সরকারেরও পুনরায় ঘর তৈরি করে দিতে হবে না।তাই এই চরাঞ্চলের ঘর টেকসই এবং দুর্যোগ সহনীয় হবে।

ভেদরগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন

নিউজ২৪লাইন:
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য যেভাবে কাজ করে চলেছেন এতে শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে নোবেল দেওয়া উচিত ছিল। কিন্তু কেন যে তাকে দেওয়া হয়নি তা আমার বোধগম্য নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সম্প্রতি গুলিস্তানের সিদ্দিক মার্কেটের আগুন লাগার বিষয়টি আমাদের গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন তদন্ত কার্য চলমান। তদন্তের পরে আমরা জানাতে পারবো এক্সক্লুসিভ (বিশেষ) কোনো কারণে আগুনের সূত্রপাত ঘটলো না গ্যাস অথবা শর্টসার্কিটের থেকে হয়েছে।’

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে প্রাধানমন্ত্রী দয়া করেছেন, ‘তাকে নিজ বাড়িতে থেকে সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। খালেদা জিয়ার স্বজনরা আবারও চিকিৎসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছেন। সেই আবেদনটি আইন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে যাবে। তারপরে বলা যাবে নতুন করে আবেদন গৃহীত হবে কি না।’

আসাদুজ্জামান খান আরও বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের ভোটে যাঁরা নির্বাচিত হবেন, তাঁরাই সরকার গঠন করবেন।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা এবং পুরস্কার বিতরণ করল ইএমএস অ্যাপারেলস লিমিটেড

নিউজ২৪লাইন:

গাজীপুর থেকে ইব্রাহিম রাজু

আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ, এ উপলক্ষে পেশাগত ক্ষেত্রে নারী কর্মীদের অধিকার এবং নারীদের দক্ষ করে তুলতে ইএমএস অ্যাপারেলস লিমিটেডের পক্ষ থেকে আলোচনা সভা এবং পুরস্কার প্রদান করা হয়।

কর্মক্ষেত্রে নারীদের কর্মচঞ্চল ও আগ্রহী করে তুলতে এবং অনুপ্রেরণা যোগাতে এবছর মোট পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।পুরস্কার প্রাপ্ত নারী কর্মীরা হলেন সুইং ইন-চার্জ নাহার বেগম ওয়ার্ক স্টাডি অফিসার আই-ই রোজিনা আক্তার সুইং অপারেটর হালিমা খাতুন কোয়ালিটি ইন্সপেক্টর লিজা আক্তার এবং সুইং অপারেটর নার্গিস। কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্ব দিয়ে নারীদের পথচলাকে আরও সুগম করতেই এসব পুরস্কার প্রদান করা হয়।

পেশাগত ক্ষেত্রে ‘জেন্ডার বৈষম্য নিরসন’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে,ইএমএস অ্যাপারেলস এর নির্বাহী পরিচালক আব্দুল কুদ্দুস আলোচনায় নারীর উপযুক্ত অধিকার, কর্মক্ষেত্রে নারীর জন্যে কার্যকরী পরিবেশ নিশ্চিতকরণ, ও দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে নারীর অগ্রগামী ভূমিকার প্রয়োজনীয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করে।

অন্যান্য বক্তাদের মধ্যে ফ্যাক্টরির প্রশাসনিক বিভাগের প্রধান মাহবুবুর রহমান বলেন, ইএমএস সবসময়ই নারী সদস্যদের সম্মান করে। এখানে নারীদের দেওয়া হয় পুরুষের সমান মর্যাদা। বেতন-ভাতা থেকে শুরু করে অন্যান্য সব সুবিধার দিক থেকে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে ইএমএস’র নারী সদস্যরা। নারীর জন্য সুষ্ঠু কর্ম-পরিবেশ সৃষ্টিতে নিরলস কাজ করে যাচ্ছি আমরা।

বিএনপির জন্য নির্বাচন বসে থাকবে না : বিএম মোজাম্মেল হক

নিউজ২৪লাইন:

মঞ্জুরুল ইসলাম রনি, শরীয়তপুর:
বিএনপির জন্য নির্বাচন বসে থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের দুই বারের সাবেক এমপি বিএম মোজাম্মেল হক। বুধবার (৮ মার্চ) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান ঢালী ও আব্দুস সালাম ঢালীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত ২০১৪ সালের নির্বাচন বন্ধে বিএনপি-জমায়াত দেশব্যাপী আগুন সন্ত্রাস সৃষ্টি করেছিলো। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। আবার তারা আগামী সংসদ নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে। বিএনপির জন্য নির্বাচন বসে থাকবে না। কিন্তু নির্বাচন প্রতিহতের ক্ষমতা বিএনপির নেই।

বিএম মোজাম্মেল হক এরপরে আংগারিয়া ইউনিয়নে গিয়ে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সীর সহধর্মিণী তাছলিমা ডোরা সহ বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিদের কবর জিয়ারত করেন।

এ সময় জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন কোতোয়াল, রুদ্রকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী, চিতলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, আংগারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হাওলাদার সহ কয়েক হাজার নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে বিএম মোজাম্মেল হকের গাড়িবহরে অংশ নেন।

মুন্সীগঞ্জ মিরকাদিমে মাদকের তালিকায় আরেক নাম যুক্ত হলো জয়েন্ট কিশোর গ্যাংয়ের

নিউজ২৪লাইন:

মুন্সীগঞ্জ থেকে মোঃ সুজন বেপারী : – মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের পুরাতন কাঠপট্টির এলাকার পাশে হাজী মোকলেছ সাহেবের চলমান অটো রাইস মেইলের মাঠ প্রঙ্গনে দেখা যায় ২৭শে ফেব্রুয়ারি মঙ্গলবার কিশোর গ্যাংয়ের দিন দুপুরে বোতল তালিকায় আরেক নাম যুক্ত হলো মাদক সেবনকালে জয়েন্ট।

সার্বিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে অলিগলির চিপাচাপায় এ জয়েন্ট। ধ্বংস হচ্ছে তরুণসমাজ। তবে প্রশাসন বলছে জুয়া ও মাদক নিরাময়ে নিয়মিত টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয় মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ তারিকুজ্জামান মিরকাদিমে ২৭শে ফেব্রুয়ারি সোমবার গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার মাঠে মাদকের বিরুদ্ধে ঘোষণা ওসির।