শরীয়তপরে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিউজ২৪লাইন:

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে ১০দিন ব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার ১১ মার্চ সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়াম সংলগ্ন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো: পারভেজ হাসান এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, পদ্মা সেতু হওয়ার কারণে শরীয়তপুর একটি সম্ভাবনাময় শিল্পনগরী হিসেবে গড়ে ওঠবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে জেলার অর্থনৈতিক উন্নয়ন করার জন্য কাজ করতে হবে। এ সব মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কুটির শিল্পের প্রচার প্রচারণার মাধ্যমে ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি এবং বৃহৎ শিল্পের দিকে যাবো আমরা। এই মেলার মাধ্যমে পণ্যের সাথে গ্রাহকের সম্মেলন ঘটাতে সহযোগিতা করবে বলে জেলা প্রশাসক আশা করেন। নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে সমাজে এগিয়ে যেতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। নারীরাও এখন আর পিছিয়ে নেই, তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে পুরুষের পাশাপাশি সমানভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উপ-ব্যবস্থাপক মনির হোসেন-এর সঞ্চালনায় গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, শরীয়তপুর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান জন, সিভিল সার্জন প্রতিনিধি ডা. সাইফুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদারসহ বিভিন্ন উদ্যোক্তাসহ প্রমূখ উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

৪০টি স্টলে ১০ দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

রাজশাহী জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা ও কেমিস্টস্ সমাবেশ অনুষ্ঠিত

নিউজ২৪লাইন:

আব্দুল জাববার রাজশাহী
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা ও কেমিস্টস্ সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৫০টি দেশে ওষুধ রপ্তানি করে। যদিও এসব ওষুদের বেশির ভাগ কাচামাল বিদেশ থেকে আমদানি করা হয়। আশা প্রত্যাশা করি সেদিন আর বেশি দূরে নয়, বাংলাদেশে ওষুধ কাচামাল তৈরি হবে এবং সেই কাচামাল থেকে দেশের সম্পূর্ণ ওষুধ তৈরি হবে। যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে। দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে ওষুধ শিল্পও অনেক এগিয়ে যাবে।
মেয়র আরো বলেন,বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্যরা শুধু ব্যবসা নয়,মানুষের সেবাও করছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ান।
বিসিডিএস রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক আলহাজ্ব মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি,কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শাহ্ জালাল।
সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক মোহাম্মদ আব্দুল হাই, কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম শাখার সভাপতি বাবু সমীর কান্তি সিকদার, পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও রংপুর শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের, পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও সিলেট শাখার সভাপতি মোঃময়নুল হক চৌধুরী,পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও ঢাকা মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান-নুর-ইসরাম (রাষ্টন), পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও নওগাঁ শাখার সভাপতি মোঃ আতাউর রহমান,কেন্দ্রীয় পরিচালক ও কুমিল্লা শাখার সভাপতি মোঃ এনায়েত উল্লাহ্, কেন্দ্রীয় পরিচালক ও কুষ্টিয়া শাখার সভাপতি মোঃ রফিকুল আলম,কেন্দ্রীয় পরিচালক ও এমআরপি বাস্তবায়ক কমিটির আহবায়ক মোঃ আনোয়ার হোসেন মৃধা,কেন্দ্রীয় পরিচালক ও ঢাকা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল লস্কর, কেন্দ্রীয় পরিচালক ও পাবনা শাখার সভাপতি এফ এম হুমায়ন কবির খোকন,সাধারণ সদস্য আব্দুল গাফ্ফার, রাজশাহী বিসিডিএস শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আনসারুল হক খিচ্চু প্রমুখ।

শরীয়তপুরে রমজানের আগে টিসিবির পণ্য পেয়ে উপকারভোগীরা খুশি

নিউজ২৪লাইন:

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকে।

শরীয়তপুর সদর উপজেলার পৌরসভা সহ দুইটি ইউনিয়নের ৪৫২৭ জন রমজানের আগে বর্তমান বাজার মূল্যের অর্ধেক দামে টিসিবির পণ্য পেয়ে উপকার ভোগী পরিবারের মাঝে স্বস্তির ছায়া নেমে এসেছে। টিসিবির পণ্য কার্ডধারি উপকারভোগী পরিবারের মুখে ফুটে উঠেছে হাসি।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশ “খুদামুক্ত গরব” বাংলাদেশ। যেখানে করোনার বৈশ্বিক মহামারীতে সারা পৃথিবী ছিল অস্থিশীল। গত এক বছর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বের বাণিজ্য বাজারে প্রয়োজনীয় প্রতিটা পণ্যসহ খাদ্য সামগ্রী দ্রব্যমূল্যের দাম উর্ধ্বগতি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন আমার দেশের দুস্থ অসহায় পরিবারের একজনও ক্ষুধায় অভুক্ত থাকবে না। আমার পিতা মৃত্যুর আগ পর্যন্ত দেশ ও দেশের জনগণকে ভালোবেসে গেছেন, আমিও আমার পিতার মতো মৃত্যুর আগ পর্যন্ত এদেশের মানুষকে এবং এই দেশকে ভালবাসতে চাই। প্রতিবছর এদেশের সরকার লক্ষ কোটি টাকা ভর্তুকি দিয়ে সারাদেশে এক কোটি দুস্থ অসহায় পরিবারের মাঝে টিসিবির পণ্য খাদ্য সামগ্রী জেলা প্রশাসনের মাধ্যমে পৌঁছে দিচ্ছে।
শরীয়তপুর জেলার ছয়টি উপজেলায় সাতটি থানার মোট উপকারভোগীর পরিবারের সংখ্যা ৬৬ হাজার ৩৩ জন। গত বৃহস্পতিবার ৯ মার্চ ২০২৩ সদর উপজেলায় পৌরসভার ৯টি ওয়ার্ড এবং দুটি ইউনিয়নে ৪৫২৭ জন কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়। রমজানের আগে টিসিবি পণ্য পেয়ে উপকারভোগীর কারো কারো মুখে স্বস্তি ছিল দেখারমত। শরীয়তপুর জেলার অত্যন্ত কর্মঠ ও নিষ্ঠাবান সুযোগ্য জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর নির্দেশক্রমে সদর উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র পৌরসভায় টিসিবির পণ্য বিতরণ এর শুভ উদ্বোধন করেন।
উপকার ভোগীর মাঝে টিসিবির পণ্য বিতরণ কালে সদর উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে বলেন, সময়মতো টিসিবির পণ্য নিম্ন আয়ের মানুষের মাঝে পৌঁছাতে পেরে অনেক ভালো লাগছে। আমরা শরীয়তপুর সদরে কোন অনিয়ম ছাড়াই কার্ড ধারীদের মধ্যে পণ্য পৌঁছাতে পারছি।