ডামুড্যায় আমরা রমণীর সাথে এশিয়া ফাউন্ডেশনের প্রীতিসম্মেলন অনুষ্ঠিত

নিউজ২৪লাইন:
ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ডাকুড্যা উপজেলা পরিষদের মিলনায়তনে আমরা রমণীর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, দ্য এশিয়া ফাউন্ডেশন থেকে আগত অতিথিবৃন্দ ও তিন শতাধিক মহিলা নিয়ে এক প্রীতিসম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যনিবার্হী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য সুমালা সুবহাত চৌধুরী, সাদেকা হাসান সেঁজুতি এবং মাশরুফা হোসেন। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের দেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ, ডিরেক্টর জোনায়েদ জামাল মীর ইজলাল মইন হুসাইন ও ডিরেক্টর আইনি ইসলাম এবং অন্যান্য অতিথি হিসেবে ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভেদরগঞ্জ উপজেলার এবং ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান।

প্রীতিসম্মেলন অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা রমণীর কার্যনির্বাহী সদস্যবৃন্দ দ্য এশিয়া ফাউন্ডেশন থেকে আগত অতিথিদের সাথে আমরা রমণীর স্থানীয় অফিস ও ডিজিটাল পল্লীতে আমরা রমণীর স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে আমরা রমণীর চেয়ারপার্সন মালিয়া হোসেনের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর অনুষ্ঠানে আমরা রমণীর প্রকল্প সদস্যদের অভিজ্ঞতা শোনার পর পরই এক এক করে আমরা রমণীর কার্যনিবার্হী কমিটির সদস্য ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা। ইতিমধ্যে আমরা রমণী দুইটি প্রকল্প নিয়ে কাজ করছে। একটি হলো ‘Door to Door Mobile Entrepreneurs’ এবং অন্যটি হলো ‘সুতোর খেলা’।

শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে (রিক) এর শ্রদ্ধাঞ্জলি

নিউজ২৪লাইন:

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকে।

শরীয়তপুরে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর পরিবারের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ১৭ মার্চ ২০২৩ শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় শরীয়তপুর সদর পৌরসভার নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন রিক এর প্রধান কার্যালয় হতে জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে দীর্ঘ পথ প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় বঙ্গবন্ধুর চত্বরে গিয়ে সমাপ্ত করে। জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালিতে অংশগ্রহণ করেন রিক এর ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম এবং শরীয়তপুর জেলার এরিয়া ম্যানেজার মোহাম্মদ খায়রুজ্জামান ও রিকের পরিচালনায় নগর মাতৃ স্বাস্থ্য কেন্দ্রের ফাইন্যান্স কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। র‍্যালি শেষে ফরিদপুর জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা অত্যন্ত ভাগ্যবান এদেশের মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে। আজ জাতির পিতার কারণেই স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র পেয়েছি এবং একটি স্বাধীন পতাকা পেয়েছি, যা আমাদের অত্যন্ত গৌরবের বিষয়। বঙ্গবন্ধুর কারণেই পাকিস্তানের পরাধীনতার শোষণের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। যার কারণে আজ আমরা এই দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি এবং স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারছি। বঙ্গবন্ধুর জন্মদিনে, স্মরণ করে বলতে চাই আল্লাহ তাআলা বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদদের জান্নাতের সর্বোত্তম স্থান দান করেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা নগর মাতৃ স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে একটা পর্যন্ত ৮০ জন শিশুকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

ফরিদপুর ১১ ইউনিয়নে নির্বাচিত বিজয়ী এবং প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী’র ফলাফল বেসরকারী ভাবে ঘোষণা

মো:টিটুল মোল্লা,,

ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৬ই (মার্চ) বৃহস্পতিবার সকাল ৮(আট) টা থেকে বিকাল ৪-৩০মিনিট পর্যন্ত”ইভিএম” এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহন শেষে সকল প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা গণনার পরে ফরিদপুর নির্বাচন কমিশন কর্তৃক সর্বশেষ বেসরকারি ভাবে বিজয়ী এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী’র ভোটের সংখ্যা, মোট ভোটের ব্যবধান এবং ফলাফল ঘোষণা করেছেন।

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে “ফকির মোঃ সিদ্দিকুর রহমান”(আওয়ামী লীগ)মনোনীত প্রতীক,নৌকায় সর্বোমোট ৬৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিম উদ্দিন শেখ স্বতন্ত্র প্রার্থী প্রতীক আনারস ৬১৬৮ টি ভোট পেয়েছেন।।

উপজেলার গেরদা ইউনিয়নে বিজয়ী প্রার্থী”শাহ মো: এমার হক” (আওয়ামী লীগ)মনোনীত প্রতীক,নৌকায় সর্বোমোট ৫০৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নাজিম উদ্দিন শেখ(স্বতন্ত্র) প্রতীক, ঘোড়া মার্কায় ৪০৭০ টি ভোট পেয়েছিলেন।।

উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে “ওমর ফারুক (ডাবলু)” (আওয়ামী লীগ)মনোনীত প্রতীক,নৌকায় সর্বোমোট ৪৫৮৩ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন
“নুর উদ্দিন মন্ডল”(স্বতন্ত্র) প্রতীক ,মোটরসাইকেল মার্কায় ৩৩৮৪ টি ভোট পেয়েছিলেন।।

উপজেলার কানাইপুর ইউনিয়নে(স্বতন্ত্র) প্রার্থী “শাহ মো:আলতাফ হোসেন” মোটরসাইকেল প্রতীকে সর্বোমোট ১০৩২৫ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী “ফকির মো:বেলায়েত হোসেন”(আওয়ামী লীগ)মনোনীত প্রতীক,নৌকায় পেয়েছেন ৯৫৪৪ ভোট।।

উপজেলার মাচ্চর ইউনিয়নে (স্বতন্ত্র) প্রার্থী “জাহিদ মুন্সি” আনারস প্রতীকে সর্বোমোট ৭৪৯৭ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী “রিজন মোল্লা”(আওয়ামী লীগ)মনোনীত প্রতীক,নৌকায় পেয়েছেন ৪৬৫ ভোট।।

উপজেলার ডিগ্রীরচর ইউনিয়নে(স্বতন্ত্র) প্রার্থী “মেহেদী হাসান মিন্টু” মোটরসাইকেল প্রতীকে সর্বোমোট ৩৯৫২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী “মোহাম্মদ আলমগীর”(স্বতন্ত্র)প্রতীক,চশমায় পেয়েছেন ৩৫৭৭ ভোট।

উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে”মোফাজ্জেল হোসেন “(আওয়ামী লীগ)মনোনীত প্রতীক,নৌকায় সর্বোমোট ৫৭৯৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন “মুস্তাফুজ্জামান”(স্বতন্ত্র) প্রতীক, আনারস মার্কায় ৪৪৭২টি ভোট পেয়েছিলেন।

উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নে “মোহাম্মদ তুহিনুর রহমান (খোকন)মন্ডল”(আওয়ামী লীগ)মনোনীত প্রতীক,নৌকায় সর্বোমোট ৫০৮৭ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন”
মির্জা সাইফুল ইসলাম”(স্বতন্ত্র) প্রতীক টেবিলফ্যান মার্কায় ৪২৯০ টি ভোট পেয়েছিলেন।

উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে “এ কে এম বাহারুল আলম বাদশা”(আওয়ামী লীগ)মনোনীত প্রতীক,নৌকায় সর্বোমোট ৬৫২৫ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন”

মো: আসাদুজ্জামান”(স্বতন্ত্র) প্রতীক,টেলিফোন মার্কায় ২৮৬৬ টি ভোট পেয়েছিলেন।

উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে “সহীদুল ইসলাম মজনু”(আওয়ামী লীগ)মনোনীত প্রতীক,নৌকায় সর্বোমোট ৫৬১৫ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন”
মির্জা সাইফুল ইসলাম”(স্বতন্ত্র) প্রতীক, আনারস মার্কায় ২৫১৪ টি ভোট পেয়েছিলেন।

উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে (স্বতন্ত্র) প্রার্থী “নুরুল আলম”মোটরসাইকেল প্রতীকে সর্বোমোট ৬৫৮১ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী “আবু সাঈদ চৌধুরী”
(আওয়ামী লীগ)মনোনীত প্রতীক,নৌকায় পেয়েছেন ৫৩০৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন জানিয়ে ফরিদপুর ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে বিজয়ী এবং প্রতিদ্বন্দ্বীদের প্রাপ্ত ভোটের সংখ্যা এবং বিজয়ী ঘোষণা করেছেন ফরিদপুর নির্বাচন কমিশন কর্তৃক সর্বশেষ ফলাফল।।