কানাইপুর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মো:টিটুল মোল্লা,,

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তুষার খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কানাইপুর বাজার বণিক সমিতি এবং বাজারের সকল ব্যবসায়ী বৃন্দের আয়োজনে,আজ শনিবার সকাল ১০ টার দিকে কানাইপুর পাট বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়,ফরিদপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১৪ মার্চ মঙ্গলবার রাতে
কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কানাইপুরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম কামাল এর নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়ী ফেরার পথে চেয়ারম্যান প্রার্থী বেলায়েত ফকিরের বাড়ীর এলাকায় বেলায়েত ফকিরসহ তার গুন্ডা বাহিনী অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ তুষার খানসহ ৪/৫ জনের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।একে কেন্দ্র করেই এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি কানাইপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ লিয়াকত মাতুব্বর এর সভাপতিত্বে, প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কানাইপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক খোকন মাতুব্বর, কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল আলম কামাল, ইউপি সদস্য আব্দুল মোতালেব শেখ, ব্যবসায়ী খোকন মাতুব্বর, সঞ্চয় সিকদার, হাসিব মাতুব্বর,মনির হোসেন সাহিন প্রমুখ।এছাড়া এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা তুষার খানের উপরে অতর্কিত হামলায় জড়িতদের গ্রেপ্তার করে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।