শরীয়তপুরে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক নির্মিত ঘর ও জমি হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

নিউজ২৪লাইন:
নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকে।

শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহীন পরিবারের জন্য তৃতীয় ও চতুর্থ পর্যায়ে নির্মিত ঘর উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়। ২০ মার্চ ২০২৩ সকাল ১০ ঘটিকার সময় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্মিত ঘর ও জমি হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তৃতীয় চতুর্থ পর্যায়ে নির্মিত ঘর ও জমি হস্তান্তর উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ হাসান, আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনুপ কুমার দে এবং সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র সহ জেলার ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুন্দর সোনার বাংলা গঠন করা। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুজিব বর্ষ উপলক্ষে তার অঙ্গীকার বাংলাদেশের একজন মানুষও গৃহীন ভূমিহীন থাকবে না। তার এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষে শরীয়তপুর জেলায় জেলা প্রশাসক মোঃ ফারজ হাসান এর নেতৃত্বে আশ্রয়ণ- ২ প্রকল্পের কার্যক্রম চলছে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা অগ্নিঝরা এই মার্চে বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সহ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও জীবিত বীর মুক্তিযোদ্ধাগণকে। একই সাথে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ১৫ ওই আগস্টের কালো রাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শহীদ হওয়া জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ কে এবং ৩রা নভেম্বর ঢাকা কারাগারে নির্মমভাবে হত্যার শিকার জাতীয় চার নেতাকে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন সারা দেশের ন্যায় শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে মোট ৩০২ টি গৃহীন ভূমিহীন(“ক” শ্রেণীর) পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।
সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে বলেন ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পুনর্বাসিত পরিবার গুলোর আত্মসামাজিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করেছে। হাঁস-মুরগি, গবাদি পশু ও উপজেলা প্রশাসনের দেওয়া কবুতর পালন করছে। বন বিভাগ থেকে পরিবারগুলোকে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আশ্রয়ন- ২ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মহতী ও সৎ উদ্যোগ। তার এই উদ্যোগটি একটি জনকল্যাণমূলক ইবাদতের শামিল বলে মনে করা হয়। তিনি আরো বলেন এ প্রকল্পের বাস্তবায়ন শরীয়তপুর সদর উপজেলায় এতটা সহজ ছিল না। সকলের প্রচেষ্টা এবং আপনাদের ঐকান্তিক সহযোগিতায় সকল প্রতিকূলতা উপেক্ষা করে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি ও জেলা প্রশাসক এর নেতৃত্বে আজ ভূমিহীন- গৃহহীন মুক্ত উপজেলা ঘোষিত হতে যাচ্ছে।