আলফাডাঙ্গার বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হারুন-অর-রশীদ,,

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়টির সভাপতি ও আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

এছাড়া এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের, আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রতন মিয়া, ফরিদপুরের কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মিলি ইসলাম, মধুখালী কৃষকলীগের যুগ্ন-আহবায়ক ও গাজনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আদর আলী, বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান প্রমূখ।

উত্তর তারাবুনিয়ায় ১৩৩০ শত ত্রিশ জন মৎস্য জীবীদের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ 

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজিব । শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদে মৎস্যজীবী পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়েছে। (২০ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ১,৩৩০শত ত্রিশ জন পরিবারের মাঝে  ৪০ কেজি করে এ চাউল বিতরণ করা হয়। উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করেন সখিপুর থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব
মোঃ ইউনুস মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন, আনিসুজ্জামান উপজেলা সমন্বয়কারী আমার বাড়ি আমার খামার ভেদরগঞ্জ ,
ইউপি সচিব মেহেদী হাসান সিপন বেপারী, ও ইউপি সদস্য বৃন্দরা।

এসময় সঠিক নিয়মে চাউল পেয়ে খুশি উপকারভোগী ১৩৩০ শত ত্রিশ পরিবার।

এসময় চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লা গণমাধ্যমকে জানান, প্রথমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি , মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ও
পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। যিনি এই অঞ্চলের মানুষকে সর্বাধিক সহযোগিতা করেছেন। যার কারনে আমরা সঠিক ভাবে জনগনকে( মৎস্য বি জি এফ) চাউল আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারছি।

জাজিরায় গৃহহীনদের জন্য প্রস্তুত চরাঞ্চলের বিশেষ শ্রেনীর ১৩৩ টি ঘর

নিউজ২৪লাইন:

জাজিরা (শরীয়তপুর)সংবাদদাতা :পদ্মানদী বেষ্টিত জাজিরা উপজেলার মানুষ প্রতিবছরই শিকার হয় ভয়াল নদীভাঙ্গনের। মাইলের পর মাইল নদীগর্ভে বিলীন হয়ে যায় প্রতি বর্ষা মৌসুমে। এই প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনা করে জাজিরা উপজেলায় ২৮৮ টি চরাঞ্চলের বিশেষ শ্রেনীর ঘর নির্মাণের বরাদ্দ পাওয়ার পর তার মধ্যে ১৩৩ টি ঘর নির্মাণের কাজ শেষ করেছে জাজিরা উপজেলা প্রশাসন।
যার মধ্যে জাজিরা সদর ইউনিয়নে ৬ টি, বড়কান্দি ইউনিয়নে ১৭ টি, বিলাসপুর ইউনিয়নে ১৬ টি, পালেরচর ইউনিয়নে ৩২ টি, নাওডোবা ইউনিয়নে ২১ টি, পূর্ব নাওডোবা ইউনিয়নে ৪ টি এবং মূলনা ইউনিয়নে ৩৭ টি ঘর করা হয়েছে। বরাদ্দের বাকি ঘরগুলো বাদ পড়া ইউনিয়নসহ বিশেষ প্রয়োজনীয় ইউনিয়নগুলোতে ধাপে ধাপে করা হবে বলে জানিয়েছেন জাজিরা উপজেলা প্রশাসন।

প্রস্তুতকৃত ঘরগুলো সারাদেশের ন্যায় বুধবার (২২-মার্চ) ৯ টার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন। এই ঘরগুলো দুর্যোগ সহনীয় এবং সহজেই অন্যত্র হস্তান্তর করা যায়। তাই স্থানীয় ভূমিহীন গরীব জনসাধারণ এই ঘর পেয়ে অত্যন্ত আনন্দিত হবে বলে বিশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। মঙ্গলবার (২১-মার্চ) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব জানিয়েছে জাজিরা উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুল হাসান সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: ইমন মোল্লা এবং উপজেলা পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো: সোহাগ মিয়া।

দক্ষিণ তারাবুনিয়ায় ১৩ শত মৎস্য জীবীদের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ 

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজিব:

শরীয়তপুর প্রতিনিধিll

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদে মৎস্যজীবী পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়েছে। (২১ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ১,৩০০শত পরিবারের মাঝে  ৪০ কেজি করে এ চাউল বিতরণ করা হয়। উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করেন সখিপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজালাল মাল। 

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আব্দুরস সাত্তার যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী অফিসার ভেদরগঞ্জ ,ইউপি সচিব মোঃ আবুল হোসেন, ও ইউপি সদস্য বৃন্দরা।

এসময় সঠিক নিয়মে চাউল পেয়ে খুশি উপকারভোগী ১৩ শত পরিবার।

এসময় চেয়ারম্যান শাহজালাল মাল গণমাধ্যমকে জানান, প্রথমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি , মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ও
পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। যিনি এই অঞ্চলের মানুষকে সর্বাধিক সহযোগিতা করেছেন। যার কারনে আমরা সঠিক ভাবে জনগনকে( মৎস্য বি জি এফ) চাউল আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারছি।

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ফিল্মি স্টাইলে ডাকাতিঃলুন্ঠিত মালামাল উদ্ধার আটক ২

নিউজ২৪লাইন:
রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র,লুণ্ঠিত নগদ অর্থ সহ লুণ্ঠিত টাকায় ক্রয়কৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় পুলিশ সুপারের কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার রাসেদুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন,জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর উপজেলার কাসিয়াবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম(৩৮), এবং একই উপজেলার তেঘরবিশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে লিমন হোসেন মিন্টু(৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ ২০২৩ তারিখ জেলার মহাদেপুর থানার বেলট গ্রামের বাসিন্দা মৃত মনছুর আলীর ছেলে আব্দুল জব্বার (৫৫) নজিপুর ইসলামী ব্যাংক শাখা হতে ১৩,৯০,০০০/- টাকা উত্তোলন করে নিজ মোটর সাইকেলে বাড়ীর উদ্দেশ্যে রওনা করেন। বেলা আনুমানিক ৩:৪০টার সময় মাতাজী-মহাদেবপুর পাকা রাস্তায় বেলট মোড় নামক স্থানে পৌঁছালে ২টি মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কৌশলে বাদীর চোখে মরিচের গুড়া ছিটিয়ে এবং তাকে মারপিট করে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যাগে থাকা ব্যাংক থেকে উত্তোলন করা টাকা এবং তার পকেটে থাকা ২০,০০০/-টাকাসহ মোট ১৪,১০,০০০/- টাকা লুট করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় বাদী আব্দুল জব্বার একটি এজাহার দায়ের করলে মহাদেবপুর থানার মামলা নং-২৭, তারিখ-১৭/০৩/২০২৩ খ্রি, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
উক্ত ঘটনার পর পরই জড়িত ডাকাতদের সনাক্ত করণ, গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর হয।নওগাঁ জেলার পুলিশ সুপার রাশিদুল হক এর প্রত্যক্ষ নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এর নেতৃত্বে, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফর হোসেন, মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনার জন্যে একটি শক্তিশালী চৌকশ পুলিশ টিম গঠন করা হয়। এর বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহার করে ১৮/০৩/২০২৩ তারিখ রাত হতে চৌকশ পুলিশ টিম অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর জয়ব্রত পাল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জয়পুরহাট ও বগুড়া জেলা থেকে দুই জন কে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে লুণ্ঠিত নগদ ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা, লুণ্ঠিত টাকায় ক্রয়কৃত একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের দুল, একটি ফ্রিজ, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনার সময় পরিহিত আসামীদের কাপড় চোপড়, হেলমেট ইত্যাদি আলামত হিসাবে জব্দ করা হয়। পুলিশ সুপার আরো বলেন ,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ছিনতাইয়ের কথা স্বীকার করে। বাকি দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে অভিযান এখনো অব্যাহত আছে।

২৫ নং নাজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান২০২৩সম্পূর্ণ

নিউজ২৪লাইন:
মোঃ সোহেল হাওলাদার বিশেষ প্রতিনিধ ঃ
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা ছয়গাঁও ইউনিয়ন ২৫ নং নাজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩সম্পূর্ণ
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব
মোঃ ফরিদ আহম্মেদ কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ভেদেরগঞ্জ উপজেলা শাখা,

অনুষ্ঠান প্রধান অতিথির আসন অলংকিত করেন বিশিষ্ট শিল্পপতী-সমাজ সেবক, এ এফ এম শফি (লেলিন)আকন্দ,ও বিশিষ্ট শিক্ষা অনুরাগি মোসাম্মৎ মিলি ওয়াহিদা,

বিশেষ মোঃ জুয়েল আহমেদ মোল্লা, সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ ভেদেরগঞ্জ উপজেলা শাখা, ও সাধারণ সম্পাদক শরীয়তপুর নাগরিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটি, মোঃ নুরুজ্জামান আকন্দ(লোমান) প্রধান শিক্ষক কাজী নীলিম, মোঃ নজরুল ইসলাম মাতাব্বর।
আমন্ত্রিত অতিথিবৃন্দঃ আঃ রহমান বেপারী, আঃমান্নফ মোল্লা, বীর মুক্তিযোদ্ধারা আঃ লতিফ বেপারী, ,ইউপি সদস্য মোঃ আবুল বাশার জাহাঙ্গীর মোল্লা, ইউপি সদস্য মোঃ আবুল হোসেন মাঝি ,মোঃ বিল্লাল হোসেন বেপারি,
সার্বিক ব্যবস্থাপনায়ঃ শিক্ষক মন্ডলী, এসএমসি,পিটিএ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতিত্ব করবেনঃ জনাব আঃ মালেক সরদার,
সার্বিক তত্ত্বাবধানেঃমোঃ কামরুজ্জামান (স্বপন) আকন্দ সভাপতি,বিদ্যালয়।