রমজানের শুরুতেই কৈজুরীর নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের আশ্রয় কেন্দ্রে ঈফতার ও দোয়ার আয়োজন

টিটুল মোল্লা: রমজানের শুরুতেই ফরিদপুর সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়নে, ক্ষমতাসীন দলের মনোনিত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ফকির মো: ছিদ্দিকুর রহমান এর ব্যাক্তিগত তহবিল থেকে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুলা গ্রাম আশ্রয়ন কেন্দ্র সংলগ্ন মসজিদে ঈফতার ও রমজানের তাৎপর্য তুলে ধরে এক দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। ২৪ শে মার্চ শুক্রবার রোজার প্রথম দিনে আশ্রয়ন কেন্দ্রের ১০০ পরিবারের অন্তত ৪ শতাধীক জনগনসহ আশপাশের অনেকেই এ ঈফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের পক্ষ হতে সেলিম মোল্ল্যা, জাহাঙ্গীর হোসেন, নুরু শেখ, গফুর ব্যাপারী, আবেদ শেখসহ বেশ কয়েকজন কর্মি সমর্থক এসব ঈফতার সামগ্রী সকলের হাতে তুলে দেন। এ দিকে ১ম রোজায় এ সব ঈফতার পেয়ে আশ্রয়ন কেন্দ্রের উপকার ভোগীরা, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে আশ্রয়ন কেন্দ্রের সুখে দু:খে চেয়ারম্যানের সর্বদা পাশে থাকার আশাবাদ ব্যাক্ত করে তার দীর্ঘায়ু কামনা করেন এ সব উপকার ভোগীরা। এ বিষয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ফকির মো: ছিদ্দিকুর রহমান সাথে কথা হলে, ১ম রোজায় আশ্রয়ন কেন্দ্রের ঈফতার মাহফিলে সকলের উপস্থিতি তাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করার প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি বলেন, “মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির প্রত্যাশায় আমরা মুসলমানরা এক মাস ধরে রোজা পালন করি, যার মূল দর্শন হলো আত্মসমর্পণ। ধৈর্য, সংযম আর আত্মশুদ্ধির শিক্ষায় দীক্ষিত হয়ে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য, মানবিক মূল্যবোধ জাগ্রত হওয়ার মাস। এ সময় তিনি কৈজুরী ইউনিয়নবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তাকে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করায় সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে তার প্রতি আস্থা রেখে নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়ায় আওয়ামীলীগের দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদককে ধন্যবাদ জানান। একই সাথে সুমহান সেবার ব্রত নিয়ে আশ্রয়ন কেন্দ্রসহ ইউনিয়ন বাসীর সর্বদা পাশে থাকার প্রতিশ্রæতি দিয়ে কৈজুরী ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য পবিত্র রমজান উপলক্ষে তুলা গ্রামের এই আশ্রয়ন কেন্দ্রে গত বুধবার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ফকির মো: ছিদ্দিকুর রহমান এর ব্যাক্তিগত তহবিল থেকে ঈফতারী রান্নার একটি পাত্র, ৩ টি ফ্যান ও নগত অর্থ প্রদান করা হয়। এ ছাড়াও এ কেন্দ্রে বসবারত উপকারভোগীদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে তাদের কষ্ট লাঘব করার চেষ্টা চালিয়ে আসছেন তিনি। এ বছরের পবিত্র রমজান মাসে ইউনিয়নের বিভিন্ন মসজিদে পর্যায়ক্রমে ঈফতারের আয়োজন করারও ঘোষনা দিয়েছেন তিনি।

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করলেন মেয়র

নিউজ২৪লাইন:

আব্দুল জাববার রাজশাহী

রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যোগ হলো আরো দুইটি আধুনিক সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস)। শনিবার বিকেলে ফলক উন্মোচন ও ফিতা কেটে পৃথক পৃথকভাবে সপুরা ও পবাপাড়া এসটিএস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। এসটিএস দুটির উদ্বোধন শেষে এসটিএস ঘুরে দেখেন রাসিক মেয়র।
এর মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের আধুনিক এসটিএস এর সংখ্যা হলো ১২টি। আধুনিক এসব এসটিএস এর কারণে বাইরে খোলা স্থানে বর্জ্য থাকবে না। ফলে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার আরো উন্নয়ন সাধিত হবে।
উদ্বোধনকালে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, রাসিকের ১নং প্যানেল মেয়র ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু,স্থায়ী কমিটির সদস্য ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, ইভেন্ট ম্যাজেনমেন্ট ও ট্যুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের আব্দুর রশীদ,পিয়ারুল ইসলাম পাপ্পু, আব্দুল্লাহ আল দ্বীপ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডামুড্যায় মোবাইল কোটের মাধ্যমে ২২জন কে জরিমানা

নিউজ২৪লাইন:
ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালনা,হেলমেটবিহীন মোটরসাইকেল, ফিটনেসবিহীন বাস এবং প্রাইভেট কারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) জনাব সবিতা সরকার ।

শনিবার (২৫ মার্চ ) ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন সড়কে তিনখাম্বা এলাকায় মোবাইল কোট পরিচালনা করেন, ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট সবিতা সরকার ।

এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সবিতা সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।এ সময় সড়ক পরিবহন আইনের মাধ্যমে ২২ টি মামলায় অর্থদণ্ড দেয়া হয়েছে। সড়ক পরিবহণ আইন-২০১৮ অনুযায়ী গাড়ির রোড পারমিট, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে নজরদারি করছি। তবে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে হেলমেট পরিধান বাধ্যতামূলক নিশ্চিত করনে বেশি গুরুত্ব দিচ্ছি। ডামুড্যা উপজেলায় হেলমেট ব্যতীত বাইক চালানোর বিষয়ে কোন ছাড় দেওয়া হনে না। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।মানুষের নিরাপদ পথচলায় উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান চলমান থাকবে।

শরীয়তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় টেইলার্স কর্মীর মৃত্যু, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন

নিউজ২৪লাইন:
ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

শরীয়তপুরের সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে টেইলার্স কর্মী জিহাদ সরকার (১৩) এর মৃত্যু হয়েছে। এসময় গাড়িচালক রাকিব বেপারী(১৫) গুরুত্ব আহত হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ)রাত ১১ টার সময় জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া টু মালবাজার সড়কে দঃতারাবুনিয়ার সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন দর্জির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ সরকার (১৩) উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান স্টেশন, সরকার কান্দি গ্রামের বাসিন্দা ইমান হোসেন সরকারের ছেলে। আহত রাকিব (১৫) ঐ এলাকার বাসিন্দা শাহজাহান বেপারীর ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, জিহাদ সরকার ও রাকিব সরকার তারা দুইজন উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজারের সোলেমান বেপারীর টেইলার্সের দোকানের কর্মী ছিলো। আজ তারাবির নামাজের পরে তারা দোকানদার সোলেমনের মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়৷ পরে দঃতারাবুনিয়ার সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন দর্জির বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে জিহাদের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর মোটরসাইকেল চালক রাকিবের পা ভেঙ্গে যায়। তাকে চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, আমরা খবর শুনে রাত সাড়ে এগারোটার সময় ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে জিহাদ সরকারের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আর মোটরসাইকেল চালক রাকিবকে শুনেছি আহত অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে৷ এ বিষয় কারো বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।

উপমন্ত্রী শামীমের উদ্যোগে নড়িয়া-সখিপুরে ছাত্রলীগের ইফতার বিতরণ কার্যক্রম শুরু

নিউজ২৪লাইন:
আমান আহমেদ সজিব //
শরীয়তপুর প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও কলেজ এবং সখিপুর থানা ছাত্রলীগ ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে। শুক্রবার (২৪ মার্চ) দুপুরের পর থেকেই নড়িয়া ও সখিপুরের বিভিন্ন বাজারে নানান শ্রেণী পেশার মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমে নড়িয়ায় নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব ও নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসী এবং সখিপুরে নেতৃত্ব দিচ্ছেন থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার ও সাধারণ সম্পাদক ইমরান বেপারী।

এব্যাপারে নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব ও নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসী বলেন, প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র উদ্যোগে এবারও আমরা নড়িয়ার প্রতিটি বাজার ও এলাকায় নানা শ্রেণী পেশার সম্মানিত রোজাদারের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি। এভাবেই ছাত্রলীগ মানবিক করে যাবে।

সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার ও সাধারণ সম্পাদক ইমরান বেপারী বলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে মাসব্যাপী সখিপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পালন করে থাকে। এবারও প্রিয় নেতা আমাদের মাধ্যমে সখিপুরে নানান শ্রেণী পেশার সম্মানিত রোজাদারদের প্রতিদিন ইফতার বিতরণ করছেন। এজন্য জননেতা একেএম এনামুল হক শামীম এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।