শরীয়তপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নিউজ২৪লাইন:

মঞ্জুরুল ইসলাম রনি, শরীয়তপুর: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে । রোববার (২৬ মার্চ) উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রামের পুকুরে মাছ ধরার সময় তিনজনের মধ্যে বজ্রপাতে ২ জন মৃত্যু বরণ করেন।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় অপরজনকে হাসপাতালে নেয়ার পথে ওই ব্যক্তিও মারা যান।

নিহতরা হলেন মাছ ব্যবসায়ী শাহিন মাঝি (৪০) সিরাজ ওঝা (৪৫) ও নসিমন চালক শাহিন শেখ (৩৫) শাহিন শেখ (৪০)

নিহতরা নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক একই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নড়িয়া উপজেলার ঘড়িশার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রামে সাজু মেম্বারের পুকুরে বিকাল অনুমানিক ৪ ঘটিকার সময় মাছ ধরার জন্য গিয়েছিল। হঠাৎ বজ্রপাত হলে তারা মারা যায়।

এ ব্যাপারে ডিঙ্গামানিক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার তিন জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

সৌসাইটি অব জাতীয় গনমাধ্যম

নিউজ২৪লাইন:
সুলতানা আক্তার

সৌসাইটি অব জাতীয় গনমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৬ শে মার্চ সকাল ৯ ঘটিকার সময় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় গনমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি একে আজিজুল হক।

এবং সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন চৌধুরী সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আর কে রুবেল, অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন কামাল, আরো উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ মৃধা, সদস্য আবু হাসান, ও মোঃ হাসমত ( হাসু) এবং কমিটির নেতৃবৃন্দ।

মাহে রমজান উপলক্ষে মাহবুব হোসেন উদ্যোগে খেজুর বিতরণ

নিউজ২৪লাইন:

নিজস্ব প্রতিবেদক – মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের রিকাবী বাজারের টেঙ্গরে শাহী জামে মসজিদের গ্রেড প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশের সাবেক স্পেশাল ব্রাঞ্চ অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মধ্যে বেলা দুপুরে ২৬শে মার্চ রবিবার খেজুর বিতরণ করা হয়।

এসময় বিতরণকালে দৈনিক আলোকিত সকাল স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ সুজন বেপারী উপস্থিতিতে মুসল্লিদের ইফতারের জন্য খেজুর বিতরণ করেন, মোঃ জাকির হোসেন , জাহাঙ্গীর, শারহাজান,আহামেদ বেপারী,শুভসহ গনি মাদবর অনেকেই প্রমুখ।

রাসিকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

নিউজ২৪নাইন:

আব্দুল জাববার রাজশাহী

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকাল ৮টায় সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে রাসিকের কাউন্সিলরবৃন্দ পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কর্মসূচিতে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ২নং আসনের সংরক্ষিত কাউন্সিলর আয়েশা খাতুন, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, মাননীয় মেয়রের ব্যক্তিগত সহকারী বিপুল কুমার সরকার, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিবেশ কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, ভান্ডার কর্মকর্তা আহসান হাবিব, ত্রাণ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, নিরাপত্তা কর্মকর্তা মতিউর রহমান, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশনের অন্যান্য স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ যোহর সোনাদিঘী মসজিদ ও নগরভবন মসজিদসহ সিটি কর্পোরেশন এলাকার সকল মসজিদ, মন্দির,গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপসানালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পানি অপচয় রোধে এক হাজার মিটার সেচনালা স্থাপন,কৃষকের মুখে হাসি

নিউজ২৪লাইন:
শরীয়তপুর প্রতিনিধি : পানির অপচয় রোধ ও উৎপাদন খরচ কমাতে শরীয়তপুরে বারিড পাইপের মাধ্যমে সেচের আওতায় এলো প্রায় ৪০০ হেক্টর জমি, ইতিমধ্যে ১২ হাজার মিটার বারিড পাইপ সম্পন্ন হয়েছে।
দেশের কৃষি ব্যবস্থা অনেকটাই সেচ নির্ভরশীল। শুধুই ধানের আবাদ নয়, সব ফল-ফসলেই ক্ষেত্রমতে পানি সেচের প্রয়োজন হয়। সেচ কাজে পানির অপচয় রোধ, ফসলি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করণ, দ্রুত সময়ে জমিতে পানি সরবরাহ ও অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শরীয়তপুর জেলার বিভিন্ন ইউনিয়নে ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে জমিতে সেচ দেয়ার জন্য ভূগর্ভস্থ সেচনালা (বারিড পাইপ) স্থাপন করা হয়েছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, প্রকল্প এলাকায় এয়ার পাইপসহ ১০টি পানি বিতরণ কেন্দ্র (গেইটবাল্ব) স্থাপনসহ মোট ১২ হাজার মিটার পাইপ লাইন স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ চালিত ২ কিউসেক ইলেকট্রিক মটর দিয়ে মাটির এক মিটার নিচ দিয়ে সঞ্চালনকৃত ভূগর্ভস্থ (১০ ইঞ্চি ডায়া) পাইপ দ্বারা আধুনিক প্রযুক্তিতে অতি দ্রুত উৎস থেকে শেষ পর্যন্ত পানি পৌঁছানোর ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। উপজেলা সেচ কমিটির মাধ্যমে ১১সদস্য বিশিষ্ট একটি সমিতি করে এই সেচ প্রকল্পটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে ।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শরীয়তপুর সদর জোনের উপ-সহকারী প্রকৌশলী হাবিব উল্লাহ জানান, কৃষি সেক্টরকে উন্নত এবং কৃষকদের ব্যয় ও পানি খরচ কমিয়ে আনার পাশাপাশি সেচের পানির অপচয় রোধে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে।
কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ সেচনালা (বারিড পাইপ) নির্মাণ কার্যক্রম চলছে। শুধু ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভর না করে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো দরকার। সরকার ইতোমধ্যে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে। আইলের মাধ্যমে সেচের পানি সরবরাহ করলে মাটি অনেকটা পানি শুষে নেয়। এ জন্য পানি অপচয় রোধে ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন হচ্ছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শরীয়তপুর জোনের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন জানান, পানির টেকসই ব্যবহার ও পানিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। নদী-খাল খনন ও পুনঃখনন, রাবার ড্যাম নির্মাণ, জলাধার নির্মাণ, পানি সাশ্রয়ী পদ্ধতির ব্যবহারসহ অনেক উদ্যোগ বাস্তবায়ন করেছে। বিএডিসি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে খাল পুনঃখননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা দূর করে চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি করছে তেমনি আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়নের দ্বারা প্রায় ৪০০ হেক্টর জমি
চাষের আওতায় আনা হয়েছে ।

স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু সৈনিক লীগের ময়মনসিংহে শ্রদ্ধা নিবেদন

নিউজ২৪লাইন:
স্টাফ রিপোর্টারঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ সকাল ১০ ঘটিকায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রবিবার ২৬ মার্চ সকালে বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলার সভাপতি শিবলী সাদিক খান সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার সোহেল খান, মহানগর সভাপতি শাহ রেজাউল করিম রেজা সাধারন সম্পাদক সুলতান মাহমুদ এর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনসহ ময়মনসিংহ স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এসময় জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম শামীম, গোলাম ফারুক, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার কাইয়ুম, সোলেমান মিয়া মহন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমেদ মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাক আহমেদ খান, মহিলা বিযয়ক সম্পাদক শামীমা সুলতানা রুবি, একেএম গোলাম সারোয়ার স্বপন সরকার, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, মুক্তি, ফারজানা আক্তার শিউলী, আসিয়া, ফারজানা মিল্কি, প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী ও ভ্রাত্রিপ্রতিম সংগঠন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জেলা ও বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

শরীয়তপুরের সখিপুরে স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ২৪লাইন:
আমান আহমেদ সজিব ভেদরগঞ্জ শরীয়তপুর।

মহান স্বাধীনতা দিবসে শরীয়তপুরের সখিপুর জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্র লীগ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা।

রবিবার (২৬ মার্চ) ভোর ৬টা ১ মিনিটে ২১ বার তোপধ্বনি দেয় পুলিশের একটি দল। এর পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

স্মৃতিসৌধের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন
ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা ও সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার ।

এরপর সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান মানিক সরদারসহ আওয়ামী লীগ, যুবলীগ সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করেন।

1 2