৪৯বছর আগে হারিয়ে যাওয়া শরীয়তপুরের কালাম হাওলাদার ফিরতে চায় নিজ বাড়িতে

নিউজ ২৪লাইন:

শরীয়তপুর বাসী।।
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন কালাম চাচা উনি ছোটবেলায় নিজ পরিবার হারিয়ে ফেলেছে ওনার বাবার বাড়ি আপনাদের জেলায় হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে।।
প্রিয় শরীয়তপুর বাসী চলেন কালাম চাচাকে তার আপন নীড়ে ফেরাতে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করি।।
ছবিসব পরিবারের বিস্তারিত তথ্য নিচে দেয়া আছে।।

Studio of creative arts Limited
Rj kebria apan thikana…..
আপন ঠিকানা-৩১০
অতিথিঃ”কালাম” বয়স ৫৫ বছর,১৯৭৪ সনে হারিয়ে যান।
বাবার নামঃ আনচার আলী হাওলাদার।
মায়ের নামঃ মনে নাই।
ভাইয়ের নামঃ আলম,কালাম (নিজে)
বোনের নামঃ কমলা, মোমেনা।
বাড়ি ছিল ফাঁকা জায়গায়। বাবার কাঁধে চড়ে হাটে যেতাম।
বাড়ির নাম ছিল হাওলাদার বাড়ি।
ঢাকায় খালার বাসায় গিয়ে-চামুছ হাতে নিয়ে বাসা থেকে বেড়িয়ে যাই। আর ফিরতে পারি নাই।
সম্ভাব্য ঠিকানা
গ্রামঃ ভেদরগঞ্জ থানার যে কোন স্হান ।
বাড়ির নাম হাওলাদার বাড়ি।
চেষ্টা করুন-চেষ্টার বিকল্প নাই

কেউ যদি কালাম চাচার পরিবারের কোন তথ্য জেনে থাকেন তাহলে দয়া করে ইনবক্সে নক করবেন
মোহাম্মদ আমির হোসেন বাবু টিম মেম্বার আপন ঠিকানা।।
অথবা ফোন করবেন 01825441508 ইমো আছে।।

হেল্প পোস্ট প্লিজ এপ্রুভ। 🙏

চরক্লার্ক জনতা বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল লক্ষ লক্ষ টাকার মালামাল

নিউজ২৪লাইন:
মোঃ আবদুল আজিজ নোয়াখালী জেলা প্রতিনিধি

সুবর্ণচর চর ক্লার্ক জনতা বাজারে গত রাত ১ টার সময়
নিজাম উদ্দিন মিকারের মোবাইল ও ইলেকট্রনিক দোকান এবং নিজাম উদ্দিন টেইলরের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

এতে নিজাম উদ্দিন মিকারের প্রায় ৭ লক্ষ টাকার ইলেকট্রনিক সামগ্রী পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়,রাত ১টার দিকে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।

বৈদ্যুতিক সার্কিট থেকে আগুন লেগে দোকানের ভেতরে পুড়ে যখন উপরের ধরে যায় তখন রাস্তায় চলাচলকারী লোকজনের নজরে আসে।

উপস্থিত জনতার চিৎকারে আশপাশের লোকজন একত্রিত হয়ে পানি মারতে থাকে। সর্ব শেষ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু তারপুর্বেই দুটি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত নিজাম উদ্দিন মিকার ও নিজাম উদ্দিন টেইলার জানান তারা তরাবি নামাজ শেষ হওয়ার পর প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাতে ফোনে খবর পেয়ে দ্রুত এসে দেখে তাদের দোকানের সকল জিনিসপত্র পুড়ে শেষ হয়ে গেছে।নিজাম উদ্দিন মিকার ২০০৫ সাল থেকে এই বাজারে মোবাইল, টেলিভিশন, বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবসা করে আসছে।
এখন সব কিছু হারিয়ে দিশেহারা অবস্থায় আছে।

এদিকে ৩নং চরক্লার্ক ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আবুল বাসারের সাথে যোগাযোগ করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উভয় পক্ষকে আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি জানান প্রায় ১৫-২০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হন।

কবিরহাটে যুবকের ঝুলন্ত লাশ করল পুলিশ

নিউজ২৪লাইন:

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বসত ঘর থেকে এক যুবকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো.তাওহিদ (২০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দেলোয়ার আর্মি বাড়ির মো.মহিউদ্দিন ওরফে খোকনের ছেলে।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের দেলোয়ার আর্মি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিমের মা রেহানা আক্তার ও পরিবারের অন্য সদস্যরা মঙ্গলবার ভোর রাতে সেহরি খেতে উঠেন। ওই সময় রোজা রাখার জন্য সেহরি খেতে ছেলেকে ডাকাডাকি শুরু করেন তিনি । ছেলে তার মায়ের ডাকে সাড়া না দিলে, তিনি জোরে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। রেহানা বেগম দরজা খুলে দেখেন ছেলে তাওহিদ টিনের ঘরের আড়ায় গামছা দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে। এরপর রেহানা বেগমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানা যায়, ৮-৯মাস আগে তাওহিদ প্রেম করে বিয়ে করে ফেনীর পশুরাম এলাকার মমতাজ নামের এক তরুণীকে। বিয়ের পর থেকে
বাবা-মায়ের সাথে স্ত্রী মমতাজের বিভিন্ন বিষয় নিয়ে কলহ লেগে থাকত। পরিবার ও স্ত্রীর ওপর অভিমান করে সোমবার দিবাগত গভীর রাতের কোনো এক সময়ে বসত ঘরের নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশে প্রথম কৃত্রিম হার্ট স্থাপনকারী শরীয়তপুরের সন্তান ডাঃ_জাহাঙ্গীরকবির

নিউজ২৪লাইন:
মো: নুরুল ইসলাম আমাদের প্রতিনিধি :
বাংলাদেশে প্রথম কৃত্রিম হার্ট স্থাপনকারী শরীয়তপুর জেলার নড়িয়ার সন্তান ডাঃ_জাহাঙ্গীর_কবির।

বাংলাদেশে প্রথমবারের মতো এক রোগির শরীরে কৃত্তিম হার্ট স্হাপন করা হয়েছে। ডাক্তারদের মতে এটাকে বলা হয়, মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট। এ যন্ত্র দীর্ঘদিন হার্টকে কৃত্তিম উপায়ে সচল রাখতে সহায়তা করে।এর মধ্যদিয়ে বাংলাদেশে হার্টের চিকিৎসার নতুন যুগের সূচনাহলো।

ইউনাইটেড হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির ও তার সহকর্মীরা বুধবার প্রায় ৪ ঘন্টা ধরে সফল অপারেশনের মাধ্যমে হা্টমেইট -৩ নামের একটি মেকানিক্যাল হার্ট ৪২ বছর বয়স্ক এক নারীর হার্টের নিলয়ে স্হাপন করেন। এর মাধ্যমে তারা তার পুরোহার্টের কার্যকারিতা স্বাভাবিক অবস্হায় ফিরিয়ে আনেন। আমাদের সময়, শুক্রবার, ৪ঠা মার্চ,২০২২

ডাঃ জাহাঙ্গীর কবির শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কৃতিসন্তান। তার এ কৃতিত্বে দেশবাসীর সাথে শরীয়তপুরও সমানভাবে আনন্দিত। শরীয়তপুর বাসীর পক্ষ থেকে আমরা জনাব জাহাঙ্গীর কবির ও তার টিমের সদস্যদের অভিনন্দন জানাচ্ছি। পেশাগত জীবনে তার উত্তরোত্তর সমৃদ্ধি আমাদের প্রত্যাশা।
মহান আল্লার কাছে তার সুস্হ ও সুন্দর জীবন কামনা করছি।

#জাহাঙ্গীর #কবির #কৃত্রিমহার্ট #স্থাপন