৪৯বছর আগে হারিয়ে যাওয়া শরীয়তপুরের কালাম হাওলাদার ফিরতে চায় নিজ বাড়িতে

নিউজ ২৪লাইন:
শরীয়তপুর বাসী।।
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন কালাম চাচা উনি ছোটবেলায় নিজ পরিবার হারিয়ে ফেলেছে ওনার বাবার বাড়ি আপনাদের জেলায় হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে।।
প্রিয় শরীয়তপুর বাসী চলেন কালাম চাচাকে তার আপন নীড়ে ফেরাতে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করি।।
ছবিসব পরিবারের বিস্তারিত তথ্য নিচে দেয়া আছে।।
Studio of creative arts Limited
Rj kebria apan thikana…..
আপন ঠিকানা-৩১০
অতিথিঃ”কালাম” বয়স ৫৫ বছর,১৯৭৪ সনে হারিয়ে যান।
বাবার নামঃ আনচার আলী হাওলাদার।
মায়ের নামঃ মনে নাই।
ভাইয়ের নামঃ আলম,কালাম (নিজে)
বোনের নামঃ কমলা, মোমেনা।
বাড়ি ছিল ফাঁকা জায়গায়। বাবার কাঁধে চড়ে হাটে যেতাম।
বাড়ির নাম ছিল হাওলাদার বাড়ি।
ঢাকায় খালার বাসায় গিয়ে-চামুছ হাতে নিয়ে বাসা থেকে বেড়িয়ে যাই। আর ফিরতে পারি নাই।
সম্ভাব্য ঠিকানা
গ্রামঃ ভেদরগঞ্জ থানার যে কোন স্হান ।
বাড়ির নাম হাওলাদার বাড়ি।
চেষ্টা করুন-চেষ্টার বিকল্প নাই
কেউ যদি কালাম চাচার পরিবারের কোন তথ্য জেনে থাকেন তাহলে দয়া করে ইনবক্সে নক করবেন
মোহাম্মদ আমির হোসেন বাবু টিম মেম্বার আপন ঠিকানা।।
অথবা ফোন করবেন 01825441508 ইমো আছে।।
হেল্প পোস্ট প্লিজ এপ্রুভ। 🙏