কক্সবাজার প্রতিনিধি;
হত দরিদ্রের ভিজিডি কার্ড, ভিজিএফ, বয়স্ক ভাতা, পুঙ্গ ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা/গর্ভবতী ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ সুযোগ সুবিধা সকলের মাঝে পৌছে দিবেন বলে জবাফুল প্রতিকের প্রার্থী এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নাগরিক সেবা, পৌরসভার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন । জন্ম নিবন্ধন, নাগরিক সনদ সহ যেসমস্ত প্রয়োজনীয় কাগজ পত্রে মহিলা কাউন্সিলরের স্বাক্ষর প্রয়োজন তা তিনি যখন প্রয়োজন তখন প্রদান করবেন বলে ভোটারদের কাছে ওয়াদা করেছেন বলে জানান সাধারণ ভোটারগণ।

সালেহা আক্তার মিলি
আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন। সংরক্ষিত- ৭, ৮, ৯নং ওয়ার্ডের ঘরে ঘরে জবাফুলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোট যুদ্ধে সালেহা আকতার মিলি এগিয়ে আছেন বলে জানা যায় । ওয়ার্ডের ভোটাররা এবারে নতুন মুখ মিলির সন্ধানে অপেক্ষায় রয়েছেন বলে মাওঃ ফরিদ আলম জানান। শিক্ষাবীদ মিলি প্রচারণা ভোটারদের জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে রয়েছেন বলে একাধিক ভোটার জানান। তরুণ ভোটার হাসান জানান, এবারে সংরক্ষিত ৩ ওয়ার্ড নির্বাচনে – বিশিষ্ট সমাজসেবিকা জবাফুল প্রতিক নিয়ে বিজয়ী হবেন ইনশাআল্লাহ। শিক্ষাবীদ রাসেল বলেন, এবারে পুরাতন এর চেয়ে নতুন মুখের প্রতি ঝুঁকছে নারী – পুরুষসহ সচেতন ভোটার। যোগ্য প্রার্থী হিসেবে মিলি এগিয়ে রয়েছেন বলে ভোটার ইয়াছির জানান। মিলি নতুন মুখ হিসেবে ভোটারদের কাছে টানতে বেশ কৌশলী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে জবাফুল প্রচারণায় শীর্ষে সালেহা আকতার মিলি নির্বাচিত হলে সকল ভোটারদের জন্য জন্ম নিবন্ধন সহজিকরণ, পুষ্টি ভাতা প্রদান, সড়ক মেরামত ও বর্ষাকালে ড্রেন, নালা -নর্দমা পরিষ্কার রাখার উপর জোর দেবেন।
প্রতি সুদৃষ্টি রাখবেন এবং বিভিন্ন সময়ে হত দরিদ্রের ভিজিডি কার্ড, ভিজিএফ, বয়স্ক ভাতা, পুঙ্গ ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা/গর্ভবতী ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ সুযোগ সুবিধা সকলের মাঝে পৌছে দিবেন বলে জবাফুল প্রতিকের প্রার্থী এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নাগরিক সেবা, পৌরসভার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন । জন্ম নিবন্ধন, নাগরিক সনদ সহ যেসমস্ত প্রয়োজনীয় কাগজ পত্রে মহিলা কাউন্সিলরের স্বাক্ষর প্রয়োজন তা তিনি যখন প্রয়োজন তখন প্রদান করবেন বলে ভোটারদের কাছে ওয়াদা করেছেন বলে জানান সাধারণ ভোটারগণ। সংরক্ষিত – ৩ ওয়ার্ডে আগামীর জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে জবাফুল প্রতিকের প্রার্থী সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন এমনটাই আশা ৭, ৮, ও ৯নং ওয়ার্ডবাসির। ৩ ওয়ার্ডের ভোট কেন্দ্রে তিনি ভোটারদের মন জয় করতে দিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
চলছে জবাফুল প্রতিকের কুশল বিনিময় ও ভোটারদের দ্বারেদ্বারে প্রার্থী ছাড়া ও তার আত্মীয় স্বজন। প্রতিদিন পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ করে নির্বাচনী মাঠ সরগরম করেছেন জবাফুল প্রতিকের প্রার্থী । বুদ্ধিদীপ্ত ও কৌশলী প্রচারণায় এগিয়ে যাচ্ছেন মিলি। ভোট যুদ্ধ হবে ভাবির সাথে ননদের । নতুন প্রার্থী হিসেবে তার দিকে ঝুঁকে পড়ছেন সর্বস্তরের ভোটার এমনটা বলছেন সচেতন মহল ।
রুমালিয়ারছড়া, তারাবনিয়ারছড়া, পাহাড়তলী, বৈদ্যঘোনা, ঘোনারপাড়া, গোলদিঘি পাড় দক্ষিণ, চার মোহাজের পাড়ায় জবাফুলের ছেয়ে গেছে নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন। চলছে বিকাল ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত মাইকিং, গান ও অঁলা। স্ব স্ব প্রার্থীদের লিফলেট নিয়ে ভোটারদের দ্বারেদ্বারে প্রার্থী ও আত্মীয় স্বজন। প্রতিদিন পথসভা, উঠান বৈঠক করে নির্বাচনী মাঠ সরগরম করেছেন প্রার্থীরা। কৌশলী প্রচারণায় পিছিয়ে নেই পুরাতন প্রার্থীরা। প্রার্থীরা হরেকরকমের প্রতিশ্রুতি দিতে ভুল করছেনা। কুশল বিনিময় ও দোয়া নিচ্ছেন ভোটারের।
“০৭ নং ওয়ার্ডে ১০১১১ ভোট,
০৮ নং ওয়ার্ডে ৭২৫৩ ভোট,
০৯ নং ওয়ার্ডে ৭৩৪৬ ভোট”