জাজিরার মূলনায় ইউনিয়নে কুকুর নিয়ে ঝগড়া- ১জন কে কুপিয়ে জখম

নিউজ২৪লাইন:
রাইসুল ইসলাম নয়ন
জাজিরা,শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরা উপজেলায়  সামান্য কুকুর পাশের বাড়িতে যাওয়ায় আলমগীর ছৈয়াল নামের এক ব্যাক্তি কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৮ই জুন) উপজেলার মূলনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর গজনাইপুর গ্রামে আলমগীর ছৈয়াল এর নিজ বসত বাড়ির সামনে রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আলমগীর ছৈয়াল (৬০) জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের গজনাইপুর গ্রামের নুর মোহাম্মদ ছৈয়ালের ছেলে। 

স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল  ৮ই জুন আলমগীর ছৈয়ালের পালিত কুকুর তাদের পাশের বাড়ি ইব্রাহীম ছৈয়ালের বাড়িতে গেলে তারা বাজে ভাবে গালাগালি করে, এবং আলমগীর চৈয়ালের অনুপস্থিতিতে তার ছেলে ও স্ত্রী কে মারধর করেন অতঃপর রাত ৯টার দিকে আলমগীর ছৈয়াল বাড়িতে গেলে বাড়ির সামনেই প্রতিপক্ষ ইব্রাহীম ছৈয়াল ও তার ৩ছেলে যথাক্রমে  সজিব ছৈয়াল(২৪),রাজিব (২০),রাকিব (১৫)  মিলে আলমগীর ছৈয়ালকে দেশীয় অস্র নিয়ে হামলা করে।  এতে আলমগীর ছৈয়াল গুরুতর ভাবে জখম হয়। এবং তার সাথে থাকা গরু বিক্রি করা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা যায়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে তাকে  ঢাকা মেডিকেলে রেফার করা হয় হয়।

আহত আলমগীর ছৈয়ালের বড় মেয়ে আখী আক্তার বলেন, আমার বাবা দিন আনে দিন খায়। আমার বাবার সাথে কারো কোনো ঝামেলা নাই। গত কাল আমার বাবার সাথে যে রকম ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেনো হামলা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন।

এ ঘটনায় জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,  আমার কাছে অভিযোগ এসেছে।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৭,৮,৯ নং’এ মিলি এগিয়ে

কক্সবাজার প্রতিনিধি;

হত দরিদ্রের ভিজিডি কার্ড, ভিজিএফ, বয়স্ক ভাতা, পুঙ্গ ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা/গর্ভবতী ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ সুযোগ সুবিধা সকলের মাঝে পৌছে দিবেন বলে জবাফুল প্রতিকের প্রার্থী এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নাগরিক সেবা, পৌরসভার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন । জন্ম নিবন্ধন, নাগরিক সনদ সহ যেসমস্ত প্রয়োজনীয় কাগজ পত্রে মহিলা কাউন্সিলরের স্বাক্ষর প্রয়োজন তা তিনি যখন প্রয়োজন তখন প্রদান করবেন বলে ভোটারদের কাছে ওয়াদা করেছেন বলে জানান সাধারণ ভোটারগণ।

সালেহা আক্তার মিলি

আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন। সংরক্ষিত- ৭, ৮, ৯নং ওয়ার্ডের ঘরে ঘরে জবাফুলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোট যুদ্ধে সালেহা আকতার মিলি এগিয়ে আছেন বলে জানা যায় । ওয়ার্ডের ভোটাররা এবারে নতুন মুখ মিলির সন্ধানে অপেক্ষায় রয়েছেন বলে মাওঃ ফরিদ আলম জানান। শিক্ষাবীদ মিলি প্রচারণা ভোটারদের জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে রয়েছেন বলে একাধিক ভোটার জানান। তরুণ ভোটার হাসান জানান, এবারে সংরক্ষিত ৩ ওয়ার্ড নির্বাচনে – বিশিষ্ট সমাজসেবিকা জবাফুল প্রতিক নিয়ে বিজয়ী হবেন ইনশাআল্লাহ। শিক্ষাবীদ রাসেল বলেন, এবারে পুরাতন এর চেয়ে নতুন মুখের প্রতি ঝুঁকছে নারী – পুরুষসহ সচেতন ভোটার। যোগ্য প্রার্থী হিসেবে মিলি এগিয়ে রয়েছেন বলে ভোটার ইয়াছির জানান। মিলি নতুন মুখ হিসেবে ভোটারদের কাছে টানতে বেশ কৌশলী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে জবাফুল প্রচারণায় শীর্ষে সালেহা আকতার মিলি নির্বাচিত হলে সকল ভোটারদের জন্য জন্ম নিবন্ধন সহজিকরণ, পুষ্টি ভাতা প্রদান, সড়ক মেরামত ও বর্ষাকালে ড্রেন, নালা -নর্দমা পরিষ্কার রাখার উপর জোর দেবেন।

প্রতি সুদৃষ্টি রাখবেন এবং বিভিন্ন সময়ে হত দরিদ্রের ভিজিডি কার্ড, ভিজিএফ, বয়স্ক ভাতা, পুঙ্গ ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা/গর্ভবতী ভাতা, প্রতিবন্ধি ভাতা সহ সুযোগ সুবিধা সকলের মাঝে পৌছে দিবেন বলে জবাফুল প্রতিকের প্রার্থী এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নাগরিক সেবা, পৌরসভার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন । জন্ম নিবন্ধন, নাগরিক সনদ সহ যেসমস্ত প্রয়োজনীয় কাগজ পত্রে মহিলা কাউন্সিলরের স্বাক্ষর প্রয়োজন তা তিনি যখন প্রয়োজন তখন প্রদান করবেন বলে ভোটারদের কাছে ওয়াদা করেছেন বলে জানান সাধারণ ভোটারগণ। সংরক্ষিত – ৩ ওয়ার্ডে আগামীর জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে জবাফুল প্রতিকের প্রার্থী সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন এমনটাই আশা ৭, ৮, ও ৯নং ওয়ার্ডবাসির। ৩ ওয়ার্ডের ভোট কেন্দ্রে তিনি ভোটারদের মন জয় করতে দিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

চলছে জবাফুল প্রতিকের কুশল বিনিময় ও ভোটারদের দ্বারেদ্বারে প্রার্থী ছাড়া ও তার আত্মীয় স্বজন। প্রতিদিন পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ করে নির্বাচনী মাঠ সরগরম করেছেন জবাফুল প্রতিকের প্রার্থী । বুদ্ধিদীপ্ত ও কৌশলী প্রচারণায় এগিয়ে যাচ্ছেন মিলি। ভোট যুদ্ধ হবে ভাবির সাথে ননদের । নতুন প্রার্থী হিসেবে তার দিকে ঝুঁকে পড়ছেন সর্বস্তরের ভোটার এমনটা বলছেন সচেতন মহল ।

রুমালিয়ারছড়া, তারাবনিয়ারছড়া, পাহাড়তলী, বৈদ্যঘোনা, ঘোনারপাড়া, গোলদিঘি পাড় দক্ষিণ, চার মোহাজের পাড়ায় জবাফুলের ছেয়ে গেছে নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন। চলছে বিকাল ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত মাইকিং, গান ও অঁলা। স্ব স্ব প্রার্থীদের লিফলেট নিয়ে ভোটারদের দ্বারেদ্বারে প্রার্থী ও আত্মীয় স্বজন। প্রতিদিন পথসভা, উঠান বৈঠক করে নির্বাচনী মাঠ সরগরম করেছেন প্রার্থীরা। কৌশলী প্রচারণায় পিছিয়ে নেই পুরাতন প্রার্থীরা। প্রার্থীরা হরেকরকমের প্রতিশ্রুতি দিতে ভুল করছেনা। কুশল বিনিময় ও দোয়া নিচ্ছেন ভোটারের।

“০৭ নং ওয়ার্ডে ১০১১১ ভোট, 

০৮ নং ওয়ার্ডে ৭২৫৩ ভোট, 

০৯ নং ওয়ার্ডে ৭৩৪৬ ভোট”

অপপ্রচার থেকে সকলকে সতর্ক থাকতে হবে’ জেলা প্রসাশক পারভেজ হাসান

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজিব :শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। জেলা প্রশাসক বলেন, আমাদের এ স্বাধীন দেশ আমাদেরই স্বাধীনতা ধরে রাখতে হবে। এক শ্রেণীর অসাধু মানুষজন আছে যারা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছেন। এ সকল মানুষদের থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ড্যামুডা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
তিনি আরো বলেন, সারা পৃথিবী নানান কারনে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। সে তুলনায় আমাদের উন্নয়ন অগ্রযাত্রা স্বাভাবিক রযেছে। আমাদের দেশে কেউ যেন অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। অপরিকল্পিত বসতি গড়ে ওঠার কারণে কৃষি জমি, জলাভূমি নষ্ট হচ্ছে। কিন্তু, ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে– প্রকৃতি, কৃষি জমি, জলাভূমি সংরক্ষণ করা দরকার। অপরিকল্পিত উন্নয়নের ধারা যদি চলতে দেওয়া হয়– তাহলে কৃষি জমি, নদী, জলাভূমি নষ্ট হতেই থাকবে।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইয়াদুল হক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান গণ।