রূপগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ২৪লাইন:
মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার যুবলীগ নেতা দ্বীন ইসলাম দিলিপকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে। গত ৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে মুড়াপাড়া বাজারে যাওয়ার পথে দড়িকান্দী এলাকার মাফু আলীর বাড়ির পাশে ওত পেতে থাকা ১০/১২ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। পরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় দিলিপকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ জানায়, পূর্ব শত্রæতার জের ধরে দ্বীন ইসলাম দিলিপের সঙ্গে আসামীদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। সন্ত্রাসীরা ধারালো রামদা, সুইচগিয়ার, ছেনদা, ছুরি, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে দ্বীন ইসলাম দিলিপের উপর হামলা চালায়। দিলিপের বুকে, পিঠে ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় দিলিপের মা তাছলিমা বেগম বাদী হয়ে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার পাভেল(৩৬), পিয়াল(২৭), ইমন(২৫), বিপ্লব(২৪), আবুল হোসেন(৪৮), মেহেদীকে(২৭) নামীয় ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দয়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, দিলিপ হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

৫২তম জাতীয় সমবায় দিবস-২৩ উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা

নিউজ২৪লাইন:

শরীয়তপুর প্রতিনিধি : “সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে পালিত হলো ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩।
আজ শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীয়তপুর মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, পুলিশ সুপার শরীয়তপুর মাহবুবুল আলম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, আব্দুল কাইয়ুম জেলা সমবায় অফিসার, মো: রুহুল আমিন উপজেলা সমবায় অফিসার শরীয়তপুর সদর পৌরসভা মেয়র এ্যাড. পারভেজ রহমান জন সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।
উক্ত আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ঠ সমবায়ী প্রথম ও দ্বিতীয় পুরস্কার প্রধান করা হয় এবছর জেলার শ্রেষ্ঠ সমবায়ী পদক পেয়েছেন জাজিরার মীরাশা চাষী বাজার সমবায় সমিতির সভাপতি প্রিন্স খান। সবশেষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।