শরীয়তপুর জাজিরায় বিএনপির জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেন রফিকুল ইসলাম কোতোয়াল

নিউজ২৪লাইন:
মেহেদী হাসান হৃদয়
(শরীয়তপুর)

১১ নভেম্বর রোজ শনিবার বিকেলে জাজিরা উপজেলা ঈদগাহ ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এসম এখানে পালং জাজিরার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
এসময় তিনি বলেন বিএনপি জামায়াতের অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়াতে হবে

এসময় রফিকুল ইসলাম কোতোয়াল বলেন শেখ হাসিনা হাত ধরে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ রুপ নিয়েছে এই ধারা অব্যাহত রাখতে হলে আমাদের সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা হাত কে শক্তিশালী করতে হবে

কিন্তু এসময় বিএনপির জামায়াতের অপশক্তির এমন ভাবে রাশ পেয়েছে যা জনগণের ক্ষতি বয়ে আনছে তাই বিএনপির জামায়াতের হরতাল অবরোধ কর্মকান্ডোর ধারাকে অব্যাহত করতে দেওয়া যাবে না

রফিকুল ইসলাম কোতোয়াল আরো বলেন যদি আমি মনোনয়ন পাই এবং শরিয়তপুর ১ আসনের এমপি হতে পারি তা হলে শরিয়তপুর কে আমি আধুনিক শরিয়তপুরে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ
তিনি আরো বলেন দল থেকে যদি মনোনয়ন আমাকে দেওয়া না হয় তা হলে যে নৌকার মাঝি হয়ে আসবে আমি তার সাথেই নৌকা চরবো

শরীয়তপুর ১ আসনের জনগণের কাছে আমার একটাই চাওয়া শান্তি বজায় রাখুন কোন প্রকার অসধ সাধন করার চেষ্টা যেনো আমরা না করি নৌকায় ভোট দিন শেখ হাসিনা হাত কে শক্তিশালী করবো

রফিকুল ইসলাম কোতোয়াল

নিখোঁজ সংবাদ মোঃ মোমেন ১৪

নিউজ২৪লাইন:
নাম : মোমিন
বয়স : ১৪
গত বৃহস্পতিবার ২৬/১০/২০২৩ তারিখে সকালে ঘর থেকে রাগ করে বের হয়ে যায় ।
আজ অনেক দিন দরে নিখোঁজ রয়েছে । ছেলেটির পরোনে সাদা গেনজি আর কালো পায়জামা পরা ছিলো।
কেও যদি পেয়ে থাকেন দয়া করে এই নাম্বারে ও ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইল।
০১৯৯৪৭৭৮৩১৩
ঠিকানা : বাড্ডা আদর্শ নগর , ৪ নং রোড
🙏

ডামুড্যায় অনুষ্ঠিত হচ্ছে ‘আমরা রমণী’ এর ‘সুতোর খেলায় রঙের মেলা’

আজ ১১ নভেম্বর (শনিবার) বেলা সাড়ে ১১টায় আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের অর্থায়নে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের বাসভবনের আঙিনায় ‘আমরা রমণী’ প্রোগ্রামের উদ্যোগে ‘সুতোর খেলায় রঙের মেলা’ শীর্ষক দু’দিনব্যাপী এক মেলার উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমরা রমণীর কার্যনিবার্হী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবলু শিকদার, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভেদরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চিনু মান্নান, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ‘আমরা রমণী’ প্রোগ্রামের প্রকল্প পরিচালক জনাব মামুন হোসেন, আমরা রমণীর স্থানীয় সমন্বয়কারী তাহমিনা কাদের সুধা, আমরা রমণীর মিডিয়া ও এক্সটার্নাল অ্যাফায়েরস শাখার স্থানীয় সমন্বয়কারী জনাব ইয়ামিন কাদের নিলয় এবং আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের ল অন্যান্য নেতাকর্মী।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ‘আমরা রমণী’ এর কার্যনির্বাহী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে তার শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, “আপনারা সকলেই জানেন কিছু ক্ষেত্রে বৈষম্য বিদ্যমান থাকলেও আমাদের দেশের নারীদের সিদ্ধান্ত গ্রহণ, স্বাক্ষরতার হার বৃদ্ধি ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নিযুক্তি ইত্যাদি ক্ষেত্রে উন্নতি সাধন হয়েছে এবং হচ্ছে। উন্নত দেশসহ আশেপাশের দেশগুলোর সাথে তাল মিলিয়ে আমাদের দেশও ভালোভাবেই এগিয়ে যাচ্ছে নানা ক্ষেত্রে। তাই নারী সম্পর্কিত সবকিছু উদযাপন করতেও আমার খুব ভালো লাগে।”

প্রধান অতিথির বক্তব্য শেষে ‘আমরা রমণী’ এর ‘সুতোর খেলা’ প্রকল্পের আওতাধীন তৃতীয় ব্যাচের সেলাই ও ব্লক-বাটিক প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, সুতোর খেলায় রঙের মেলায় থাকছে আমরা রমণীর ‘সুতোর খেলা’ প্রকল্পে তৈরি বিভিন্ন ধরনের পোশাক, বিভিন্ন ধরনের হাতে তৈরি পণ্য, নানান রকমের গহনা, ‘Door to Door Mobile Entrepreneurs’ প্রকল্পের স্টল এবং বিভিন্ন মুখোরোচক খাবারের স্টল। মেলা চলবে ১১ ও ১২ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত যা সকলের জন্য উন্মুক্ত।