রূপগঞ্জে রোড টু স্মার্ট বাংলাদেশের ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ২৪লাইন:
মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, থানা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় শতাধিক নেতা কর্মীর মধ্যে গতকাল ১৮ নভেম্বর শনিবার দিনব্যাপী ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোড টু স্মার্ট বাংলাদেশের উদ্যোগে রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের গাজী অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মূর্তজা পাপ্পা।

প্রশিক্ষক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, রোড টু স্মার্ট বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক সমন্বয়কারী ফারহানা নাছরিন।

প্রশিক্ষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরা, নৌকায় ভোট দেওয়ার আকর্ষণ বৃদ্ধি করা, ভোট কেন্দ্র ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা, ভোট গ্রহনের শেষে করণীয়, ভোটারদের যানবাহনের সুবিধা প্রদান, ভোটদানে সহযোগীতা করা, গণমানুষকে কেন্দ্রমুখী করা, তরুণ ভোটারদের ভোট প্রদানে উৎসাহিত করা সহ নানা বিষয়ে আলোচনা করা

সখিপুরের দক্ষিণ ল তারাবুনিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নিউজ২৪লাইন:

আমান আহমেদ সজিব :
শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড খলিল মালের কান্দি এলাকায় মো. নবীর হোসেন (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

শনিবার (১৮ নভেম্বর ) ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত, নবীর হোসেন(২০) দক্ষিণ তারাবুনিয়া খলিল মালের
কান্দি বাসিন্দা ইয়াছিন বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, নবীর হোসেন মানসিক ভাবে অসুস্থ ছিলো, ৬ মাস আগে সম্পর্ক করে বিয়ে করে।
ঘরে তার স্ত্রী রয়েছে, কোন সন্তান আদি এখনো হয়নি।
মাথার সমস্যার কারনেই এই ঘটনা ঘটতে পারে বলে
ধারনা তাদের।

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজালাল মাল মোটফোনে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম নবীরের লাশ টাও দেখেছি, নবীর আমার বাড়ির পাশে, তার মাথায় একটু সমস্যা ছিলো, যার কারনেই এই ঘটনা ঘটেছে বলে আমার মনে হচ্ছে।

এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বাংলাদেশ সমাচার কে জানান নবীর হোসেন নামে এক যুবকের মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করার জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব তলিয়ে গেছে বৃষ্টির পানিতে পিঁয়াজ, রসুনসহ মশলা জাতীয় ফসলী মাঠ

নিউজ২৪লাইন:

শরীয়তপুর থেকে ,
মিরাজ পালোয়ান।
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দেশের স্থলভাগে দুইদিন ধরে মুষলধারে বৃষ্টি ঝড়ছে। শরীয়তপুরে এ বছর পিঁয়াজ, রসুন, ধনিয়া, কালোজিরাসহ, মশলা জাতীয় রবিশস্য চাষ হয়েছিল ২ হাজার ৩৩৭ হেক্টর জমিতে। আমন ধান চাষ হয়েছিল ১৪ হাজার ২৩৭ হেক্টর জমিতে। মশলা জাতীয় রবিশস্য বেশিদিন পানির নিচে থাকলে নষ্ট হয়ে যায়। ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে দুইদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না থামলে মশলা জাতীয় ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আমন ধান যা চাষ হয়েছে, তার মধ্যে শতকরা ৬০ ভাগ ঘরে তুলে নিয়েছে কৃষক। বাকি ৪০ ভাগ এখনও মাঠে। এই ৪০ ভাগ আমন ধান ক্ষতিগ্রস্ত হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শরীয়তপুরের আমন ধানসহ মশলা জাতীয় রবিশস্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করছে স্থানীয় কৃষি বিভাগ। তবে বৃষ্টির পানি অন্যত্র চলে গেলে ফসলের তেমন ক্ষয়ক্ষতি হবে না। মশলা জাতীয় রবিশস্যের বীজ ও চারা সাধারণত চার দিন থেকে এক সপ্তাহ পানির নিচে থাকলে ক্ষতিগ্রস্ত হয়। জেলার ফসলী মাঠে ইতোমধ্যে পানি জমিয়ে মশলা জাতীয় ফসলগুলো তলিয়ে গেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

জেলার নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুর অঞ্চলের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলা জুড়ে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে পাকা আমন ধানসহ মশলা জাতীয় রবিশস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। পিঁয়াজ, রসুন, ধনিয়া, কালোজিরা, মরিচসহ অন্যান্য ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। বিশেষ করে পিঁয়াজ ও রসুন চাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পিঁয়াজ, রসুনের বীজ থেকে মাটি ফুঁড়ে চারা গজাতে দেখা গেছে মাত্র এক সপ্তাহ আগে থেকে। মিধিলির প্রভাবে মুষলধারে বৃষ্টির জমাট বাঁধা পানিতে এসব ফসল নষ্ট হয়ে যাবে। বৃষ্টি এত বেশি হয়েছে যে, ফসলের চাঁরা মাটি থেকে উপড়ে গিয়ে পানিতে ভেসে এক জায়গায় একত্রিত হয়ে গেছে। ঋণ করে এসব ফসল চাষ করা কৃষকদের পথে বসতে হবে এখন।

নশাসন এলাকার কৃষক হাকিম মিয়া বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে বেশি লাভের আশায় পিঁয়াজ ও রসুন চাষ করেছিলাম। তিন চারদিন আগে চারা গজিয়েছে আমার জমিতে। সেই চারাগুলো বৃষ্টির পানিতে ডুবে গেছে। ভেসেও গেছে অনেকটা। কিস্তির টাকা শোধ করব কীভাবে এখন আমি? ঘূর্ণিঝড় মিধিলি আমাকে পথে বসিয়ে দিয়ে গেল।

নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের কৃষক রব মাদবর বলেন, হঠাৎ করেই গতকাল থেকে বৃষ্টি নামায় আমার চাষ করা কালোজিরা,ধনিয়া ফসল নষ্ট হয়ে গেছে। মিধিলি নামে নাকি ঘুর্ণিঝড় এসেছে। সেই ঝড়ের প্রভাবে বৃষ্টি হয়ে আমার জমি এখন পানির নিচে। বৃষ্টি শেষ হলে আমাকে আবার নতুন করে বীজ রোপন করতে হবে।

সখিপুর এলাকার কৃষক রুহুল আমিন বলেন, গতকাল সকালে ফসলের জমিতে গেছিলাম কেমন চারা গজিয়েছে তা দেখতে। হঠাৎ করেই বৃষ্টি নামল। বৃষ্টিতে আমার ফসলের জমিতে পানি জমে গেছে। এই পানি নদী বা খালে নামতে সময় লাগবে। কিন্তু এখন আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। আমার পিঁয়াজ, রসুন সব শেষ হয়ে গেল।

আনোয়ার সরদার বলেন, কৃষক আমার আমন ধান ঘরে তুলতে পারেনি শ্রমিক সংকট। মিধিলির বৃষ্টিতে আমার ধানগুলো এখন পানির নিচে। ঋণ করে আমন ধান চাষ করেছিলাম। এখন আমি ঋণ দেব কীভাবে সেই চিন্তায় আছি।

শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, শরীয়তপুরে দুইদিন ধরে ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি গুলো ফসলের মাঠ থেকে অন্যত্র সরিয়ে দিলে ফসলের তেমন ক্ষতি হবে না। আমন ধান বেশিরভাগ কৃষকরা ঘরে তুলেছে। কিছু অংশ বাকি রয়েছে।বৃষ্টিতে মশলা জাতীয় ফসলগুলো নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।

ওভেন লেবেল ডিজাইনার্স পেশাজীবী সমবায় সমিতি লিঃ এর যাত্রা শুরু

নিউজ২৪লাইন:
স্টাফ রিপোর্টারঃ রাজু আহমেদ
ওভেন লেবেল ডিজাইনার্স পেশাজীবী সমবায় সমিতি লিঃ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ই নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় রাজধানীর উত্তরার ১২ নাম্বার সেক্টরে অবস্থিত সিমেক ইন্টারটেনমেন্ট লিঃ-এ সমিতির কার্যক্রম শুরু করা হয়। সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে সদস্য আজাদ মিয়া ও রাজু আহমেদের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ জহির (কন্টিনেন্টাল)
অনুষ্ঠানে প্রধান পরামর্শক হিসাবে উপস্থিত ছিলেন মেগা লেবেলের সিইও মোহাম্মাদ জহির।

এ সময় সমিতির সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সম্পাদক মুজাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন সদস্য মোঃ আনোয়ার হোসেন, জসিম উদ্দিন,অমরেশ তপাদার, মোঃ রফিকুল ইসলাম শেয়ার সদস্য মোঃ ইরফান আলী, এ আর খান আরমান, আবু সুফিয়ান,মোঃ আলমগির হোসেন,আবু বক্কর সিদ্দিক,জনাব আহসান রিবেল সমিতির অগ্রগতি,কার্যক্রম, শেয়ার নির্ধারণ সহ আর্থসামাজিক উন্নয়নে কিভাবে দৃষ্টান্ত রাখতে পারে,তা নিয়ে বিস্তর আলোচনা তুলে ধরেন। এদিন সকল সদস্যদের হাতে সনদ তুলে দেন আয়োজক কমিটি।

এ সমিতি গত বছর যাত্রা শুরু করে এই বছরের ৫ আগষ্ট সনদপত্র পেয়ে নিবন্ধিত হয়।যাহার নিবন্ধন নাম্বার ০০১৫৫।

সবশেষে সভাপতি সৈয়দ ফজলুল হকের সমাপনী বক্তব্য ও র্র্যাফল ড্র’র লটারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।